• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

রকিভাই প্রেমীদের জন্য খারাপ খবর! সমস্ত গুজব উড়িয়ে KGF 3 নিয়ে বড়সড় ঘোষণা করলেন প্রযোজক

বলিউড (Bollywood) ইন্ডাস্ট্রিকে কার্যত করা চ্যালেঞ্জের সম্মুখীন করে ছেড়ে দিয়েছে দক্ষিণী ইন্ডাস্ট্রির (South Indian Films) একেরপর এক ছবি। গতমাসে মুক্তি পাওয়া ‘কেজিএফ ২’ (KGF 2) ছবিটি ১০০০ কোটির রেকর্ড ভেঙে ঐতিহাসিক রেকর্ড তৈরী করেছে ইতিমধ্যেই। সুপারস্টার যশ (Yash) অভিনীত কেজিএফ এর প্রথম পর্বেই টানটান উত্তেজনা ছিল। এরপর দ্বিতীয় পর্বে সেই উত্তেজনা আরও অনেক গুণ বাড়িয়ে দর্শকদের মন জিতে নিয়েছে ছবি নির্মাতারা। তাই ছবির পরবর্তী পার্ট ‘কেজিএফ ৩’ (KGF 3) নিয়ে ইতিমধ্যেই উন্মাদনা তৈরী হয়েছে।

কেজিএফ ৩ এর শুটিং কবে থেকে শুরু? কবে মুক্তি পাবে সিনেমা এই নিয়ে তুমুল আলোচনা চলছে সোশ্যাল মিডিয়া থেকে সর্বত্র। কিন্তু এবার কেজিএফ পরিচালক কার্তিক গৌড়া (Karthik Gowda) হতাশ করার মত খবর দিলেন কেজিএফ ভক্তদের জন্য। অনেকেই ভেবেছিলেন যে হয়তো আগামী বছরেই মুক্তি পাবে কেজিএফ ৩। কিন্তু সেই আশা ভেঙে দিলেন ছবির প্রযোজক নিজেই।

   

KGF Chaper 2 Trailer out now

সম্প্রতি কেজিএফ প্রযোজক নিজেই সোশ্যাল মিডিয়াতে কেজিএফ ৩ নিয়ে সমস্ত জল্পনার শেষ ঘটালেন। স্পষ্ট জানিয়ে দিলেন নিকট ভবিষ্যতে ছবির শুটিং শেষ তো দূর শুরুর পরিকল্পনাও নেই। এদিন টুইটে কার্তিক লেখেন, ‘ খবরে যা কিছু ঘুরে বেড়াচ্ছে সবটাই জল্পনা মাত্র। সামনে অনেক প্রজেক্ট রয়েছে, তাই আমরা সামনের কয়েক মাস কোনোমতেই কেজিএফ ৩ এর শুটিং শুরু করতে পারব না। শুটিং শুরু হলে আমরাই আপনাদের জানিয়ে দেব যে কাজ শুরু হয়েছে’।

অর্থাৎ বোঝাই যাচ্ছে যে এবছর বা হয়তো আগামী বছরেও ছবি রিলিজ হওয়া হয়তো সম্ভব নয়। এই বিষয়ে প্রযোজকের সাথে আরও কথা হলে জানা যায়, আগামী বেশ কিছু মাস ‘সালার’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত থাকবেন পরিচালক প্রশান্ত নীল। ছবির ৩০% মত শুটিং সম্পন্ন হয়েছে, আগামী কয়েক দিনের মধ্যেই বাকি অংশের শুটিংয়ের কাজ চালু হবে। সম্ভবত এবছরের অক্টোবর বা নভেম্বর মাস নাগাদ ছবিটির শুটিং শেষ হবে।

এরপর কেজিএফ ৩ এর শুটিং প্রসঙ্গে জানতে চাওয়া হলে তিনি জানান, এবছর আগে সালার ছবির শুটিংয়ের কাজ শেষ করতে চাই। তারপর হয়তো এবছরের শেষের দিকে বা পরের বছরের শুরুতে কেজিএফ ৩ এর শুটিংয়ের কাজ চালু হবে। তবে আশা করা যায় যে ২০২৪ সালে রকিভাইকে আবারও দর্শকেরা দেখতে পাবেন কেজিএফ ৩ তে।