• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

জিও বেল্ট কাকি! অন্যায়ের প্রতিবাদে শুটিয়ে লাল করে দিল মিতুল, প্রকাশ্যে ধামাকা প্রোমো

Published on:

বাংলা সিরিয়াল,Bengali Serial,জি বাংলা,Zee Bangla,খেলনাবাড়ি,Khelnabari,মিতুল,Mitul,গুগলি,Googly,নতুন প্রোমো,New Promo,বেল্ট কাকি,Belt Kaki

এই মুহূর্তে টেলিভিশনের পর্দায় শুরু হওয়া এক ঝাঁক নতুন সিরিয়ালের ভীড়েও সগৌরবে দর্শকদের মন জয় করে চলেছে জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক ‘খেলনা বাড়ি’ (Khelna Bari)। দর্শকমহলে প্রতিনিয়ত বেড়েই চলেছে এই সিরিয়ালের জনপ্রিয়তা। সাপ্তাহিক টি আর পি তালিকাতেও কিন্তু নিয়মিত ছক্কা হাঁকাচ্ছেএই ধারাবাহিক।

নিয়মিত দর্শকরা জানেন সম্প্রতি বেশ কয়েক বছর এগিয়ে গিয়েছে মিতুল-ইন্দ্রর (Mitul-Indra) লাহিড়ী বাড়ির সদস্যদের গল্প। সেই সাথে শুরু হয়েছে মিতুলের  নতুন অধ্যায়। কাহিনী লিপ নেওয়ার পর মিতুল এখন বড় বড় দুই ছেলেমেয়ে গুগলি আর আদরের মা। তারা দুজনেই এখন বেশ বড়। গুগলি এখন কলেজের ছাত্রী।

বাংলা সিরিয়াল,Bengali Serial,জি বাংলা,Zee Bangla,খেলনাবাড়ি,Khelnabari,মিতুল,Mitul,গুগলি,Googly,নতুন প্রোমো,New Promo,বেল্ট কাকি,Belt Kaki

ধারাবাহিকে প্রতিবাদী মিতুলের চরিত্রে অভিনেত্রী আরাত্রিকা মাইতির অভিনয় বরাবরই দারুন প্রশংসা পেয়েছে দর্শকমহলে। নিজে এখনও স্কুলের গন্ডি না পেরোলেও এত অল্প বয়সেই একজন কলেজ পড়ুয়া মেয়ের মায়ের চরিত্রে অভিনয় করে আগেই দর্শকমহলে দারুন প্রশংসিত হয়েছেন তিনি। এই খেলনা বাড়ির মিতুল হয়েই তিনি পৌঁছে গিয়েছেন বাংলার দর্শকদের ঘরে ঘরে।

বাংলা সিরিয়াল,Bengali Serial,জি বাংলা,Zee Bangla,খেলনাবাড়ি,Khelnabari,মিতুল,Mitul,গুগলি,Googly,নতুন প্রোমো,New Promo,বেল্ট কাকি,Belt Kaki

ঘুর্নির মেয়ে মিতুল পাল ইতিমধ্যেই পেয়েছেন বাংলা সিরিয়ালের লেডি রঞ্জিত মল্লিকের তকমা। অন্যায় দেখলে বরাবরই প্রতিবাদে ফেটে পড়ে মিতুল। আগের মতো তার সেই স্বভাবের বদল হয়নি এখনও। সিরিয়ালটি যারা নিয়মিত দেখেন তারা জানেন মিতুল গুগলিরই কলেজে পড়াশোনা করার জন্য ফর্ম ফিলআপ করেছে। কিন্তু অনামিকার কথায় নেচে গুগলি এখন নিজের মাকেই ফাঁসিয়ে দিচ্ছে।

বাংলা সিরিয়াল,Bengali Serial,জি বাংলা,Zee Bangla,খেলনাবাড়ি,Khelnabari,মিতুল,Mitul,গুগলি,Googly,নতুন প্রোমো,New Promo,বেল্ট কাকি,Belt Kaki

এরইমধ্যে প্রকাশ্যে এসেছে সিরিয়ালের এক ধামাকাদার প্রমো। সেখানে দেখা যাচ্ছে হাতে বেল্ট জড়িয়ে আবার নিজের আগের রূপে ফায়ার এসেছে মিতুল। কলেজে আসা নতুন ছেলেমেয়েদের বিরক্ত করায় সবকটা বদমাইশকেই বেল্ট হাতে চাপকে সোজা করে দে মিতুল।

মিতুলের এই রূপ দেখে কলেজের ছেলেমেয়েরা তো সবাই প্রশংসায় পঞ্চমুখ। বেল্ট হাতে মিতুলের এই প্রতিবাদী রূপ দেখে সবাই তাঁর উদেশ্যে ‘বেল্ট কাকি’ জিন্দাবাদ বলে স্লোগান দিতে থাকে। মিতুল মায়ের এমন রূপ দেখে চমকে যায় গুগলিও।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥