এই মুহূর্তে জি বাংলার (Zee Bangla) পর্দায় চর্চিত এবং একইসাথে অত্যন্ত জনপ্রিয় একটি বাংলা সিরিয়াল (Bengali Serial) হল ‘খেলনাবাড়ি’ (Khelna Bari)। এই ধারাবাহিকের নায়িকা মিতুল (Mitul) মানেই কারও কাছে ‘লেডি রঞ্জিত মল্লিক’ তো কারও কাছে ‘লেডি সিংহম’। ধারাবাহিকে নায়িকা মিতুলের চরিত্রে অভিনয় করছে জনপ্রিয় টেলি অভিনেত্রী আরাত্রিকা মাইতি (Aratrika Maiti)।
আর তাঁর বিপরীতে ইন্দ্র (Indra) চরিত্রে অভিনয় করছেন ‘কে আপন কে পর’ সিরিয়ালের পরম খ্যাত জনপ্রিয় টেলি অভিনেতা বিশ্বজিৎ ঘোষ (Biswajit Ghosh)। ধারাবাহিকের নিয়মিত দর্শকরা সকলেই জানেন ঘূর্ণির মেয়ে মিতুল পাল এক সময় মাটির পুতুল বানাতো। নিজের বাবার কাছ থেকে জন্মসূত্রেই এই বিশেষ প্রতিভাপেয়েছে সে।
শুরু থেকেই মিতুলের চরিত্রে আরাত্রিকার দাপুটে অভিনয় মন জয় করে নিয়েছে দর্শকদের। পর্দার স্পষ্টবাদী মিতুল এখন দর্শকদের ঘরের মেয়ে হয়ে উঠেছেন। পর্দার দাপুটে নায়িকা মিতুল সবসময় অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর পাশাপাশি সত্যি কথা বলে মুখের ওপর। অন্যায়ের প্রতিবাদ করতে দুবার ভাবে না সে। তবে সিরিয়ালের গল্প এগোনোর সাথে সাথে এখন দেখা যাচ্ছে মাটির পুতুল বানানো অতীত হয়ে গিয়েছে তার জীবনে।
লাহিড়ী বাড়িতে ইন্দ্রজিৎ লাহিড়ীর বৌ হয়ে আসার পর থেকেই একের পর এক চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে সে। যার ফলে একেবারে ফিল্মি কায়দায় একের পর এক অসাধ্য সাধন করে চলেছে মিতুল। কখনও বেল্ট দিয়ে অনির্বানের মতো অপরাধীকে শায়েস্তা করে মিতুল হয়ে উঠছে বাংলা সিরিয়ালের লেডি রঞ্জিত মল্লিক আবার কখনও জঙ্গিদের হাত থেকে গুগলিসহ স্কুলের বাচ্চাদের বাঁচিয়ে সেই মিতুলই হয়ে উঠেছে ‘লেডি সিংহম’।
এমনই একজন দর্শক সোশ্যাল মিডিয়ায় খেলনা বাড়ির ভিডিওর কমেন্ট সেকশনে লিখেছেন ‘এই কাজটা তো তুচ্ছ ব্যাপার। এক মিনিটে আমেরিকা-তে গিয়ে ফেরত আস্তে বলা হোক। মিতুল সেটাও পারবে। কারণ মিতুল আমাদের জবা পার্ট ২। কোনো কিছুই অসম্ভব না মিতুলের কাছে’। আবার কারও রসিকতা ‘মিতুল পারেনা এমন কোনো কাজ নেই’।