• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বাস কন্ডাক্টরের ছেলে থেকে সাউথ সুপারস্টার! নেপোটিজমের সাউথে নিজের দমে সফল ‘KGF’ তারকা যশ

দক্ষিণ ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রির নামী সুপারস্টারদের (South Indian Actor) মধ্যে একজন হলেন যশ (Yash)। ব্লকবাস্টার ‘কেজিএফ’ (KGF) ছবিতে অভিনয় করে বিশ্বজোড়া খ্যাতি পেয়েছেন তিনি। আজ তাঁর কাছে অর্থ, প্রতিপত্তি, খ্যাতি সবকিছু রয়েছে। তবে একটা সময় ছিল যখন মাত্র ৩০০ টাকা সম্বল ছিল যশের।

বলিউড হোক বা সাউথ- নেপোটিজম রয়েছে সর্বত্র। দক্ষিণ ভারতের রাম চরণ, আল্লু অর্জুন, জুনিয়র এনটিআর সহ একাধিক নামী অভিনেতা আদতে স্টারকিড। সেখানে যশ, বিজয় দেবরাকোন্ডার মতো হাতেগোনা কয়েকজন অভিনেতারা ইন্ডাস্ট্রির বাইরে থেকে এসে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছে।

   

Yash, Yash struggle story

হাসান নামের একটি ছোট গ্রামে জন্ম যশের। নিম্নবিত্ত পরিবারে অভাব লেগেই থাকতো। ‘কেজিএফ’ অভিনেতার বাবা পেশায় ছিলেন বাস কন্ডাক্টর, মা ছিলেন গৃ্হবধূ। ছোট থেকেই অভিনয়কেই ভালোবেসেছেন পর্দার রকি ভাই। অভিনেতা হওয়ার স্বপ্ন নিয়ে বাড়িও ছাড়েন তিনি।

যশ একবার এক সাক্ষাৎকারে বলেছিলেন, ছোট থেকেই অভিনেতা হতে চাইতেন তিনি। সেই জন্য খুব কম বয়স থেকেই ‘যেমন খুশি সাজো’ প্রতিযোগিতাতেও অংশগ্রহণ করতে তিনি। এছাড়া নাচের প্রতিও ঝোঁক ছিল তাঁর। এভাবেই বিনোদন দুনিয়ায় সফর শুরু হয় যশের৷

Yash, Yash struggle story

‘কেজিএফ’ অভিনেতা জানান, ছোটবেলায় স্কুলে যখন জিজ্ঞেস করা হতো বড় হয়ে কী হতে চাও, তখন কেউ বলতেন ডাক্তার হতে চাই, কেউ আবার মহাকাশচারী। তবে তিনি সবসময় অভিনেতা হওয়ার কথাই বলতেন। একথা শুনে অনেকে হাসলেও তিনি নিজের মনোবল ভাঙতে দেননি। এমনকি মা-বাবা আপত্তি করলেও হার মানেননি।

এরপর একদিন মাত্র ৩০০ টাকা সম্বল করে অভিনেতা হওয়ার স্বপ্ন নিয়ে বাড়ি ছাড়েন যশ। ইন্ডাস্ট্রিতে কোনোদিন কাউকে ‘গডফাদার’ পাননি তিনি। প্রায় ১০ বছর কাজ করার পর ‘কেজিএফ’র হাত ধরে সাফল্য পান এই অভিনেতা। আর এখন তো একডাকেই সবাই ‘রকি ভাই’ ওরফে যশকে চেনে।