• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

KGF খ্যাত যশের স্ত্রী রাধিকার সৌন্দর্যের কাছে হার মানবে যে কোনোও নায়িকা! রইল আসল পরিচয়

হালফিলে বলিউডের পাশাপাশি দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির ক্রেজও ক্রমেই বাড়ছে। বলিউডের অনেক তাবড় তাবড় প্রযোজক এবং পরিচালক দক্ষিণী চলচ্চিত্র শিল্পের অভিনেতাদের সাথে কাজ করতে পছন্দ করেন। বলিউডে এই মুহুর্তে দাপিয়ে কাজ করছেন ধনুষ, প্রভাস, সামান্থা, যশেরা।

যশ (Yash) অভিনীত কেজিএফ (KGF) এর প্রথম পর্ব রিলিজ হবার পর থেকেই দর্শকদের কাছে জনপ্রিয় ছবিটি। অধীর আগ্রহের সাথে কেজিএফ চ্যাপ্টার ২ (KGF Chapter 2) এর জন্য অপেক্ষা করছেন দর্শকেরা। আর এই ছবিতে যশের অভিনয় দেখার পর সারা দেশ জুড়ে কোটি কোটি ভক্তরা তাকে একটি বার দেখার জন্য উদগ্রীব। যশ খুবই মধ্যবিত্ত পরিবারের ছেলে। তার বাবা ছিলেন কর্ণাটক রাজ্য পরিবহনের একজন সাধারণ বাস চালক। যশের প্রথম জীবন বেশ অভাব অনটনেই কেটেছে। অনেকেই হয়ত জানেন না, যশের আসল নাম নবীন কুমার গৌড়া।

   

yash,kgf,radhika pandit,যশ,রাধিকা পণ্ডিত,কেজিএফ,যশের স্ত্রী

জানা যায়, অভিনয়ের প্রতি তার আবেগের কারণে যশ ১২ এর পরে স্কুল ছেড়ে থিয়েটারে যোগ দিয়েছিলেন।যশ যখন তার পরিবারের সদস্যদের সিনেমায় যাওয়ার কথা বলেছিলেন, তখন তার পরিবারের সদস্যরা তার উপর খুব ক্ষুব্ধ হয়েছিল। এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, তার বাবা-মা রাগে ফেটে পড়েছিলেন এই ভেবে যে তিনি ছবির জন্য স্কুল ছেড়ে দিয়েছিলেন। কিন্তু পরবর্তীতে অভিনয় করেই যশ বিপুল নাম ডাক করেন। এখন কোটি কোটি মহিলা ভক্ত সুপারস্টার যশের জন্য পাগল। শুধু তাই নয় যশের স্ত্রী রাধিকা পন্ডিত ও সাউথের খুব নামি একজন অভিনেত্রী। বলিউডে এখনো পর্যন্ত তাকে দেখা না গেলেও সাউথের বেশ কিছু হিট ছবি উপহার দিয়েছেন রাধিকা। তবে যাসের মোট রাধিকার জীবনেও কিন্তু সংগ্রাম রয়েছে। আজ এই প্রতিবেদনে আপনাদের সেই কথাই জানাবো।

yash,kgf,radhika pandit,যশ,রাধিকা পণ্ডিত,কেজিএফ,যশের স্ত্রী

মূলত কন্নড় চলচ্চিত্রে অভিনয় করেন তিনি। প্রথমজীবনে তিনি অভিনেত্রী নন হতে চেয়েছিলেন শিক্ষিকা ,এমনকি লেখাপড়াতেও খুবই ভালো ছিলেন তিনি। ব্যাঙ্গালোরের ক্লুনি কনভেন্ট হাই স্কুল থেকে স্কুলের পড়াশোনা শেষ করে মাউন্ট কার্মেল কলেজ থেকে বি.কম গ্রাজুয়েট হয়েছেন রাধিকা। এরপর তিনি ব্যাঙ্গালুরুর একটি কলেজে এম.বি.এ করেন। তার বাবা ছিলেন থিয়েটার এবং অভিনয় জগতের একটা পরিচিত মুখ। তাই বাবার কাছেই অভিনয় শিখেছেন রাধিকা।

yash,kgf,radhika pandit,যশ,রাধিকা পণ্ডিত,কেজিএফ,যশের স্ত্রী

এরপর গ্র্যাজুয়েশনের একদম ফাইনাল ইয়ারে রাধিকা কন্নড় টেলিভিশনের জন্য অডিশন দেন। নন্দগোকুল নামের একটি ধারাবাহিক দিয়েই তিনি ডেবিউ করেন। এই সময় থেকেই তার কেজিএফ খ্যাত যশের সাথে প্রেম ,ওঠাবসা। তারপর ২০০৬ সালে তারা বিয়ে করেন। এইমুহূর্তে তিনি দক্ষিণের বড় অভিনেত্রী।