• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

যশ রাধিকার প্রেম কাহিনী হার মানাবে সিনেমাকেও! বাস্তবের ‘নায়িকা’কে এইভাবে প্রপোজ করেছিলেন ‘রকি ভাই’

Kgf,yash,yash wife,kgf yash love story,radhika,kgf 2,কেজিএফ,যশ,রাধিকা,যশ রাধিকার প্রেম,kgf famous actor yash radhika love story

হালফিলে বলিউডের পাশাপাশি দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির ক্রেজও ক্রমেই বাড়ছে। কখনও কখনও আবার জনপ্রিয়তায় বলি তারকাদের ছাপিয়ে যাচ্ছে দক্ষিণী সুপারস্টারদের জনপ্রিয়তা। আর এই মুহুর্তে দক্ষিণী ছবির প্রসঙ্গ উঠলে প্রথমেই বলতে হয় ‘কেজিএফ চ্যাপ্টার ২’ (KGF chapter 2) এর নাম।

সম্প্রতি মুক্তি পেয়েছে বহু প্রতীক্ষিত কেজিএফ ছবির দ্বিতীয় পর্ব কেজিএফ চ্যাপ্টার ২ (KGF Chapter 2)। ছবিতে সুপারস্টার যশকে (Yash) দেখা গিয়েছে মূল নায়কের চরিত্রে। সাথে খল নায়কের চরিত্রে ছিলেন সঞ্জয় দত্ত। সোনার খনির জন্য অসহায় সাধারণ মানুষের ওপর হওয়া অত্যাচার নিয়ে তৈরী ছবির কাহিনী। ২০১৮ সালে প্রথম চ্যাপ্টার মুক্তি পাওয়ার পর থেকেই মানুষের মধ্যে উত্তেজনা ছিল বাঁধ ভাঙা। প্রথম পার্ট দেখবার পর থেকেই সকলে এর সিক্যুয়েলের অপেক্ষায় ছিলেন।

Kgf,yash,yash wife,kgf yash love story,radhika,kgf 2,কেজিএফ,যশ,রাধিকা,যশ রাধিকার প্রেম,kgf famous actor yash radhika love story

আর মুক্তির পরেই কাশ্মীর থেকে কন্যাকুমারী কার্যত দাপিয়ে বেড়াচ্ছে যশের ছবি। একের পর এক নতুন রেকর্ড গড়ছে KGF -2। IMDB এর পূর্ব সমস্ত রেকর্ড ভেঙে রেটিং চার্টে সবচেয়ে বেশি নম্বর পেয়ে প্রথম হয়েছে কেজিএফ ২। সুতরাং এই সুপারস্টারকে নিয়ে এই মুহুর্তে মানুষের কৌতুহলের শেষ নেই।

Kgf,yash,yash wife,kgf yash love story,radhika,kgf 2,কেজিএফ,যশ,রাধিকা,যশ রাধিকার প্রেম,kgf famous actor yash radhika love story

পর্দায় তো তাকে দেখে মুগ্ধ সকলেই, কিন্তু আজ আপনাদের শোনাব রকি ভাইয়ের বাস্তব জীবনের নায়িকার গল্প। প্রথমেই জানিয়ে রাখি, ভালোবেসেই বিয়ে করেছিলেন কেজিএফ খ্যাত যশ। আর তাদের প্রেম কাহিনি কোনোও রোমান্টিক ছবির থেকেই কম নয়। যশের স্ত্রীয়ের নাম রাধিকা।

Kgf,yash,yash wife,kgf yash love story,radhika,kgf 2,কেজিএফ,যশ,রাধিকা,যশ রাধিকার প্রেম,kgf famous actor yash radhika love story

অভিনেতা এবং তার স্ত্রী রাধিকা ২০০৪ সাল থেকেই একে অপরকে চেনেন৷ একটি টিভি শো- করতে গিয়েই তাদের আলাপ হয়। প্রথমে দু’জন ছিলেন ভালো বন্ধু তারপর উভয়েরই একে অপরের প্রতি ভালোলাগা বাড়তে থাকে। প্রথমে রাধিকাকে ‘ভালোবাসি’ বলার সাহস হয়নি যশের। তাই একটি উপহার কিনে তিনি গাড়িতে রেখে দিয়েছিলেন। তখনও লাভ কিছুই হয়নি। এর ছয় মাস পর ফের রাধিকাকে যশ প্রস্তাব দেন৷ এরপর ২০১৬ সালে যশ রাধিকার চার হাত এক হয়।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥