• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

টলিউড বলিউডকে পিছনে ফেলে পুষ্পার আকাশছোঁয়া সাফল্যের রহস্যভেদ করলেন খরাজ মুখার্জি!

‘পুষ্পা ঝুকেগা নেহি’ এই সংলাপ এখন সারা দেশ জুড়ে দাপিয়ে বেড়াচ্ছে, পাশাপাশি এই ছবির গান, দৃশ্য, আল্লু অর্জুনের হাঁটার স্টাইল সবই এখন সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং৷ বলাই বাহুল্য আল্লু অর্জুনের এই ছবি সারা দেশ জুড়ে রমরমিয়ে চলছে। গত বছরের শেষেই অর্থাৎ ডিসেম্বরের ১৭ তারিখ মুক্তির পর থেকেই একের রেকর্ড গড়ে চলেছে সুকুমার পরিচালিত এই সিনেমা। তামিল, তেলেগু, কন্নড়, মালয়ালম ও হিন্দি -এই ৫ টি ভাষায় ইতিমধ্যেই মুক্তি পেয়েছে ‘পুষ্পা: দ্য রাইজ পার্ট ওয়ান’। শুধু দক্ষিণ ভারতে নয় গোটা দেশেই এই ছবি চলছে রমরমিয়ে।

ইতিমধ্যেই বক্সঅফিসে ৪০০ কোটির ব্যবসা করে ফেলেছে পুষ্পা। এমনকি বলিউডের ’83’, হলিউডের ‘স্পাইডার ম্যানকে’ টেক্কা দিয়ে এই ছবি জনপ্রিয়তার শিখরে পৌঁছেছে। দেশজুড়ে দক্ষিণী সিনেমার বিরাট সাফল্যের দিকে তাকিয়ে নির্মাতারা ক্রমশ ঝুঁকছেন দক্ষিণী সিনেমার হিন্দি রিমেকের দিকেও। পুষ্পার শুধুমাত্র হিন্দী ভার্সন ইতিমধ্যেই গোটা দেশে ১০০ কোটির ব্যবসা করেছে।

   

kharaj mukherjee,bollywood,pushpa,allu arjun,box office,success

এবার পুষ্পার এই আকাশছোঁয়া সাফল্যের রহস্যকেই কাটাছেঁড়া করলেন টলিউডের প্রতিষ্ঠিত অভিনেতা খরাজ মুখোপাধ্যায়। একটি সাক্ষাৎকারে অভিনেতা জানান, “পুষ্পা হিট হওয়ার পরই অন্য ভাষাভাষীর মানুষদেরও দক্ষিণী ছবি দেখার কৌতুহল বেড়েছে। আমার মনে হয় এই ছবির সাফল্যের অন্যতম উপাদান এঁর একাধিক গল্পের প্লট। তাছাড়াও দারুণ অ্যাকশন, একটু পর পর গান, ড্রামা, নিটোল প্রেমের গল্প এবং অবশ্যই তার মধ্যে থাকা সূক্ষ্ম কমেডির ছোঁয়া এই ছবিকে বাকিদের থেকে আলাদা করে দিয়েছে। ”

kharaj mukherjee,bollywood,pushpa,allu arjun,box office,success

তার মতে, অনেকদিন ধরেই দর্শকেরা একটি ছবির থেকে এই ধরণের স্বাদ নিতে চাইছিল। আর সবচেয়ে বড় কথা এবার এই ছবির কন্টেন্ট অনেক দর্শকের কাছে পৌঁছে যেতে পেরেছে বাংলা ছবির ক্ষেত্রে এই সীমাবদ্ধতা থেকেই যায়। পাশাপাশি আল্লু অর্জুনের প্রশংসাতেও পঞ্চমুখ হয়েছেন খরাজ।

 

site