• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ট্রেলার রিলিজ হতেই রেকর্ড গড়ল দক্ষিণী অভিনেতা যশের ছবি KGF Chapter 2

KGF নামক ছবিটি গোটা দেশে ব্যাপক সারা ফেলেছে। ২০১৮ সালে ছবির প্রথম পার্ট ‘KGF Chaptar 1’ রিলিজ হয়েছিল। কান্নার অভিনেতা যশ অভিনীত এই ছবিতে ব্যাপক সাফল্যই পেয়েছিল সেই সময়, এতটাই সাফল্য পেয়েছিল যে দেশের প্রায়  সমস্ত ভাষাতেই ডাবিং হয় সিনেমাটি। আর ছবিতে অভিনয়ের জেরে অভিনেতা যশ ব্যাপক জনপ্রিয়তা পান। তবে ছবির নাম শুনেই বুঝতে পেরেছেন যে ২০১৮ তে রিলিক হওয়া ছবিটি ছিল প্রথম পার্ট। আর এবার আসতে চলেছে ছবিটির দ্বিতীয় পার্ট অর্থাৎ ‘ KGF Chapter 2 ‘।

কেজিএফ চ্যাপ্টার ২ KGF Chapter2 যশ Yash

   

নতুন বছর ২০২১ এ রিলিজ হতে চলেছেন কেজিএফ চ্যাপ্টার টু। এই ছবিতে অ্যাকশন প্যাকড ভূমিকায়  দেখা যাবে যশ ওরফে রকি ভাইকে। শুধু তাই নয় কেজিএফ চ্যাপ্টার টুতে থাকছে একাধিক বলিউডে অভিনেতা অভিনেত্রীরাও। এই ছবিতে ভিলেন অধীরার ভূমিকায়  দেখা যাবে বলিউডের অভিনেতা সঞ্জয় দত্তকে। সঞ্জয় দত্তের এই সিনেমার ভিলেনের একটি পোস্টের ২০২০ সালে ব্যাপক ভাইরাল হয়ে  পড়েছিল।

কেজিএফ চ্যাপ্টার ২ KGF Chapter2 Sanjay Dutt সঞ্জয় দত্ত

এছাড়াও ছবিতে বলিউড অভিনেত্রী রাবিনা টন্ডনকেও দেখা যাবে। ছবিতে প্রধান মন্ত্রী রামিক সেনের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে রাবিনা টন্ডনকে। যেহেতু ছবির প্রথম পার্ট ব্যাপক হিট হয়েছিল ও সারা দেশেই ব্যাপক সারা পেয়েছিল ছবিটি তাই এবার তামিল, তেলেগু, হিন্দি মালায়লাম ভাষাতেও রিলিজ হবে ছবিটি। ছবির ডাবিংয়ের কাজ ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে। যেমনটা জানা যাচ্ছে আগামী ২৩শে অক্টোবর ২০২১ তারিখে মুক্তি পেতে চলেছে ছবিটি। সমস্ত পরিস্থিতি ঠিক থাকলে সিনেমার পর্দাতেই দেখা যাবে ছবিটি।

কেজিএফ চ্যাপ্টার ২ KGF Chapter 2 Ravina Tandan রাবিনা টন্ডন

সম্প্রতি KGF Chapter 2 এর টিজার প্রকাশ পেয়েছে। টিজারে একেবারে বিস্ফোরক অ্যাকশন সিনে দেখা যাচ্ছে অভিনেতা যশকে। যদিও অধীরা বা সঞ্জয় দত্ত কে দেখা যায়নি টিজারে। তবে ছবির টিজার টি মুক্তি পাবার পর ইতিমধ্যেই নতুন রেকর্ড গড়েছে টিজার। রিলিজ হবার মাত্র ১৬ ঘন্টার ও কম সময়ের মধ্যে ৪ কোটিরও বেশি ভিউ পেয়েছে টিজারটি। অর্থাৎ বোঝাই যাচ্ছে কি পরিমান অপেক্ষা করছে দর্শকেরা এই ছবিটির জন্য। দেখুন ছবির টিজার ভিডিওঃ

site