• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

দেখলে হবে খরচ আছে! KGFএ যশের নায়িকা হতেই বেড়েছে টাকার খাই, পারিশ্রমিক দ্বিগুণ করলেন শ্রীনিধি

চলতি বছরের সবচেয়ে সফল সিনেমাগুলির মধ্যে অবশ্যই একটি কন্নড় সুপারস্টার যশ অভিনীত ‘কেজিএফ চ্যাপ্টার ২’ (KGF Chapter 2)। বক্স অফিসে ঝড় তুলেছিল ছবিটি। যশের সঙ্গেই প্রশংসিত হয়েছিল ছবির নায়িকা শ্রীনিধি শেট্টির (Srinidhi Shetty) অভিনয়ও। কিন্তু ছবি হিট হতেই নাকি নায়িকার দাবিদাওয়া বেশ বেড়ে গিয়েছে। ‘কেজিএফ চ্যাপ্টার ২’ ব্লকবাস্টার হতেই শ্রীনিধি এক ধাক্কায় নিজের পারিশ্রমিক দ্বিগুণ করে দিয়েছেন। যে কারণে চরম বিপাকে পড়েছেন তাঁর আগামী ছবির নির্মাতারা।

‘কেজিএফ ২’এর নায়িকাকে এরপর ‘কোবরা’ (Cobra) ছবিতে দেখা যাবে। সেখানে তাঁর বিপরীতে থাকবেন দক্ষিণী সুপারস্টার চিয়ান বিক্রম (Chiyaan Vikram)। সেই ছবির জন্যই নিজের পারিশ্রমিক এক ধাক্কায় দ্বিগুণ করে দিয়েছেন শ্রীনিধি। সেই কারণে ছবির বাজেট বেড়ে গিয়েছে। যার ফলে স্বভাবতই চিন্তায় পড়েছেন নির্মাতারা।

   

Srinidhi Shetty

জানা গিয়েছে, যশ অভিনীত সুপারহিট ছবি ‘কেজিএফ চ্যাপ্টার ২’এর জন্য শ্রীনিধি ৩ কোটি টাকার মোটা অঙ্ক পারিশ্রমিক হিসেবে নিয়েছিলেন। কিন্তু সেই ছবি হিট হতেই এবার ‘কোবরা’র জন্য নাকি নায়িকা ৬-৭ কোটি টাকার পারিশ্রমিক দাবি করেছেন। হিট ছবির নায়িকা হওয়ার জন্যই শ্রীনিধি এত বেশি পারিশ্রমিক দাবি করছেন বলে মত অনুরাগীদের।

সাউথ ইন্ডাস্ট্রিতে খুব কম নায়িকাই রয়েছেন যারা পারিশ্রমিক হিসেবে এত মোটা টাকা পান। সেখানে শ্রীনিধি এই পারিশ্রমিক পেলে অবশ্যই সেই তালিকায় নিজের নাম তুলে ফেলবেন। অপরদিকে ‘কোবরা’ ছবিতে শ্রীনিধির পারিশ্রমিক তো জানা গেল, কিন্তু তাঁর সহ-অভিনেতা বিক্রম কত টাকা নিচ্ছেন জানেন? সেই অঙ্ক শুনলে চোখ কপালে উঠবেই।

Chiyaan Vikram

শোনা যাচ্ছে, চিয়ান বিক্রম এই ছবির জন্য পারিশ্রমিক হিসেবে ২৫ কোটি টাকা নিচ্ছেন। যা কিনা ছবির মোট বাজেটের ২২ শতাংশ। সেই হিসেবে অবশ্যই এটি অনেকটা বড় অঙ্ক। এবার নায়িকা শ্রীনিধিও এক ধাক্কায় নিজের পারিশ্রমিক এতটা বাড়িয়ে দেওয়ায় খানিকটা অস্বস্তিতে পড়েছেন ‘কোবরা’ ছবির নির্মাতারা।

শ্রীনিধির কাজের দিক থেকে বলা হলে, এই মুহূর্তে নায়িকা তাঁর দক্ষিণী প্রোজেক্ট নিয়ে ব্যস্ত আছেন। তবে দর্শকরা এবার তাঁকে বলিউডেও দেখতে চান। যদিও ‘কেজিএফ’এর নায়িকার বলিউড ডেবিউ সম্পর্কের এখনও কোনও সংবাদ শোনা যায়নি।