টলিউডের (Tollywood) বিখ্যাত অভিনেতাদের মধ্যে অন্যতম এখন হলেন খরাজ মুখোপাধ্যায় (Kharaj Mukherjee)। সিনেমার হিরো না হলেও যে দর্শকদের কাছে জনপ্রিয় হওয়া যায় সেটা প্রমাণ করে নিয়েছেন তিনি। যতবার অভিনয় করেছেন ততবারই মুগ্ধ করেছেন সকলকে। গুরু গম্ভীর চরিত্র থেকে একমেডি সবেতেই সাবলীলভাবে দক্ষতার ছাপ ফেলে আজ লক্ষ লক্ষ বাঙালির হৃদয়ে রয়েছেন তিনি। কয়েক দশক বিনোদন জগতে কাজ করে কেমন অভিজ্ঞতা তাঁর? সম্প্রতি সেকথাই উজাড় করলেন খরাজ মুখোপাধ্যায়।
খরাজ মুখাপাধ্যায় নামটা সেই ছোট বেলা থেকেই সবার কাছে পরিচিত। কমেডি ছবি থেকে সিরিয়াস ছবি সর্বত্রই তাকে দেখা যায়। তবে শুরুতে কাজের পরিমাণ অনেক থাকলেও দিন দিন সেই সুযোগ অনেকটাই কমে গিয়েছে। অভিনেতার কথায়, আমি চাই নি দর্শকদের কাছে একঘেয়ে হয়ে যেতে। আগে চলার পথ ছিল রাজপথের মত। কিন্তু ক্রমশ সুখ হতে হতে আজ সেটা দড়ি হয়ে গেছে। এবার এই চাই এই পথ সুক্ষ সুতোর মত করতে।
এরপরেই অভিনেতাকে জানতে চাওয়া হয় বর্তমানে ইন্ডাস্ট্রিতে অনেকেরই খারাপ অভিজ্ঞতা হয়েছে, তার ক্ষেত্রে সেটা কেমন? এর উত্তরেই আক্ষেপের সুর শোনা গেল তাঁর গলায়। উত্তরে তিনি বলেন, সিনেমা এখন ব্যবসা। ভালো অভিনয় করলেও পোস্টারে নায়কের ছবিই থাকে, আমার ছবি থাকে না।
আসলে কিছুদিন আগে ‘শুভ বিজয়া’ ছবির পোস্টের রিলিজ হয়েছে। পোস্টারে একাধিক তারকার মুখ থাকলেও ছবিতে অভিনয় করেও নেই খরাজ মুখোপাধ্যায়ের মুখ। এই প্রসঙ্গে অভিনেতা আক্ষেপ ও অভিমানের সাথেই জানান, হয়তো এখনো ভালো অভিনেতা হয়ে উঠতে পারিনি আমি।
দীর্ঘ অভিনয়ে জীবনে যে কোনো চরিত্রকেই অসাধারণভাবে ফুটিয়ে তুলেছেন তিনি। তবে প্রিয় চরিত্র বলতে গেলে ‘পরশপাথর’ ছবির তুলসী চক্রবর্তী, ‘গুপী গাইন বাঘা বাইন’ ছবির বাঘার মত চরিত্রে কাজ করতে ভালো লাগে জানান তিনি। আগামী সপ্তাহেই রিলিজ হতে চলেছে ‘হামি ২’ ছবিটি। যেখানে চাইল্ড আর্টিস্ট এজেন্ট প্রশান্ত চক্রবর্তী চরিত্রে দেখা যাবে খরাজবাবুকে। আশা করা হচ্ছে গতবারও মত এবারেও সকলের মন জয় করবে ছবিটি।
প্রসঙ্গত, শুধু বাংলাতেই না বলিউডেও কাজ করে ফেলেছেন খরাজ মুখোপাধ্যায়। বি টাউনে কাজের অভিজ্ঞতা সম্পর্কে তিনি জানান, টলিপাড়ার সাথে বলিপাড়ার বেশ পার্থক্য আছে। টেকনিক্যালি োর অনেক দক্ষ ক্যামেরা, পোশাক থেকে প্রসাধনীর বিষয়ে। তবে অভিনয়ের কথা বলতে গেলে অমন অভিনেতা বাংলাতেও অনেক আছে।