চলতি বছরে স্টার জলসার পর্দায় শেষ হয়েছে একের পর এক জনপ্রিয় সব বাংলা সিরিয়াল (Bengali Serial)। তার মধ্যে অন্যতম একটি হল ‘খেলাঘর’ (Khelaghor)। এই ধারাবাহিকে নায়ক শান্টু (Shantu)চরিত্রে সৈয়দ শাহ আরফিন (Sayed Shah Arfin) এবং পূর্ণা (Purna) চরিত্রে অভিনয় করেছিলেন স্বীকৃতি মজুমদার (Swikriti Majumder)। শুরু থেকেই তাদের অভিনয় দাগ কেটেছিল দর্শকদের মনে।
চলতি বছরের সেপ্টেম্বর মাসে এসে ঠিক ২ বছরের মাথায় শেষ হয়ে যায় এই সিরিয়াল। প্রথমদিকে সন্ধ্যার স্লটে সম্প্রচারিত হলেও পরবর্তীতে কম টিআরপির কারণে স্লট হাতছাড়া হয়ে যায়। তবে দুপুরের স্লটেও বেশ অনেকদিন রমরমিয়ে চলেছিল শান্টু পূর্ণার এই প্রেমের গল্প। কিন্তু এখন তাদের অনুরাগীরা চাইছেন আবার কোন সিরিয়ালের হাত ধরে জুটি বেঁধে ফিরে আসুক তারা।
এমনিতেই এখন টেলিভিশনের পর্দায় নতুন সিরিয়ালের হিড়িক পড়েছে। প্রায় প্রতি মাসেই একঝাঁক নতুন সিরিয়াল নিয়ে আসছে বিনোদনমূলক চ্যানেলগুলি। নতুন বছরের সাথেই টেলিভিশনের পর্দায় ফিরছেন টেলিভিশনের এক ঝাঁক পুরনো অভিনেতা অভিনেত্রী। সেই সাথে এও জানা যাচ্ছে নতুন একটি সিরিয়ালের হাত ধরে বাংলা সিরিয়ালে কামব্যাক করতে চলেছেন ‘খেলাঘর’ সিরিয়ালের পূর্ণা অভিনেত্রী স্বীকৃতি মজুমদার।
আসলে মাঝখানে শোনা গিয়েছিল বাংলা ছেড়ে আরবসাগর পাড়ে মুম্বাইতে হিন্দি সিরিয়ালে অভিনয় করতে চলেছেন স্বীকৃতি। তাই অভিনেত্রীকে বাংলা সিরিয়াল দেখতে না পাওয়ার কথা ভেবে মন খারাপ হয়ে গিয়েছিল অভিনেত্রীর ভক্তদের। এবার জানা যাচ্ছে হিন্দি নয় বাংলা সিরিয়ালেই কামব্যাক করবেন স্বীকৃতি। এমনকি তার জন্য তিনি হিন্দি সিরিয়ালের (Hindi Serial ) অফারও ফিরিয়ে দিয়েছেন (Offer Rejected) তিনি।
এখনো পর্যন্ত যা খবর স্টার জলসাতে স্বীকৃতির আসন্ন নতুন সিরিয়ালে থাকছে একাধিক চমক। দেখা যাবে জনপ্রিয় টলিউড অভিনেত্রী রূপা গাঙ্গুলিকে। এই ধারাবাহিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্রে থাকবেন তিনি। নতুন সিরিয়ালে স্বীকৃতির বিপরীতে কাকে দেখা যাবে তা নিয়ে এখন থেকেই শুরু হয়েছে ব্যাপক জল্পনা।
তবে দর্শকদের দাবি মেনে পর্দার পূর্ণার বিপরীতে শান্টু নয় বরং থাকছেন বাংলা সিরিয়ালের একজন জনপ্রিয় অভিনেতা। তিনি হলেন কালার্স বাংলার ‘বসন্ত বিলাস মেসবাড়ি’ ধারাবাহিকের অভিনেতা অর্পণ ঘোষাল। এখনো পর্যন্ত চ্যানেল কর্তৃপক্ষের তরফে নিশ্চিত করে ঘোষণা না করা হলেও, এখন থেকেই পর্দার পুর্নার নতুন সিরিয়ালের অপেক্ষায় দিন গুণছেন তার অনুরাগীরা।