জি বাংলার (Zee Bangla) অত্যন্ত জনপ্রিয় একটি বাংলা সিরিয়াল (Bengali Serial) হল ‘খেলনা বাড়ি’ (Khelna Bari)। এই সিরিয়ালের নায়িকা মিতুলের (Mitul) চরিত্রে আরাত্রিকা মাইতি (Aratrika Maiti) এবং নায়ক ইন্দ্রর (Indra) চরিত্রে অভিনেতা বিশ্বজিৎ ঘোষের (Biswajit Ghosh) সাবলীল অভিনয় অল্পদিনেই মন জয় করে নিয়েছে দর্শকদের।
ইতোমধ্যেই ইন্দ্র মিতুলের জুটিটাকেও দারুন ভালোবেসে ফেলেছেন দর্শক। সব মিলিয়ে বাংলা সিরিয়ালপ্রেমী (Bengali Serial) দর্শকদের কাছে এই সিরিয়ালের জনপ্রিয়তা নিয়ে নতুন করে কিছুই বলার নেই। প্রসঙ্গত নায়ক নায়িকা ইন্দ্র মিতুল ছাড়াও এই সিরিয়ালে অত্যন্ত গুরুত্বপূর্ণ খলনায়িকা অন্তরার ওরফে অনামিকার চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় টেলি অভিনেত্রী মিশমি দাস (Mishmee Das)।
সদ্য এই ধারাবাহিকে দেখা গিয়েছে টানটান উত্তেজনার পর্ব। ইতিমধ্যেই দর্শক দেখেছেন আদালতে প্রমাণ জোগাড় করে এনে নকল অন্তরার মুখোশ খুলে দিয়েছে মিতুল। সমস্ত তথ্য প্রমাণ দেখে একথা প্রমাণিত হয়েছে লাহিড়ী বাড়িতে অন্তরা সেজে থাকা মেয়েটি আসলে নকল অন্তরা অর্থাৎ অনামিকা। যে কিনা আসলে অন্তরারই যমজ বোন।
সেইসাথে ইতিমধ্যেই দর্শক দেখেছেন এই সিরিয়ালের অলৌকিক কান্ড কারখানা। যখন কেউ মিতুলকে সাহায্য করছিল না, গুগলিকে হারাবার ভয়ে তার পাগলের মত অবস্থা হয়েছিল ঠিক তখন তাকে সাহায্য করতে এগিয়ে এসেছিল খোদ অন্তরার আত্মা। সেই মিতুলের শরীরে প্রবেশ করে রণো আর অনুরাধার কাছ থেকে এফিডেভিটের কাগজ নিয়ে আসে
গতকালের পর্বেই দেখা গিয়েছে এই নকল এই অন্তরার আত্মার শান্তি কামনা করে বাড়িতে পুজোর ব্যবস্থা করেছিল মিতুল। সেই পর্ব মিটতেই দেখা যাচ্ছে এবার খেলনা বাড়িতে আসতে চলেছে নতুন টুইস্ট। অন্তরের আত্মাকে বিদায় করে এবার বেশ কিছুদিনের লীপ নিতে চলেছে এই সিরিয়াল।
জানা যাচ্ছে আগামী দিনে এই সিরিয়ালে দেখা যাবে মিতুলের মা হওয়ার পর্ব। বাংলা সিরিয়ালের ‘লেডি রঞ্জিত মল্লিক’ মিতুলের মা হওয়ার খবর পেয়ে রীতিমতো উচ্ছাসিত তাঁর অনুরাগীরা। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ঝড়ের বেগে ভাইরাল হয়েছে সেই আগাম পর্বের বেশ কিছু ঝলক ।