• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মাধ্যমিকের পরেই প্রথম সুযোগ ‘রানী রাসমণি’ সিরিয়ালে, রইল ‘খেলনা বাড়ি’র মিতুলের আসল পরিচয়

Updated on:

Khelna Bari actress Aratrika Maity journey

বঙ্গে সিরিয়ালপ্রেমী দর্শকদের সংখ্যা প্রচুর। সন্ধ্যের আগেই বাড়ির কাজ সেরে পছন্দের সিরিয়াল দেখার জন্য একপ্রকার প্রস্তুত থাকেন দর্শকেরা। একাধিক চ্যানেলে অনেক ধরণের কাহিনী তুলে ধরা হয় বিনোদনের জন্য। তবে সবের মাঝে কিছু সিরিয়াল একটু আলাদাই জনপ্রিয় হয়ে ওঠে দর্শকদের কাছে। এমনই একটি সিরিয়াল হল খেলনা বাড়ি (Khelna Bari)। মাত্র কয়েকমাস হয়েছে জি বাংলার পর্দায় শুরু হয়েছে এই সিরিয়াল। তবে এরই মধ্যে জিতে নিয়েছে বাঙালি দর্শকদের মন।

খেলনা বাড়ি সিরিয়ালের মূল কাহিনী মিতুল আর তার খেলনা পুতুল তৈরিকে ঘিরে। সিরিয়ালে বেশ প্রাণোচ্ছল ও দুস্টু মিষ্টি চরিত্রেই দেখা যাচ্ছে মিতুলকে। যেমন মন ভালো আর ভালোবাসতে জানে, তেমনি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে রুখে দাঁড়াতেও জানে। আর মেয়ে বলে কম একেবারেই নয়, প্রয়োজনে হাতাহাতিও শুরু করে ফেলতে পারে মিতুল।

Aratrika Maity

এমন একটা দুর্দান্ত সাহসী চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী আরাত্রিকা মাইতি (Aratrika Maity)। অনেকেই হয়তো ভাবছেন এটাই হয়তো অভিনেত্রীর প্রথম সিরিয়াল। তবে তা কিন্তু একেবারেই না, কারণ এর আগেও দুটি সিরিয়ালে কাজ করেছেন আরাত্রিকা। তবে সেই সিরিয়ালে সেভাবে দর্শকদের সাথে পরিচিতি গড়ে ওঠেনি। বরং খেলনা বাড়ি সিরিয়ালের দৌলতেই জনপ্রিয় হয়েছেন আরাত্রিকা।

Khelna Bari actress Aratrika Maity

অভিনেত্রী বাস্তবে ঝাড়গ্রামের মেয়ে। খুব অল্প বয়সেই ইন্ডাস্ট্রিতে পা রেখেছেন তিনি। অনেকেই হয়তো জানেন না, মাধ্যমিক দেবার পরেই অভিনয়ের জগতে চলে আসেন তিনি। লকডাউন চলাকালীন সময়েই কলকাতায় এসেছিলেন প্রথম অডিশনের জন্য। এরপর ‘রানী রাসমণি’ সিরিয়ালে সুযোগ পান। হ্যাঁ রানী রাসমণি সিরিয়ালই আরাত্রিকার প্রথম সিরিয়াল। কিন্তু খুবই ছোট চরিত্র হওয়ার কারণে দর্শকদের নজরে আসেননি।

Aratrika Maity in Agni Sikha Serial

রানী রাসমণি সিরিয়ালের পর সান বাংলায় ‘অগ্নিশিখা’ নামক সিরিয়ালে সুযোগ পান। তবে এবার কোনো ছোট চরিত্র নয় বরং মুখ্য চরিত্রেই অভিনয় করেন তিনি। সিরিয়ালে কাজ করতে করতেই মা বাবাকে নিয়ে কলকাতায় চলে আসেন অভিনেত্রী। এরপর সিরিয়াল শেষ হলে জি বাংলার পর্দায় ‘খেলনা বাড়ি’ সিরিয়ালে চান্স পেয়ে যান।

আসলে ইন্ডাস্ট্রিতে অপেক্ষাকৃত নতুন হলেও অভিনয়ের দক্ষতাতেই নিজেকে প্রমাণ করেছেন আরাত্রিকা। আর দুর্দান্ত অভিনয় দিয়ে দর্শকদের মন জয় করে বাংলার সেরা দশ সিরিয়ালের মধ্যেও উঠে এসেছে খেলনা বাড়ি।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥