
সিরিয়াল মানেই দর্শকদের অত্যন্ত পছন্দের রক্ত বিষয়। অবসর সময়ে সিরিয়াল দেখতে ভালোবাসেন কমবেশি সকলেই।সারাদিনের ব্যস্ত জীবনের শেষে অবসর সময়ে মনের ক্লান্তি দুর করতে বাংলা সিরিয়ালের জুড়ি মেলা ভার। এই মুহূর্তে সিরিয়ালপ্রেমী দর্শকদের কাছে অত্যন্ত জনপ্রিয় জী বাংলার এমনই বিখ্যাত সিরিয়ালহল খেলনা বাড়ি (Khelna Bari)।
এই সিরিয়ালেই মিতুল (Mitul) চরিত্রে অভিনয় করেই তিনি দর্শকদের একেবারে ঘরের মেয়ে হয়ে উঠেছেন টেলি অভিনেত্রী আরাত্রিকা মাইতি( Aratrika Maity)। ধারাবাহিকে তার বিপরীতে অভিনয় করছেন ইন্দ্র (Indra) অভিনেতা বিশ্বজিৎ ঘোষ (Biswajit Ghosh)। অল্প দিনেই দর্শকমহলে বেশ জনপ্রিয়তা পেয়েছে জি বাংলার এই ভিন্ন স্বাদের সিরিয়াল।
সাধারণত সব সিরিয়ালই হয়ে থাকে আমাদের সমাজের আয়না। বাস্তব জীবন থেকে উঠে আসে চরিত্ররাই ঠাঁই পায় সিরিয়ালের গল্পে। একটু ভালো করে দেখলেই বোঝা যায় খেলনা বাড়ির নায়িকা মিতুল (Mitul)-ও ঠিক বাস্তব জীবন থেকে উঠে আসা এমনই একজন চরিত্র। যার সাথে নিজেদের মিল খুঁজে পান অনেক স্বাধীনচেতা মেয়েই।
আর তাই দর্শকদেরও ভীষণ পছন্দ মিতুলের মতো লড়াকু-বুদ্ধিমতী মেয়ে। এই সিরিয়ালের যারা নিয়মিত দর্শক তারা সকলেই জানেন আগের থেকে এখন অনেকটাই স্বভাবিক হয়েছে ইন্দ্র মিতুলের সম্পর্ক। মিতুলের প্রতি দিনে দিনে মজবুত হচ্ছে মিতুলের বিশ্বাসের ভীত।
কিছুদিন আগেই ধারাবাহিকে এন্ট্রি নিয়েছে এক নতুন খলনায়িকা। এই চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় টেলি অভিনেত্রী আয়েন্দ্রি রায়। তারই চক্রান্তে মিথ্যে শ্লীলতাহানির মামলায় পুলিশ গ্রেপ্তার করেছিল ইন্দ্রকে। এরই মধ্যে এসে গিয়েছে ধারাবাহিকের নতুন প্রমো (New Promo)। সেখানে দেখা যাচ্ছে মিতুলের অনুপস্থিতিতে তার নামে ইন্দ্রবাবুর কাছে মিথ্যা কথা বলছে।
তখনই মাঝ রাস্তার ওপরে নাচতে নাচতে এসে মিতুল গিয়ে ফুলের মালা পরিয়ে দেয় ইন্দ্রর গলায়। যা দেখে ইন্দ্র বলে ওঠে ‘আপনি আমাকে ছেড়ে যাননি। আমাকে অবিশ্বাস করেননি?’ তারপরেই তাকে কালো টিকা লাগিয়ে দিয়ে মিতুল বলে ‘চারিদিকে এত কুনজর ছেড়ে যাই কি করে? এই প্রমো সোশ্যাল মিডিয়ার শেয়ার করে ক্যাপশনে লেখা রয়েছে ‘এবার শুরু হবে মুখোশ খোলার পালা’ ।