• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ইন্দ্রবাবুর ক্ষতির চেষ্টা, নিজের হাতেই রণোকে গুলি করল ‘খেলনা বাড়ি’র মিতুল

Published on:

Khelna Bari shoots villain while he tries to shoot indrababu

বাংলা সিরিয়ালের (Bengali Serial) পোকা দর্শকদের কাছে অত্যন্ত জনপ্রিয় একটি সিরিয়াল হল জি বাংলার (Zee Bangla) ‘খেলনা বাড়ি’ (Khelna Bari)। ধারাবাহিকে নায়িকা মিতুলের(Mitul) চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় টেলি অভিনেত্রী আরাত্রিকা মাইতি (Aratrika Maiti)। এমনিতে বয়স বেশিদিন না হলেও অল্পদিনেই সিরিয়ালপ্রেমী দর্শকদের মন ছুঁয়েছেন মিষ্টি এই অভিনেত্রী।

অন্যদিকে মিতুলের বিপরীতে ইন্দ্রজিৎ লাহিড়ীর (Indrajit Lahiri) চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় টেলি অভিনেতা বিশ্বজিৎ ঘোষ।  দর্শকমহলে ইতিমধ্যেই দারুন জনপ্রিয়তা পেয়েছে পর্দার ইন্দ্র মিতুল জুটির রসায়ন। সব মিলিয়ে টিভির পর্দায় এই মুহূর্তে দর্শকদের অত্যন্ত পছন্দের জুটি হয়ে উঠেছে খেলনাবাড়ির ইন্দ্র মিতুল।

বাংলা সিরিয়াল,Bengali Serial,জি বাংলা,Zee Bangla,খেলনা বাড়ি,Khelna Bari,মিতুল,Mitul,ইন্দ্রজিৎ লাহিড়ী,Indrajit Lahiri,নতুন প্রোমো,New Promo,রণো,Rano

ধারাবাহিকের নিয়মিত দর্শকরা জানেন ঘূর্ণির মেয়ে মিতুল পাল অসম্ভব বুদ্ধিমতি। যে কোনো কঠিন পরিস্থিতিতেই মাথা ঠান্ডা রেখে ভোলে বাবার আশীর্বাদে সব বাধা কাটিয়ে ফেলতে পারে সে। ধারাবাহিকের শুরু  থেকে এখনও পর্যন্ত দেখা যাচ্ছে মিতুল-ইন্দ্রর চরম শত্রু একজনই। সে হল ইন্দ্রর সৎ ভাই রণোজিৎ লাহিড়ী ওরফে রণো।

বাংলা সিরিয়াল,Bengali Serial,জি বাংলা,Zee Bangla,খেলনা বাড়ি,Khelna Bari,মিতুল,Mitul,ইন্দ্রজিৎ লাহিড়ী,Indrajit Lahiri,নতুন প্রোমো,New Promo,রণো,Rano

ধারাবাহিকের নিয়মিত দর্শকরা জানেন জানেন মিতুলকে মারতে কখনও তার শরীরে ভয়ঙ্কর বিষ ইঞ্জেক্ট করেছে রণো আবার কখনও জলজ্যান্ত মিতুলকে মাটি চাপা দিয়েছে। এছাড়া ইন্দ্রকেও মারার কম চেষ্টা করেনি রণো। সদ্য দেখা গিয়েছে ধাক্কা মেরে ইন্দ্রকে কুমিরের মুখে ফেলে দিয়েছিল রণো। কিন্তু মিতুলের সিঁথির সিঁদুরের জোরেই আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরা কুমিরের চোখে আঙুল ঢুকিয়ে দিয়ে বেঁচে ফিরেছে ইন্দ্র।

বাংলা সিরিয়াল,Bengali Serial,জি বাংলা,Zee Bangla,খেলনা বাড়ি,Khelna Bari,মিতুল,Mitul,ইন্দ্রজিৎ লাহিড়ী,Indrajit Lahiri,নতুন প্রোমো,New Promo,রণো,Rano

তারপর থেকেই রণোকে হাতেনাতে ধরতে মিতুলের কথায় এখন স্মৃতি হারানোর নাটক করছে ইন্দ্র। এরইমধ্যে এসে গিয়েছে সিরিয়ালের নতুন প্রোমো। সেখানে দেখা যাচ্ছে গাড়ি করে ইন্দ্রকে কোনো এক ফাঁকা জায়গায় নিয়ে এসেছে রণো। কিন্তু কোথায় এসেছে বুঝতে পারে না ইন্দ্র।

তখনই ইন্দ্রাকে ধাক্কা মেরে বন্দুক উঁচিয়ে পিছন দিয়ে রণো বলে ওঠে ‘জাহান্নমে’। বলেই ইন্দ্রকে তাক করে টিগারে চাপ দিয়ে গুলি করার আগেই মিতুল এসে নিজের হাতে রণোকে শাস্তি দেয়। একেবারে ফিল্মি স্টাইলে রণোকে লক্ষ্য করে গুলি চালিয়ে দেয় সে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥