• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ছোট্ট সুবর্ণ থেকে ‘এক্কাদোক্কা’র বুবলু, পার্শ্বচরিত্রেও ঈপ্সিতার অভিনয়ে মুগ্ধ দর্শকেরা

Updated on:

Tele Actress Ipshita Mukherjee winning viewers heart in every role possible

বিনোদন ইন্ডাস্ট্রিতে এমন অনেক অভিনেত্রী রয়েছেন যারা কেরিয়ারের শুরুটা হয়তো নায়িকা হিসেবে করেছিলেন, কিন্তু এখন পার্শ্বচরিত্রে অভিনয় করছেন। কিন্তু তা সত্ত্বেও নিজেদের দুর্দান্ত অভিনয়ের মাধ্যমে দর্শকদের মন্ত্রমুগ্ধ করে রেখেছেন। এমনই একজন অভিনেত্রী হলেন ঈপ্সিতা মুখার্জি (Ipsita Mukherjee)।

অনেক ছোটবেলায় অভিনেত্রী হিসেবে কেরিয়ার শুরু ঈপ্সিতার। ‘সুবর্ণলতা’ ধারাবাহিকে অভিনয় করেছিলেন তিনি। তখন তাঁর বয়স অনেক কম। কিন্তু তা সত্ত্বেও তাঁর অভিনয় নজর কেড়েছিল দর্শকদের। তবে ঈপ্সিতার জনপ্রিয়তা পাওয়া শুরু ‘কেয়া পাতার নৌকো’ ধারাবাহিকে কিরণের চরিত্রে অভিনয় করার পর থেকে।

Subarnalata serial

‘কেয়া পাতার নৌকো’য় কিরণ এবং তাঁর সোনাবাবুর অভিনয় এখনও দর্শকদের মনে গেঁথে রয়েছে। অত কম বয়সে যেভাবে তিনি সাবলীল অভিনয় করেছিলেন তা মুগ্ধ করে দিয়েছিল সকলকে। তবে এখন নায়িকা থেকে পার্শ্ব চরিত্রে অভিনয় করছেন ঈপ্সিতা। তবে সেখানেও কিন্তু নিজের সেরাটাই দিচ্ছেন তিনি। সম্প্রতি আবার বড়পর্দায় মুক্তি পেয়েছে তাঁর ছবি ‘প্রসেনজিৎ ওয়েডস ঋতুপর্ণা’। নিজের অনবদ্য অভিনয়ের জেরেই একসময়কার শিশুশিল্পী আজ সিনেমার নায়িকা।

Keya Patar Nouko

সিনেমায় অভিনয়ের পাশাপাশি এই মুহূর্তে স্টার জলসার দু’টি জনপ্রিয় ধারাবাহিকেও অভিনয় করছেন ঈপ্সিতা। ‘ধুলোকণা’য় তানের স্ত্রী কমলিনী এবং ‘এক্কাদোক্কা’য় কোহিনূরের স্ত্রী বুবলুর ভূমিকায় দেখা যাচ্ছে তাঁকে। পার্শ্ব চরিত্র হলেও সেখানেও নিজের অভিনয় দক্ষতার পরিচয় দিচ্ছেন ঈপ্সিতা। দুই সিরিয়ালের নায়িকাদের পাশাপাশি নজর কাড়ছে তাঁর অভিনয়ও।

Kamalini from Dhulokona, Bhublu from Ekka Dokka

বিনোদন ইন্ডাস্ট্রিতে নিজের দীর্ঘদিনের কেরিয়ারে বহু জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন ‘এক্কাদোক্কা’র বুবলু। তবে সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছিলেন ‘কেয়া পাতার নৌকো’র হাত ধরে। এছাড়াও ঈপ্সিতা এবং জয় মুখোপাধ্যায় অভিনীত ‘চোখের তারা তুই’ ধারাবাহিকটিও দর্শকদের বেশ পছন্দ ছিল। বেশ কয়েক বছর চলেছিল ধারাবাহিকটি।

Chokher Tara Tui

শিশুশিল্পী হিসেবে নিজের কেরিয়ার শুরু করার পর ঈপ্সিতা অভিনয় করেছেন বেশ কয়েকটি জনপ্রিয় ধারাবাহিকে। আদায় করেছেন দর্শকদের ভালোবাসা। ঈপ্সিতা অভিনীত ধারাবাহিকের লিস্টে নাম রয়েছে ‘সন্ন্যাসী রাজা’, ‘আলোছায়া’, ‘ভক্তের ভগবান শ্রীকৃষ্ণ’, ‘করুণাময়ী রানী রাসমণি’র মতো ধারাবাহিকের। নায়িকা না হলেও পার্শ্ব চরিত্রে অভিনয় করেই দর্শকদের মন্ত্র মুগ্ধ করে রেখেছেন তিনি।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥