টেলিভিশনের পর্দায় অত্যন্ত জনপ্রিয় একটি মেগা সিরিয়াল হল জি বাংলার ‘খেলনাবাড়ি’ (Khelnabari)। ধারাবাহিকে মিতুলের (Mitul) চরিত্রে অভিনয় করছে জনপ্রিয় টেলি অভিনেত্রী আরাত্রিকা মাইতি (Aratrika Maiti)। ধারাবাহিকে তাঁর বিপরীতে অভিনয় করছেন ‘কে আপন কে পর’ খ্যাত পরম অভিনেতা বিশ্বজিৎ ঘোষ (Biswajit Ghosh)।
দর্শকমহলে ইন্দ্র মিতুলের এই জুটি-র জনপ্রিয়তা রয়েছে চোখে পড়ার মতো। বিশেষ করে মিতুলের চরিত্রে আরাত্রিকার দাপুটে অভিনয় শুরু থেকেই মন জয় করে নিয়েছে দর্শকদের। প্রসঙ্গত শুরু থেকেই মিতুলের চরিত্রে তার সাবলীল অভিনয় মন জয় করে নিয়েছে দর্শকদের। পর্দার স্পষ্টবাদী মিতুল এখন দর্শকদের ঘরের মেয়ে হয়ে উঠেছেন।
পর্দার দাপুটে নায়িকা মিতুল সবসময় অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর পাশাপাশি সত্যি কথা বলে মুখের ওপর। অন্যায়ের প্রতিবাদ করতে দুবার ভাবে না ঘূর্ণির মেয়ে মিতুল পাল। আর এখানেই বাকিদের থেকে একেবারে আলাদা মিতুল। তাছাড়া টিভির পর্দায় তার মতো প্রতিবাদী চরিত্রও দেখা যায় না সচারচর।
এই ‘খেলনা বাড়ি’ ধারাবাহিকে অভিনয়ের সুবাদে ইতিমধ্যেই ছোটপর্দার দর্শকদের কাছে ‘লেডি রঞ্জিত মল্লিক’-এর তকমাও পেয়েছে মিতুল। তবে দিনের শেষে সব সিরিয়ালের শেষ কথা বলে টি আর পি। তাই মাঝেমধ্যেই বেশি টি আর পি-র লোভে বাংলা সিরিয়ালে আজগুবি ঘটনা দেখানোর বিষয়টি নতুন নয় একেবারেই। এবার প্রকাশ্যে এল খেলনা বাড়ি সিরিয়ালের এমনই একটি নতুন প্রোমো।
সেখানে দেখা যাচ্ছে গুগলির স্কুলে আতঙ্কবাদী হামলা হয়েছে,যার জেরে পণবন্দি হয়ে রয়েছে স্কুলের সমস্ত বাচ্চারা। এই খবর পেয়ে মেয়ের স্কুলের গেটের বাইরে ছটফট করছে ইন্দ্র। আর তাকে জোর করে আটকে রেখেছে নকল অন্তরা। ঠিক তখনই সামনে থাকা পুলিশ পিকেট সরিয়ে গেট বেয়ে স্কুলের ভেতরে ঢুকতে শুরু করে দে মিতুল। সেইসাথে চিৎকার করে ইন্দ্রকে জানিয়ে দেয় ‘আমি থাকতে গুগলির কোনো ক্ষতি হবে না ইন্দ্র বাবু’।
জানা যাচ্ছে আগামী ২৩ জানুয়ারি দেখা যাবে মিতুলের এই মহা সংগ্রাম পর্ব। এই প্রোমো প্রকাশ্যে আসার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে তুমুল ট্রোলিং। অনেকে আবার স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল কে আপন কে পর সিরিয়ালের একটি দৃশ্যের সাথে এই প্রোমোর তুলনা টেনে কপি করার অভিযোগ এনে লিখেছেন ‘টেন্টের শো বিপরীতে দিয়ে দেওয়ায় টেন্টকেই কপি করা খেলনা বাড়ি অরফে ঝি হ্যাং*লা প্রডাকশন জবার বরকে নিয়ে জবাকেই কপি,এখন ট্র্যাক টা কপি করে ষোলকলা পূর্ণ হলো’।