• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মা হয়েছেন ‘কে আপন কে পর’এর তন্দ্রা, প্রথমবার ছেলের ছবি শেয়ার করে নাম ঘোষণা করলেন মোনালিসা

Published on:

Ke Apon Ke Por Tandra AKA Monalisa Pal shared the picture of her son Reyansh Pal Sarkar

বিনোদন দুনিয়ার মানুষদের জন্য এখন সময়টা বেশ ভালো যাচ্ছে। কেউ বিয়ের পিঁড়িতে বসছেন, কারোর বিয়ের গুঞ্জন শোনা যাচ্ছে, কেউ আবার বাড়িতে খুদে সদস্যকে স্বাগত জানাচ্ছেন। গত অক্টোবর মাসেই যেমন জানা গিয়েছিল, মা হয়েছেন ‘কে আপন কে পর’ ধারাবাহিকের তন্দ্রা অর্থাৎ অভিনেত্রী (Tollywood actress) মোনালিসা পাল (Monalisa Pal)। এবার ছেলের এক মাস হতে না হতেই তাঁর ছবি প্রকাশ্যে আনলেন অভিনেত্রী।

টলি সুন্দরী মোনালিসা শুধুমাত্র ছোটপর্দাতেই নয়, অভিনয় করেছেন বড়পর্দাতেও। স্ক্রিন শেয়ার করেছেন জিৎ, কোয়েল মল্লিক, রঞ্জিৎ মল্লিক, লাবনী সরকারের মতো নামী নামী শিল্পীদের সঙ্গে। মোনালিসা নিজেও যথেষ্ট জনপ্রিয়। তবে এই জনপ্রিয়তা থাকা সত্ত্বেও, অভিনেত্রী বরাবর নিজের জীবনকে পর্দায় আড়ালে রাখতেই পছন্দ করেন।

Ke Apon Ke Por Tandra, Monalisa Pal

বিয়ে থেকে শুরু করে মা হওয়া- জীবনের সব গুরুত্বপূর্ণ জিনিসই চুপিসারে করেছেন মোনালিসা। তবে ছেলের ছবি এবং নাম কিন্তু গোপন রাখলেন না। বিনোদন দুনিয়ার অন্যান্য তারকাদের মতো সন্তানের মুখ লুকিয়ে রাখা নয়, বরং নিজে থেকে ফুটফুটে ছেলের ছবি শেয়ার করেছেন অভিনেত্রী।

মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় সদ্যোজাত ছেলেকে কোলে নিয়ে নিজের একটি হাসিমুখের ছবি শেয়ার করেন ‘কে আপন কে পর’ অভিনেত্রী। সেখানে দেখা যাচ্ছে, মায়ের কোলে নিশ্চিন্তে ঘুমোচ্ছে খুদে। টলি অভিনেত্রী ছেলের নাম রেখেছেন ‘রেয়াংশ’। ছেলেকে কোলে নিয়ে ছবি শেয়ার করে মোনালিসা লিখেছেন, ‘রেয়াংশকে সবার সঙ্গে আলাপ করিয়ে দিচ্ছি’।

জানিয়ে রাখি, জনপ্রিয় শো ‘হাওড়া ব্রিজ’এর সঞ্চালিকা হিসেবে প্রথম জনপ্রিয়তা পাওয়া শুরু মোনালিসার। এরপর জিৎ-কোয়েল অভিনীত সুপারহিট ছবি ‘সাত পাকে বাঁধা’তেও অভিনয় করেছিলেন তিনি। কোয়েলের দিদির চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে। তবে অভিনেত্রী সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছেন ‘কে আপন কে পর’ ধারাবাহিকে খলনায়িকা তন্দ্রার ভূমিকায় অভিনয় করে।

Ke Apon Ke Por Tandra, Monalisa Pal

অপরদিকে যদি মোনালিসার ব্যক্তিগত জীবনের দিক থেকে বলা হয়, তাহলে ২০১৮ সালে বহুদিনের প্রেমিক বিশ্বজিৎ সরকারের সঙ্গে সাত পাক ঘুরেছিলেন তিনি। ১৯ নভেম্বর পরিণয় সূত্রে আবদ্ধ হয়েছিলেন তাঁরা। অভিনেত্রীর স্বামী একটি বহুজাতিক সংস্থায় কাজ করেন।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥