• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

“খেলাঘর” বাঁধতে লেগেছে! সাত পাকে বাঁধা পড়লেন শান্টু-পূর্ণা, রইল সমস্ত ছবি

আজকাল বাংলা ধারাবাহিকের সুবাদে অনেক নতুন মুখই সুযোগ পায় টিভির পর্দায় আসার। সেরকমই ‘স্টারজলসা’ (Star Jalsha) এর ধারাবাহিক ‘খেলাঘর’ (Khela ghor)এর নায়িকা পূর্ণা। গত বছরের নভেম্বরে শুরু হয়ে মাত্র ৫ মাসেই দর্শকের মন জয় করে নিয়েছে এই ধারাবাহিক। এই ধারাবাহিকের সবচেয়ে আকর্ষণীয় বিষয় হল ধারাবাহিকের গল্প।

গল্পের নায়ক সান্টু সাধারণ নিম্ন বিত্ত পরিবারের ছেলে, স্বভাবে বদমেজাজি রাগী, কিন্তু মেধাবী। অর্থ না থাকলেও তার এবং তার পরিবারের যেটা রয়েছে সেটা হল আত্মসম্মান। অন্যদিকে পূর্ণা বড়লোক বাবার সুন্দরী মেয়ে। কিন্তু এই গল্পে শান্টু পূর্ণার প্রেমকাহিনী যেন সমাজের বাধাধরা আর্থ সামাজিক অবস্থার বিরুদ্ধে এক সোচ্চার। সমাজ বদলের ডাক।

   

khela ghor

শ্রেণীবিভক্ত সমাজে এবার এক হয়ে গেল শান্টু এবং পূর্ণা। গল্পের শুরুতে পূর্ণার ভালো পাত্রের সঙ্গে বিয়ে ঠিক হলেও, ভাগ্যের কারণে আগেই আচমকা শান্টুর সাথে বিয়ে হয়ে যায়। কিন্তু সেই আচমকা বিয়েই এবার রূপ পেল, পেল মর্যাদা।

Purna,khelaghor,swikriti majumder,star jalsha,bengali serial,পূর্ণা,স্বীকৃতি মজুমদার,বাংলা ধারাবাহিক,খেলাঘর,স্টার জলসা,শান্টু,পূর্ণার বিয়ে,wedding of Santu purna

বিয়ের পর বিশাল বড়লোক বাড়ির মেয়েকে এসে পড়তে হয় বস্তিতে। স্বামীকে ভালোবেসে সেই লড়াই লড়ে নেন পূর্ণা। রাজনীতির কুপ্রভাব, গুন্ডাগিরী থেকে শান্টুকে ভালো পথে ফেরানোর দায়িত্ব নেয় পূর্ণা।

Purna,khelaghor,swikriti majumder,star jalsha,bengali serial,পূর্ণা,স্বীকৃতি মজুমদার,বাংলা ধারাবাহিক,খেলাঘর,স্টার জলসা,শান্টু,পূর্ণার বিয়ে,wedding of Santu purna

ধারাবাহিকে শান্তুর চরিত্রে অভিনয় করছেন সইদ আরেফিন। পূর্ণার চরিত্রে অভিনয় করছেন নবাগতা অভিনেত্রী স্বীকৃতি মজুমদার। দুজনের দুর্দান্ত অভিনয়ের জোরে টিআরপি তালিকার সেরা ১০ এও স্থান করে নেয় ‘খেলাঘর’।

Purna,khelaghor,swikriti majumder,star jalsha,bengali serial,পূর্ণা,স্বীকৃতি মজুমদার,বাংলা ধারাবাহিক,খেলাঘর,স্টার জলসা,শান্টু,পূর্ণার বিয়ে,wedding of Santu purna

নতুন শান্টু ধীরে ধীরে পূর্ণার বাড়ির লোকের মনেও জায়গা করে নেয়। এবার তাদের বিয়ে পেল স্বীকৃতি। বাঙালি মতে ধুমধাম করেই বিয়ে হল শান্টু-পূর্ণার।এবার তাদের পরবর্তী সংসার জীবন কেমন হয় তা দেখতেই মুখিয়ে রয়েছে দর্শককূল।

site