• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

খেলনা বাড়ির মিতুল যেন জবা পার্ট ২! থানায় ছবি আঁকাতে দেখেই নায়িকাকে কটাক্ষ দর্শকদের

Published on:

Khelna Bari Mitul Paints Antora as murder suspect in police station

এই মুহূর্তে জি বাংলার (Zee Bangla) পর্দায় চর্চিত এবং একইসাথে অত্যন্ত জনপ্রিয় একটি বাংলা সিরিয়াল (Bengali Serial) হল ‘খেলনাবাড়ি’ (Khelna Bari)। এই ধারাবাহিকের নায়িকা মিতুল (Mitul) মানেই কারও কাছে ‘লেডি রঞ্জিত মল্লিক’ তো কারও কাছে ‘লেডি সিংহম’। ধারাবাহিকে নায়িকা মিতুলের চরিত্রে অভিনয় করছে জনপ্রিয়  টেলি অভিনেত্রী আরাত্রিকা মাইতি (Aratrika Maiti)।

আর তাঁর বিপরীতে ইন্দ্র (Indra) চরিত্রে অভিনয় করছেন ‘কে আপন কে পর’ সিরিয়ালের পরম খ্যাত জনপ্রিয় টেলি অভিনেতা বিশ্বজিৎ ঘোষ (Biswajit Ghosh)। ধারাবাহিকের নিয়মিত দর্শকরা সকলেই জানেন ঘূর্ণির মেয়ে মিতুল পাল এক সময় মাটির পুতুল বানাতো। নিজের বাবার কাছ থেকে জন্মসূত্রেই এই বিশেষ প্রতিভাপেয়েছে সে।

বাংলা সিরিয়াল,Bengali Serial,খেলনা বাড়ি,Khelna Bari,মিতুল,Mitul,চিত্রশিল্পী,Painter,ট্রোল,Troll,সোশ্যাল মিডিয়া,Social Media,Zee Bangla

শুরু থেকেই মিতুলের চরিত্রে আরাত্রিকার দাপুটে অভিনয় মন জয় করে নিয়েছে দর্শকদের। পর্দার স্পষ্টবাদী মিতুল এখন দর্শকদের ঘরের মেয়ে হয়ে উঠেছেন। পর্দার দাপুটে নায়িকা মিতুল সবসময় অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর পাশাপাশি সত্যি কথা বলে মুখের ওপর। অন্যায়ের প্রতিবাদ করতে দুবার ভাবে না সে। তবে সিরিয়ালের গল্প এগোনোর সাথে সাথে এখন দেখা যাচ্ছে মাটির পুতুল বানানো অতীত হয়ে গিয়েছে তার জীবনে।

বাংলা সিরিয়াল,Bengali Serial,খেলনা বাড়ি,Khelna Bari,মিতুল,Mitul,চিত্রশিল্পী,Painter,ট্রোল,Troll,সোশ্যাল মিডিয়া,Social Media,Zee Bangla

লাহিড়ী বাড়িতে ইন্দ্রজিৎ লাহিড়ীর বৌ হয়ে আসার পর থেকেই একের পর এক চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে সে। যার ফলে একেবারে ফিল্মি কায়দায় একের পর এক অসাধ্য সাধন করে চলেছে মিতুল। কখনও বেল্ট দিয়ে অনির্বানের মতো অপরাধীকে শায়েস্তা করে মিতুল হয়ে উঠছে বাংলা সিরিয়ালের লেডি রঞ্জিত মল্লিক আবার কখনও জঙ্গিদের হাত থেকে গুগলিসহ স্কুলের বাচ্চাদের বাঁচিয়ে সেই মিতুলই হয়ে উঠেছে ‘লেডি সিংহম’।

সেসবের রেশ কাটতে না কাটতেই দেখা যাচ্ছে থানায় গিয়ে প্রত্যক্ষদর্শীর মুখে অপরাধীর বিবরণ শুনে দিব্যি তার মুখও এঁকে দিচ্ছে মিতুল। আর তাতেই চা বানানোর চাকরি থেকে এক লাফে থানায় ছবি আঁকার চাকরি পেয়ে গিয়েছে মিতুল। আর মিতুলের এসব কান্ড দেখে বাংলা সিরিয়ালের দর্শকদের বারবার একজনের কোথায় মনে পড়ছে। হ্যাঁ ঠিকই ধরেছেন মিতুলের একের পর এক অসাধ্য সাধন দেখে দর্শকদের বারবার মনে পড়ছে কে আপন কে পর খ্যাত জবা’র কথা।

বাংলা সিরিয়াল,Bengali Serial,খেলনা বাড়ি,Khelna Bari,মিতুল,Mitul,চিত্রশিল্পী,Painter,ট্রোল,Troll,সোশ্যাল মিডিয়া,Social Media,Zee Bangla

এমনই একজন দর্শক সোশ্যাল মিডিয়ায় খেলনা বাড়ির ভিডিওর কমেন্ট সেকশনে লিখেছেন ‘এই কাজটা তো তুচ্ছ ব্যাপার। এক মিনিটে আমেরিকা-তে গিয়ে ফেরত আস্তে বলা হোক। মিতুল সেটাও পারবে। কারণ মিতুল আমাদের জবা পার্ট ২। কোনো কিছুই অসম্ভব না মিতুলের কাছে’। আবার কারও রসিকতা ‘মিতুল পারেনা এমন কোনো কাজ নেই’।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥