• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

নিজের ছেলেমেয়ের চক্রান্তেই চুরির অপবাদে জেলে মিতুল! খেলনা বাড়িতে আসছে বিরাট চমক 

Updated on:

Khelna Bari Mitul In Jail For her Own daughter and Son

নতুনের ভীড়েও দিনে দিনে জনপ্রিয়তা বেড়ে চলেছে জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক ‘খেলনা বাড়ি’র (Khelna Bari)। সাপ্তাহিক টি আর পি তালিকাতেও কিন্তু নিয়মিত ছক্কা হাঁকাচ্ছে এই সিরিয়াল। নিয়মিত দর্শকরা জানেন সম্প্রতি বেশ কয়েক বছর এগিয়ে গিয়েছে মিতুল-ইন্দ্রর (Mitul-Indra) লাহিড়ী বাড়ির সদস্যদের গল্প।

সিরিয়াল লীপ নেওয়ার সাথে সাথেই শুরু হয়েছে মিতুলের  নতুন অধ্যায়। কাহিনী লিপ নেওয়ার পর মিতুল এখন বড় বড় দুই ছেলেমেয়ে গুগলি আর আদরের মা। তারা দুজনেই এখন বেশ বড়। গুগলি এখন কলেজের ছাত্রী। আর অনামিকার চক্রান্তে আদর এখন পাড়ার গুন্ডা শিবা।

বাংলা সিরিয়াল,Bengali Serial,খেলনা বাড়ি,Khelna Bari,মিতুল,Mitul,গুগলি,Googly,আদর,Ador,অনামিকা,Anamika,মিতুল গ্রেপ্তার,Mitul Arested,জেল,Jail,মিথ্যে অভিযোগ,Wrong Charges,নতুন চমক,New Twist

আর এই সব কিছুর মাস্টারমাইন্ড মিতুলের পুরোনো শত্রু অনামিকা। মিতুলের ছেলে আদরকে ষষ্ঠী পুজোর দিনেই বাড়ি থেকে চুরি করে নিয়ে যাওয়ার পর সকলের আড়ালে গুগলিকে মিতুলের সম্পর্কে ভুল বুঝিয়ে তাকে মিতুলের থেকে দূরে করে দিয়েছে অনামিকা। তাই ভাগ্যের এমনই পরিহাস মিতুলের দুই ছেলেমেয়েই এখন তার শত্রু হয়ে উঠেছে।

বাংলা সিরিয়াল,Bengali Serial,খেলনা বাড়ি,Khelna Bari,মিতুল,Mitul,গুগলি,Googly,আদর,Ador,অনামিকা,Anamika,মিতুল গ্রেপ্তার,Mitul Arested,জেল,Jail,মিথ্যে অভিযোগ,Wrong Charges,নতুন চমক,New Twist

সিরিয়ালটির নিয়মিত দর্শকরা জানেন মিতুল গুগলিরই কলেজে পড়াশোনা করার জন্য ফর্ম ফিল আপ করেছে। কিন্তু অনামিকার কথায় নেচে গুগলি নিজের মাকে ফাঁসাতে তার ব্যাগে প্রশ্নপত্র লুকিয়ে রেখেছে। এই খবর পেয়েই অনামিকা পুলিশে ফর করে লাহিড়ী বাড়িতে পালিশ পাঠায়।
বাংলা সিরিয়াল,Bengali Serial,খেলনা বাড়ি,Khelna Bari,মিতুল,Mitul,গুগলি,Googly,আদর,Ador,অনামিকা,Anamika,মিতুল গ্রেপ্তার,Mitul Arested,জেল,Jail,মিথ্যে অভিযোগ,Wrong Charges,নতুন চমক,New Twist
গতকালই দেখা গিয়েছে মিতুলকে গ্রেপ্তার করতে লাহিড়ী বাড়িতে এসেছেন এই পিএস অফিসার অলকানন্দা। সবাই অনেকবার বলার সত্বেও তিনি কারও কথা না শুনেই মিতুলের ঘরে তল্লাশি করতে চলে যায়। তখন গুগলি মনে মনে অনুশোচনা করতে শুরু করে গুগলি।

সে ভাবে বিনা দোষে তার জন্যই তার মিতুল মা জেলে যাবে! তাই ভয় পুলিশকে সত্যি তা নিজের মুখেই জানাবে বলে ঠিক করে সে. কিন্তু তখনই তার মানি অর্থাৎ অনামিকা ফর করে একে আবার ভুল বোঝায়। অন্যদিকে থানায় গিয়ে জেরার মুখে পড়েও মিতুল জানায় সে নির্দোষ। তাই সে সিসিটিভি ফুটেজ দেখার আর্জি  জানায়। অন্যদিকে ততক্ষণে অনামিকার কথায় শিবায় সমস্ত সিসিটিভি ফুটেজ নষ্ট করে দেয়। এখন দেখার  নিজের সন্তানদেরই চক্রান্তের জাল ছিঁড়ে কিভাবে বেরিয়ে আসে মিতুল।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥