• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

টেনে ছিঁড়ে দেবে নকল অন্তরার মুখোশ! ‘খেলনা বাড়ি’র নতুন প্রোমোতে মিতুল যেন লেডি সিংহম, রইল ভিডিও

এই মুহূর্তে বাংলা সিরিয়াল (Bengali Serial) প্রেমী দর্শকদের কাছে অন্যতম চর্চিত সিরিয়াল হয়ে উঠেছে জি বাংলার ‘খেলনা বাড়ি’ (Khelna Bari)। এই ধারাবাহিকে মিতুলের (Mitul) চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয়  টেলি অভিনেত্রী আরাত্রিকা মাইতি (Aratrika Maiti)। ধারাবাহিকে তাঁর বিপরীতে ইন্দ্র (Indra) চরিত্রে অভিনয় করছেন ‘কে আপন কে পর’ খ্যাত পরম অভিনেতা বিশ্বজিৎ ঘোষ (Biswajit Ghosh)।

শুরু থেকেই মিতুলের সাবলীল অভিনয় দেখে মুগ্ধ দর্শক। পর্দার দাপুটে নায়িকা মিতুল সবসময় অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর পাশাপাশি সত্যি কথা বলে মুখের ওপর। আর এইভাবেই অল্পদিনেই পর্দার প্রতিবাদী  মিতুল হয়ে উঠেছেন দর্শকদের ঘরের মেয়ে।

   

Khelna Bari Mitul Antara New Promo

তবে এখনকার দিনে সিরিয়াল মানেই ব্যবসা। তাই দিনের শেষে সব সিরিয়ালের শেষ কথা বলে টি আর পি। তাই টিআরপি তালিকায় এগিয়ে থাকতে প্রায় প্রতি সপ্তাহেই নতুন চমক থাকে এই সিরিয়ালে। মাঝে মধ্যেই দেখা যায় আজগুবি ঘটনা। ব্যতিক্রম নয় খেলনা বাড়ির নায়িকা মিতুলও। দর্শকদের কাছে ইতিমধ্যেই লেডি রঞ্জিত  মল্লিকের তকমা পেয়েছে গুগলির অলরাউন্ডার মিতুল মা।

Khelna Bari Mitul Antara New Promo

এক সময় মাটির পুতুল তৈরী করাই ছিল যার পেশা কিছুদিন আগে দেখা গিয়েছে থানায় চাকরি পেয়েছে সে। তবে পুলিশের চাকরি নয় মিতুল এখন পুলিশের কাজে সাহায্য করতে বর্ণনা শুনে হাতের জাদুতে ফুটিয়ে তোলে অপরাধীর মুখ। অর্থাৎ সে এখন পুলিশের হয়ে শিল্পীর কাজ করে। ইতিমধ্যেই দেখা গিয়েছে মিতুলের আঁকা ছবি দেখেই নকল অন্তরা লাহিড়িকে গ্রেফতার করেছে পুলিশ।

যদিও অনুরাধা উকিল ঠিক করে তাকে ছাড়িয়ে নিয়ে এসেছে। এরইমধ্যে দেখা যাচ্ছে সিরিয়ালের নতুন প্রোমো। সেখানে দেখা যাচ্ছে মিতুল ব্যাগ পত্র নিয়ে ফায়ার এসেছে লাহিড়ী বাড়িতে। আর সেখানে এসেই নকল অন্তরার মুখোমুখি হয়েই সে জানিয়ে দেয় গুগলির গায়ে সে কোনো খুনির ছোঁয়া লাগতে দেবে না। এরপরেই উত্তেজিত হয়ে রাগের মাথায় হাত উঁচিয়ে মিতুলকে মারতে আসে অন্তরা। তখন মিতুল হাতটা ধরে নিয়ে বলে ‘রেগে গিয়ে ডান হাতের বদলে বাঁ হাত তুললে? খুনী কিন্তু বাঁহাতি ছিল’।