• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বেশি বাড়াবাড়ি! সোনু সুদের পোস্টারে দুধ ঢালার ঘটনায় বিরক্ত টেলি অভিনেত্রী কবিতা কৌশিক

সোনু সুদ,অন্ধ্রপ্রদেশ,দুধ,পোস্টার,কবিতা কৌশিক,Sonu sood,Andhrapradesh,milk,poster,kavita koushik

সত্যিই গরিবের ভগবান সোনু সুদ (Sonu Sood)। গতবছর লকডাউনের সময় থেকে শুরু করে অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছেন অভিনেতা। সিনেমায় ভিলেনের চরিত্রে থাকলেও বাস্তবে হিরো বলতে এখন অসহায় মানুষদের কাছে একটাই নাম সোনু সুদ। কখনো আটকে পড়া শ্রমিক থেকে ছাত্রছাত্রীদের বাড়ি পৌঁছে দেওয়া তো কখনো গোটা গ্রামের সাহায্যে এগিয়ে এসেছেন অভিনেতা।

কখনো কারোর বাবার অপারেশন তো কখনো কারোর মায়ের চিকিৎসার খরচ নিজের কাঁধে তুলে নিয়েছেন সোনু সুদ। এরপরেও থেমে থাকেন নি তিনি। অসহায় মানুষদের জন্য সর্বদাই নিজের হাত বাড়িয়ে চলেছে প্রতিমুহূর্তে। কিছুদিন আগে করোনা আক্রান্ত হয়েছিলেন সোনুসুদ, অথচ লোকের সাহায্যের কথা ভোলেননি। এরপর সুষ্ঠ হয়ে উঠেছেন তিনি। আর সুস্থ হয়ে ফের লেগে পড়েছেন লোকেদের সাহায্যের জন্য।

সোনু সুদ,অন্ধ্রপ্রদেশ,দুধ,পোস্টার,কবিতা কৌশিক,Sonu sood,Andhrapradesh,milk,poster,kavita koushik

কিছুদিন আগেই, সোনু সুদকে সম্মান জানিয়ে, অভিনেতার বিরাট মাপের পোস্টার দুধ দিয়ে ধুইয়েছেন অন্ধ্র প্রদেশের শ্রীকলহস্তির চিত্তুর জেলার অনুরাগীরা। অভিনেতাকে ধন্যবাদ জানাতেই এই কাজ করেন ভক্তরা। সেই ভিডিও ইতিমধ্যেই তুমুল ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। ভিডিওটি চোখে পড়েছে সোনুরও। এই ভিডিও চোখে পড়তেই অভিনেতা লেখেন, ‘আপ্লুত’।

কিন্তু টেলি অভিনেত্রী কবিতা কৌশিক মোটেই এই ঘটনাকে ভালো ভাবে নিতে পারেননি, অভিনেত্রীর মতে, এ ভাবে খাদ্যবস্তু নষ্ট করার মানে হয় না। এই ভিডিওটি ট্যুইটারে শেয়ার করে, ‘এফআইআর’ ও ‘বিগ বস’ খ্যাত টেলি-অভিনেত্রী কবিতা কৌশিক স্পষ্ট লেখেন, ‘আমরা সব কিছুতেই বাড়াবাড়ি করি কেন’? একইসঙ্গে তাঁর মতে, সোনুও নিশ্চয়ই এই ঘটনাটি দেখে খুশি হবেন না।’ তার সোনুর প্রতি রাগ নেই, গোটা দেশবাসীর মতোই তিনি অভিনেতাকে সম্মান এবং ভক্তি করেন, তবে এই অতিমারী পরিস্থিতিতে এই ঘটনা যুক্তিযুক্ত নয় বলেই মত টেলি অভিনেত্রীর।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥