• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

অষ্টাদশী মিতুলের ২৫ বছরের মেয়ে, মায়ের চরিত্রে অভিনয় নিয়ে অকপট পর্দার ‘লেডি রঞ্জিত মল্লিক’

Published on:

Khelnabari Mitul Aratrika Maity open up abou New Twist in serial

শুরু থেকেই চর্চায় রয়েছে জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় সিরিয়াল‘খেলনা বাড়ি’ (Khelna Bari)। এই ধারাবাহিকের নায়িকা মিতুল (Mitul) চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় টেলি অভিনেত্রী আরাত্রিকা মাইতি (Aratrika Maiti)। এমনিতে বয়স বেশিদিন না হলেও অল্পদিনেই সিরিয়ালপ্রেমী দর্শকদের মন ছুঁয়েছেন মিষ্টি এই অভিনেত্রী।

খেলনাবাড়ি আরাত্রিকার কেরিয়ারের দ্বিতীয় সিরিয়াল। এখন তাঁর বয়স মাত্র ১৮ বছর। দ্বাদশ শ্রেণীর ছাত্রী তিনি। তাই বাস্তবে এখনওস্কুলের গন্ডী না পেরোলেও বাস্তবে তিনি দুই ছেলেমেয়ের মা।সিরিয়ালের প্লট অনুযায়ী তাঁরা আবার কলেজে পড়ে।
জি বাংলা,Zee Bangla,খেলনা বাড়ি,Khelna Bari,মিতুল,Mitul,আরাত্রিকা মাইতি,Aratrika Maity,মা,Mother,অল্প বয়স,Young Age
খুব তাড়াতাড়ি লীপ নিতে চলেছে খেলনা বাড়ি। সদ্য প্রকাশ্যে এসেছে এই সিরিয়ালের নতুন প্রোমো। সেই প্রোমোতে দেখা যাচ্ছে পর্দার মিতুলের ছেলেমেয়ে বেশ বড়ো। গুগলি তো বটেই সেই সাথে কলেজে পড়ে তাঁর হারিয়ে যাওয়া ছেলেও।
তাই স্বাভাবিক ভাবেই ঘূর্ণির মেয়ে মিতুলেরও চোখে মুখে স্পষ্ট বয়সের ছাপ। কিন্তু বয়স বাড়েনি অভিনেত্রীর মনের। তবে পর্দায় যারা মিতুলের ছেলে মেয়ে হয়েছেন বাস্তবে তাঁদের বয়স কিন্তু আরাত্রিকার থেকে বেশি। তাই এত কম বয়সে নিজের থেকে বয়সে বড় ছেলে মেয়েদের মায়ের চরিত্রে অভিনয় করা ঠিক কতটা কঠিন?
সম্প্রতি আনন্দবাজার অনলাইনের তরফে এমনই প্রশ্ন রাখা হয়েছিল অভিনেত্রীর কাছে।
Mitul Khelna Bari Aratrika Maity Mother Role
এপ্রসঙ্গে আরাত্রিকার সপাট জবাব ‘কঠিন তো বটেই। আমি এখনও স্কুলের ছাত্রী। সেখানে আমার ছেলেমেয়েরা আমার থেকেও বয়সে বড়। ক্যামেরার সামনে বয়সের ফারাক হয়তো মেকআপের মাধ্যমে বোঝা যাবে না। কিন্তু আচরণগত দিক থেকে অনেক রকম পরিবর্তন আসবে’।

সেইসাথে অভিনেত্রীর সংযোজন ‘যদিও আমায় প্রোমোতে দেখে অনেকেই কোনও পার্থক্য খুঁজে পাবেন না। তবে আমি চেষ্টা করছি’। এছাড়া বয়সে বড় ছেলে মেয়েদের মায়ের চরিত্রে অভিনয় প্রসঙ্গেও অভিনেত্রী বলেছেন, ‘না, মায়ের চরিত্রে অভিনয় করতে কোনও সমস্যাই হবে না। যদিও আমিও আচমকাই গল্পের এই নতুন টুইস্টের কথা জানতে পেরেছি। তবে খানিকটা ভালই লাগছে কম বয়সে মায়ের চরিত্রে অভিনয় করতে।’
design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥