• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

নতুন বছরের শুরুতেই নতুন অশান্তি মিতুল-পর্ণার সংসারে! জোড়া চমক নিয়ে হাজির জি বাংলা

Published on:

Zee Bangla Big Twist in Neem Phuler Madhu and Khelna Bari in New year promo released

টেলিভিশনের চ্যানেল খুললেই এখন সিরিয়ালের মেলা। নতুন পুরনো সিরিয়ালের মিশেলে একেবারে জমজমাট বাংলা সিরিয়ালপ্রেমি দর্শকদের সন্ধ্যার আসর। এই মুহূর্তে জি বাংলার অন্যতম দুটি জনপ্রিয় সিরিয়াল হল ‘খেলনা বাড়ি’ (Khelna Bari) এবং ‘নিমফুলের মধু’ (Nim Phuler Modhu)। দর্শকমহলে এই দুটি সিরিয়ালেরই আলাদা আলাদা ফ্যানবেস রয়েছে।

আর মাত্র কটা দিনের অপেক্ষা, তারপরেই শুরু হয়ে যাবে নতুন বছর। ২০২৩-কে স্বাগত জানানোর সাথে সাথেই নতুন বছরের শুরুতেই আগামী ২-রা জানুয়ারি জি বাংলার এই দুই সিরিয়ালে থাকছে নতুন চমক। প্রসঙ্গত ‘খেলনা বাড়ি’ সিরিয়ালের নতুন প্রোমো দেখে ইতিমধ্যেই দর্শকরা জেনে গিয়েছেন ইন্দ্র মিতুলের খেলনা বাড়িতে খুব তাড়াতাড়ি আসছে ইন্দ্রের প্রথম স্ত্রী অন্তরা।

Khelna Bari new promo comes out

এই চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় টেলি অভিনেত্রী মিশমি দাস (Mishmee Das)। ইতিমধ্যেই সিরিয়ালে এন্ট্রি নিয়েছে সে। আর আজকের পর্বেই ইন্দ্র-মিতুলের বাড়িতেও পা রেখেছে সে। এরই মধ্যে চ্যানেল কর্তৃপক্ষের তরফে আনা হয়েছে এই সিরিয়ালের আরও একটি নতুন প্রোমো। সেখানে দেখা যাচ্ছে ইন্দ্রের প্রথম স্ত্রী অন্তরার সামনে ডিভোর্স পেপার নিয়ে দাঁড়িয়ে মিতুল।

বাংলা সিরিয়াল,Bengali Serial,নতুন প্রোমো,New Promo,জি বাংলা,Zee Bangla,খেলনা বাড়ি,Khelna Bari,নিমফুলের মধু,Nim Phuler Modhu,মিতুল,Mitul,পর্ণা,Parna

কিন্তু মিতুল অন্তরাকে সাফ জানিয়ে দেয় ‘আমার আর ইন্দ্রবাবুর সাত জন্মের বন্ধন। সামান্য ডিভোর্স পেপার  আমাদের আলাদা করবে’! বলেই  অন্তরার সামনেই ডিভোর্স পেপার ছিঁড়ে টুকরো টুকরো করে হাওয়ায় উড়িয়ে দেয় মিতুল। এরপরই দেখা যাচ্ছে আরো এক চমক আসতে চলেছে জি বাংলার অপর জনপ্রিয় সিরিয়াল ‘নিম ফুলের মধু’তে।

বাংলা সিরিয়াল,Bengali Serial,নতুন প্রোমো,New Promo,জি বাংলা,Zee Bangla,খেলনা বাড়ি,Khelna Bari,নিমফুলের মধু,Nim Phuler Modhu,মিতুল,Mitul,পর্ণা,Parna

এই সিরিয়ালের যারা নিয়মিত দর্শক যারা তারা সকলেই জানেন ইতিমধ্যে শ্বশুরবাড়িতে এসে সবার আলাদা আলাদা সাবান দেওয়া থেকে শুরু করে বহুদিনের প্রচলিত স্ত্রী আচার  ‘ছেলে হবে, নাকি মেয়ে হবে’ তা জানার উপায় সবটাই খুব স্পষ্ট ভাবে অস্বীকার করে দর্শকদের মন দিতে নিয়েছে নায়িকা পর্ণা। এই সিরিয়ালের দর্শকরা জানেন সিরিয়ালে সৃজন-এর মা তার বাবু বলতে অজ্ঞান।

ছেলের প্রতি অন্ধ ভালবাসার জন্য অন্য সন্তান অর্থাৎ সৃজনের বোনের প্রতি তার নজর পর্যন্ত পড়ে না। আর বাড়ির নতুন বৌ পর্ণা খুবই স্পষ্টবাদী মেয়ে। সত্যি কথা মুখের ওপরেই বলে দেয় সে। এরই মধ্যে প্রকাশ্যে আসা নতুন প্রমোতে দেখা যাচ্ছে বাড়ির উঠোনে দাঁড়িয়েই সৃজন ঠাম্মিসহ বাড়ির অন্যান্য সদস্যদের সামনে পর্ণা স্পষ্ট তার শাশুড়িকে জানায় ‘মা এই কদিন দেখে যা বুঝলাম আপনি খুব পলিটিক্স করেন’! আর এ কথা শুনেই সৃজনের মায়ের হাত থেকে পড়ে যায় সমস্ত বাসন।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥