• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মাঝ সমুদ্রে হাঙরের সঙ্গে ছোট্ট ছেলেকে নিয়ে ছবি তুললেন কেজিএফ খ্যাত যশ! চক্ষু চড়কগাছ নেটিজেনদের

Published on:

KGF Yash ইয়াশ যশ

পরিবারকে নিয়ে ভ্রমণের শেষে গত সপ্তাহেই মালদ্বীপ (Maldives) থেকে ফিরেছেন কেজিএফ (KGF) খ্যাত অভিনেতা যশ (Yash)। ভারতের অন্যতম ব্লকবাস্টার ছবি হিসেবেই যে নাম লেখাতে চলেছে ‘কেজিএফ : চ্যাপ্টার ২’ (KGF : Chapter 2), তা আগাম জানিয়ে রাখছেন চলচ্চিত্রবোদ্ধারা। যদিও ছবিমুক্তির আগেই ইনস্টাগ্রামে (Instagram) বেশ ভাইরাল যশ। ছেলে অথর্বের (Yatharv) সঙ্গে যশ একটি ছবি পোস্ট করেছেন যেখানে মাথার উপর বাচ্ছা হাঙরের খেলা দেখে চমকে গেছেন নেটিজেনরা।

KGF Yash ইয়াশ

গত ২৭শে জানুয়ারি ইনস্টাগ্রামে ছেলে অথর্বের সঙ্গে ছবি পোস্ট করেন যশ। সবচেয়ে মজার বিষয় এই যে, ছবির ক্যাপশন হিসেবে যশ বেছে নেন বাচ্চাদের একটি ছড়ার পংক্তি। মালদ্বীপে ভ্রমণের ব্যবস্থা করে দেওয়ার জন্য ‘ট্রাভেলউইথজার্নিলেবেল’ নামক একটি ইন্সটা হ্যান্ডেলকে উল্লেখ করে ধন্যবাদ জানান যশ।

ইয়াশ Yash KGF

ছেলের সাথে ছবি ছাড়াও স্ত্রী রাধিকা পন্ডিতের (Radhika Pandit) সঙ্গে একটি ভিডিও পোস্ট করেছেন তিনি। ভিডিওর রাধিকা জানান যে কিভাবে পরিবারের সঙ্গে ছুটি কাটালে শরীর-মন চাঙ্গা হয়ে ওঠে! অন্যদিকে বলিসূত্রের খবর, করোনা-পরবর্তী সময়ে মালদ্বীপ পুনরায় পর্যটকদের জন্য খোলার পর থেকেই ভিড় জমাচ্ছেন সেলেবরা। জীবনে প্রথম পরিবারের সঙ্গে বিদেশভ্রমণ হিসেবে মালদ্বীপ সফর যে চিরস্মরণীয় হয়ে থাকবে যশের কাছে, তা বলাই বাহুল্য।

KGF Yash ইয়াশ যশ

 

আর্যা (Arya) ও অথর্বের সঙ্গেও ছবি পোস্ট করেছেন যশ। স্বাভাবিকভাবেই যশের ছবিগুলিতে কয়েক লক্ষ লাইকের ভিড় জমেছে, সঙ্গে রয়েছে ফ্যান-ফলোয়ার থেকে সেলেব-তারকাদের কমেন্টের ছড়াছড়ি। অনেক নেটিজেন আবার রাধিকার সৌন্দর্য্যের প্রেমে পড়লেও তাঁরা কতটা প্রকাশ করতে সক্ষম হবেন, সে বিষয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। যশের ‘অ্যাঙ্গরি ইয়ং ম্যান’ লুকের জন্য অনেকে অভিনেতাকে রীতিমত ভয় পেলেও বাস্তবে যে যশ খাঁটি মাটির মানুষ, সে বিষয়ে বারেবারেই জানিয়েছেন দক্ষিণী অভিনেতা-অভিনেত্রীরা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥