• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ছোটবেলায় পিতৃহারা, ঘাড় ধাক্কা খেয়েছেন নিজের বাড়িতে! খেলনাবাড়ির কলির কাহিনী চোখে আনবে জল

Published on:

Khelna Bari Koli actress Ashmita Chakraborty unknown struggling carrier

সিরিয়াল (Bengali Mega Serial) মানেই দর্শকদের অত্যন্ত পছন্দের একটি বিষয়। অবসর সময়ে পছন্দের সিরিয়াল দেখা এখোনকার দিনে দর্শকদের রোজকারের অভ্যাস। দিনের পর দিন পছন্দের সিরিয়াল দেখতে দেখতে সিরিয়ালের চরিত্ররা কবে যেন দর্শকদের একেবারে ঘরের মানুষ হয়ে ওঠেন। এখনকার দিনে প্রায় সব মেগা সিরিয়ালেই নায়ক নায়িকারা ছাড়াও একাধিক পছন্দের চরিত্র থাকে দর্শকদের।

আসলে সময়ের সাথেই এখনকার দিনে অভিনয় নিয়ে ভেঙে যাচ্ছে নানা ধরনের মিথ। তাই ছোটচরিত্র হোক কিংবা পার্শ্ব চরিত্র। সবক্ষেত্রেই এখন শেষ কথা বলে অভিনয়। তাই শুধুমাত্র অভিনয় প্রতিভার জোরেই অনেকসময় ছোট চরিত্রে অভিনয় করেই বিরাট সাফল্য পান অনেক অভিনেতা অভিনেত্রীরা।

Khelna Bari Koli actress Ashmita Chakraborty lost her father when she was 1 month old

বাংলা সিরিয়ালের (Bengali Serial) জগতে দুর্দান্ত অভিনয় গুণে সফল এমনই একজন পার্শ্ব চরিত্রের অভিনেত্রী হলেন অস্মিতা চক্রবর্তী (Ashmita Chakraborty)। দেখতে সুন্দরী হওয়ার পাশাপাশি অসাধারণ অভিনয় দক্ষতার অধিকারী এই অভিনেত্রীর মধ্যে নায়িকা হওয়ার সমস্ত গুণই রয়েছে বিদ্যমান। যদিও বর্তমানে এই অভিনেত্রীকে দেখা যাচ্ছে জি বাংলার জনপ্রিয় ‘খেলনা বাড়ি’ (Khelna Bari) ধারাবাহিকে।

এই সিরিয়ালে নায়িকা মিতুলের পিসতুতো ননদ কলি দিদির চরিত্রে অভিনয় করছেন অস্মিতা। ইতিপূর্বে স্টার জলসার ‘ভাগ্যলক্ষ্মী’ সিরিয়ালে অভিনয় করেও বেশ জনপ্রিয়তা পেয়েছিলেন অস্মিতা। মাত্র ২৪ বছর বয়সী এই অভিনেত্রী বাস্তবে সাধারণত খুবই হাসিখুশি থাকেন। কিন্তু অনেকেই হয়তো জানেন না বাস্তব জীবনে অভিনেত্রীর কঠিন লড়াইয়ের কথা।

অস্মিতা চক্রবর্তী,Ashmita Chakraborty,খেলনা বাড়ি,Khelna Bari,কলি,Koli,পার্শ্বচরিত্র,Side Role,অজানা কথা,Unknown Facts

আসলে জানা যায় অস্মিতার মা পেশায় একজন প্রাথমিক স্কুলের শিক্ষিকা। তবে খুব ছোট বয়সেই অস্মিতা হারিয়েছিলেন নিজের বাবাকে, এক দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল তাঁর। আর তারপর নাকি পৈতৃক বাড়িতে তাদের ঠাঁই হয়নি। সেসময় অভিনেত্রীর মা তাকে নিয়ে উঠেছিলেন মামারবাড়িতে। সেখানেও একইভাবে জায়গা হয়নি তাদের।

অস্মিতা চক্রবর্তী,Ashmita Chakraborty,খেলনা বাড়ি,Khelna Bari,কলি,Koli,পার্শ্বচরিত্র,Side Role,অজানা কথা,Unknown Facts

এরপর ছোট্ট অস্মিতাকে নিয়ে এক কঠিন লড়াই শুরু করেন তাঁর মা। তাই ছোট থেকেই খুব কষ্ট করেই বড় হয়েছেন অভিনেত্রী। সব ঝড় ঝাপ্টা সামলে অস্মিতাকে একা হাতে বড় করেছেন তার মা। আর আজ অস্মিতা নিজেই এখন আগলে রেখেছেন মা’কে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥