• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘কৌন বনেগা ক্রোড়পতি’ নিয়ে ফিরছেন অমিতাভ বচ্চন, ঘোষণা হল রেজিস্ট্রেশনের দিন

‘কৌন বনেগা ক্রোড়পতি (Kaun Banega Karorpati)’ এই নামটা শুনলেই যেটা সবার আগে মনে পরে সেটা হল অমিতাভ বচ্চনের (Amitabh Bacchan) একটা চেনা ছবি। আসলে এটি হল একটি বিখ্যাত টেলিভিশন রিয়ালিটি শো যেখানে রাতারাতি কোটিপতি হয়ে যেতে পারেন প্রতিযোগীরা। তাছাড়া অমিতাভ বচ্চনের মত একজন বিখ্যাত অভিনেতা শোএর সঞ্চালনা করতেন সেই কারণেও শোএর জনপ্রিয়তা ছিল একেবারে তুঙ্গে। একে একে মোট ১২টি সিজেন হয়ে গিয়েছে এই জনপ্রিয় টেলিভিশন রিয়ালিটি শোএর। তবে আজও এর জনপ্রিয়তা কিন্তু কমেনি এতটুকুও।

এবার সময় এসে গেছে ‘কৌন বনেগা ক্রোড়পতি’ সিজেন ১৩ এর। হ্যাঁ ঠিকই শুনেছেন আসছে কৌন বনেগা ক্রোড়পতি। সম্প্রতি সোনি টিভির অফিসিয়াল ইনস্টাগ্রাম পেজে শেয়ার করা হয়েছে সুখবরটি। সাথে রয়েছে কৌন বনেগা ক্রোড়পতি সিজেন ১৩ এর এক ঝলক।

   

Kaun Banega Karorpati KBC 13 Amitabh Bacchan

এবারেও শোতে দেখা যাবে বিগ বি অমিতাভ বচ্চনকে। আর অমিতাভ বচ্চনকে দিয়েই শুট করা হয়েছে কেবিসি সিজেন ১৩ এর প্রমো ভিডিও। ভিডিওটি বিগ বি ঘোষণা করেছেন যে আগামী ১০ই মে থেকেই শুরু হতে চলেছে কেবিসি ১৩ এর জন্য রেজিস্ট্রেশন পর্ব। সুতরাং আপনিও যদি চান কোটিপতি হতে তাহলে একেবারে রেডি থাকুন মোবাইল হাতে নিয়ে।

প্রসঙ্গত, শুধুমাত্র রেজিস্ট্রেশনের খবর পাওয়া গিয়েছে আপাতত। তবে কবে থেকে শো শুরু হবে সে ব্যাপারে কিছুই জানা যায়নি। এমনিতেই করোনা মহামারীর কারণে ব্যাপক প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। তাছাড়া সিনেমা, সিরিয়াল থেকে শুরু করে শোয়ের শুটিংয়ের ক্ষেত্রেও রয়েছে অনেক বিধি নিষেধ। অন্যদিকে অমিতাভ বচ্চন নিজেও করোনা আক্রান্ত হয়েছিলেন ইতিমধ্যেই ইকবার। বর্তমানে তিনি সুস্থ আছেন তবে এই মুহূর্তে আদৌ শুটিং শুরু হবে কি না তা নিয়েও রয়েছে যথেষ্ট সন্দেহ।

site