• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘খেলনা বাড়ি’তে ভুতুড়ে টুইস্ট, দোষীদের যোগ্য শাস্তি দেবে মিতুল, ফাঁস আগাম পর্ব

এই মুহূর্তে জি বাংলার (Zee Bangla) অন্যতম চর্চিত একটি সিরিয়াল হল ‘খেলনা বাড়ি’ (Khelna Bari)। বাংলা সিরিয়ালপ্রেমী (Bengali Serial) দর্শকদের কাছে এই সিরিয়ালের জনপ্রিয়তা নিয়ে নতুন করে কিছুই বলার নেই। এই সিরিয়ালের ‘অলরাউন্ডার’ নায়িকা মিতুল (Mitul) পারে না এমন কোনো কাজ নেই । এককথায়  সে যেন দু’হাতে দশভুজা।

ধারাবাহিকে এই মিতুলের চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় টেলি অভিনেত্রী আরাত্রিকা মাইতি (Aratrika Maiti)। আর তাঁর বিপরীতে ইন্দ্র চরিত্রে দেখা যাচ্ছে ‘কে আপন কে পর’ খ্যাত পরম অভিনেতা বিশ্বজিৎ ঘোষকে (Biswajit Ghosh)। অন্যদিকে নকল অন্তরা ওরফে অনামিকা চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় খলনায়িকা মিশমি দাস।

   

Khelna bari new promo comes out

এই সিরিয়ালটির যারা নিয়মিত দর্শক তারা সকলেই জানেন ইতিমধ্যেই এই অনামিকা চরিত্রটির আড়ালে লুকিয়ে থাকা একাধিক রহস্যের জট খুলেছে। জানা গিয়েছে এই অনামিকা আসলে অন্তরা লাহিড়ীর যমজ বোন। কিন্তু সমাজের কাছে তারা মাসতুতো বোন হিসাবেই পরিচিত ছিল তারা। এমনিতে বাংলা সিরিয়ালে গাঁজাখুরি গল্প দেখিয়ে গল্পের গরু গাছে ওঠার বিষয়টি নতুন নয় একেবারেই।

Khelna Bari Mitul Antara New Promo

তাই সাধারণ পারিবারিক গল্পের মধ্যেও মাঝেমধ্যেই এসে হাজির হয় ভৌতিক ঘটনার মতো বিষয়। ব্যতিক্রম নয় খেলনাবাড়ি সিরিয়ালটিও। এবার বাংলা সিরিয়ালের লেডি রঞ্জিত মল্লিক মিতুলকে এক ঘন্টার জন্য দেখা গেল ভুতের রূপে। নিজের মেয়ে সোহাগকে ন্যায় পাইয়ে দেওয়ার জন্য তার মা অর্থাৎ আসল অন্তরার ভূত এসে ঢুকেছে মিতুলের মধ্যে।

জি বাংলা,Zee Bangla,খেলনা বাড়ি,Khelna Bari,বাংলা সিরিয়াল,Bengali Serial,মিতুল,Mitul,ইন্দ্র,Indra,অন্তরা,Antara,ভুত,Ghost

আর তারপর দেখা গিয়েছে আদালতের দেওয়া এক ঘন্টা সময়ের মধ্যেই অন্তরার ভূত মিতুলের মধ্যে ভর করতেই  দুহাতে রন আর অনুরাধার গলা টিপে ধরে উঁচুতে তুলে দিয়েছে মিতুল। চোখের সামনে মিতুলের মধ্যে অন্তরার ভূত দেখে ততক্ষণে চোখ কপালে উঠেছে দুই দুঁদে খলনায়ক রণো আর অনুরাধার। এইপর্বের আগাম ঝলক দেখে সোশ্যাল মিডিয়ায় দর্শকরা বলাবলি করছেন ‘যখন ভগবান মানুষকে সাহায্য করে না তখন ভূতই এগিয়ে আসে’।

জি বাংলা,Zee Bangla,খেলনা বাড়ি,Khelna Bari,বাংলা সিরিয়াল,Bengali Serial,মিতুল,Mitul,ইন্দ্র,Indra,অন্তরা,Antara,ভুত,Ghost

এদিনের এফিডেভিটের কাগজ নিয়ে আসা কিংবা আগের দিন মিতুলকে পুড়িয়ে মারার ঘটনার পর আসল অন্তরার ভুতকে দেখে এই সিরিয়ালের দর্শকদের একাংশের দাবি ‘এবার আসল অন্তরাই অলৌকিক ভাবে মিতুল কে সাহায্য করবে!সব রহস্যভেদ এর জন্য।

যেমন টা আমরা ভূতের নাটক গল্পতে দেখতে পাই। ভূত সাহায্য করে মাঝে মাঝে সবটা বের করার জন্য। ঠিক তেমন! খেলনাবাড়িতে সব রকম ফ্লেভারই পাওয়া যায়।  কখনো পারিবারিক সাধারন সিরিয়াল, কখনো ক্রাইম পেট্রোল টাইপ সিরিয়াল এবার ভূতের ভাইবস ওয়ালা সিরিয়াল’।