জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় বাংলা সিরিয়াল (Bengali Serial) হল ‘খেলনা বাড়ি’ (Khelna Bari)। দর্শকমহলে দিনে দিনে বেড়েই চলেছে এই সিরিয়ালের জনপ্রিয়তা। প্রায় প্রত্যেক সপ্তাহের টিআরপি তালিকায় বাড়তে থাকা সিরিয়ালের দুর্দান্ত স্কোরই হল তার অন্যতম প্রমাণ।
দর্শকদের মনোরঞ্জন করতে প্রায় প্রত্যেক সপ্তাহেই নিত্যনতুন চমক থাকছে এই সিরিয়ালে। ধারাবাহিকে নায়িকা মিতুলের (Mitul) চরিত্রে আরাত্রিকা মাইতি (Aratrika Maiti) সাবলীল অভিনয় প্রতিনিয়ত মুগ্ধ করে চলেছে দর্শকদের। অন্যদিকে রয়েছে নায়ক ইন্দ্রর (Indra) চরিত্রে জনপ্রিয় অভিনেতা বিশ্বজিৎ ঘোষের (Biswajit Ghosh) দুর্দান্ত অভিনয়।
সব মিলিয়ে টিভির পর্দায় এই মুহূর্তে দর্শকদের অন্যতম পছন্দের জুটি হয়ে উঠেছেন খেলনাবাড়ির মিতুল। ধারাবাহিকে ঘূর্ণির মেয়ে মিতুল পাল অসম্ভব বুদ্ধি ধরে। যে কোনো কঠিন পরিস্থিতিতেই সে নিজের অসম্ভব বুদ্ধির জোরে আর ভোলে বাবার আশীর্বাদে সব বাধা কাটিয়ে ফেলতে পারে।
তাই চরম শত্রু রণো আর অনুরাধা ইতিপূর্বে জাতীয়বার তাঁকে আর ইন্দ্র কে প্রাণে মেরে ফেলার চেষ্টা করেছে ততবার তাদের উচিত শিক্ষা দিয়ে বেঁচে ফিরেছে ইন্দ্র মিতুল। ধারাবাহিকের নিয়মিত দর্শকরা জানেন জানেন মিতুলকে মারতে কখনও তার শরীরে ভয়ঙ্কর বিষ ইঞ্জেক্ট করেছে রণো আবার কখনও মাটি চাপা দিয়েছে এমনকি বিষধর সাপের কামড়ও খাইয়েছে।
এছাড়া অপরাধীদের শাস্তি মাঝে মধ্যেই একেবারে রনংদেহি রূপ ধারণ করতে দেখা যায় মিতুলকে। এমনিতে ধারাবাহিকে বেশি টিআরপিতে গল্পের গরু গাছে তোলার বিষয়টি নতুন নয়। খেলনাবাড়িতেও ইতিপূর্বে এমন ঘটনা ঘটেছে বহুবার। সম্প্রতি তেমনই এক আজগুবি ঘটনার দেখা মিলল সিরিয়ালে।
সদ্য দেখা গিয়েছে বাড়ির সবাই মিলে আনন্দ করে পিকনিক করতে গেলে সেখানেও আগে থেকে ষড়যন্ত্রের জাল বিছিয়ে রাখে রণো। আসলে ওই পিকনিক স্পটে থাকা পুকুরে যে কুমির আছে সে খবর আগে থেকেই জানতো সে। তাই কায়দা করে ওই পুকুরেই ধাক্কা মেরে ইন্দ্রকে ফেলে দেয় রণো। আর পরে দেখা যাচ্ছে গলার কাছে নামমাত্র চোট নিয়ে বেঁচে ফিরেছে ইন্দ্র।
পুকুরে থাকা সেই কুমিরের মুখে পড়ে বেঁচে ফেরা যখন একপ্রকার অসম্ভব তখন সেই অসম্ভবকেই সম্ভব করে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরা কুমিরের চোখে আঙুল ঢুকিয়ে দিয়ে পালিয়ে বেঁচেছে ইন্দ্র। আর একথা সে হাসপালের বেড়ে শুয়ে জানাচ্ছে মিতুলকে। যদিও কুমিরের সাথে লড়াই করে ইন্দ্রর প্রাণে বেঁচে ফেরার আজগুবি গল্প শুনে হাসির রোল উঠেছে নেটপাড়ায়।