• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

কটা টাকার জন্য নিজ সংস্কৃতিকে অপমান! শাস্ত্রীয় সঙ্গীতকে ব্যঙ্গ করে কৌশিকীর রোষের মুখে ঋষভ পন্থ

Published on:

Kaushiki Chakraborty takes a dig at Rishav Panth for Disrespecting Indian Music

আবারও চর্চায় উঠে এলেন ঋষভ পন্থ (Rishav Panth)। এবার শাস্ত্রীয় সংগীতকে অপমান করার অভিযোগ উঠল তাঁর দিকে। ভারতের জাতীয় ক্রিকেট দলের এই তারকার বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে গর্জে উঠলেন বিখ্যাত সঙ্গীত শিল্পী কৌশিকী চক্রবর্তী (Kaushiki Chakraborty)। সেই ভিত্তিতে সোশ্যাল মিডিয়াতে ঋষভকে কটাক্ষ করে আক্রমণ করলেন গায়িকা।

কিন্তু হটাৎ করে কি এমন হল যে নিজের সংস্কৃতিকেই অপমান করার অভিযোগ উঠল ঋষভের বিরুদ্ধে? যেমনটা জানা যাচ্ছে, ড্রিম ইলেভেনের একটি বিজ্ঞাপনে দেখা গিয়েছে তাঁকে। সেখানে তাঁর লুক নিয়েই শুরু হয়েছে বিতর্কের। এক মাথা ঝাঁকড়া চুল, সাদা পাঞ্জাবি সাথে কাঁধে শাল, এভাবেই শাস্ত্রীয় সংগীত শিল্পী লুকে দেখা গিয়েছে তাকে। এভাবেই বিজ্ঞাপণীতে অভিনয় করেছেন তিনি।

Kaushiki Chakraborty lashes out seeing disrespect of Indian Classical Music by Rishav Panth

এই বিজ্ঞাপন অন এয়ার হতেই কৌশিকীর চোখে পড়েছে। যা দেখে রীতিমত ক্ষুদ্ধ গায়িকা, এরপরেই টুইটারে ক্ষোভ প্রকাশ করেন তিনি। তীব্র কটাক্ষ শানিয়ে কৌশিকী লেখেন, ‘এই বিজ্ঞাপন যে কতটা জঘন্য তা বলে বোঝানোর মত শব্দ আমার কাছে নেই। নিজ ঐতিহ্য ও সংস্কৃতিকে অপমান করে তোমায় বোকার মত লাগছে ঋষভ পন্থ। এই সঙ্গীত পণ্ডিত রবি শঙ্কর, ওস্তাদ জাকির হুসেন, পণ্ডিত ভীমসেন যোশীর সঙ্গীত। আমি নিশ্চিত যে এসবের জন্য তুমি বিশাল অঙ্কের টাকা পাবে, কিন্তু এটা কি করা উচিত?’

শুধু তাই নয়, এরপর গায়িকা আবারও লেখেন, ‘আমি নিজেও ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত নিয়ে চর্চা করি। ক্রিকেট খেলা হয়তো দেখি না, তবে আমি কখনোই তোমার কাজের জায়গাটাকে অসম্মান করিনি। যখন তোমায় একটা জিনিস বোঝার মত শিক্ষাই দেওয়া হয়নি সেখানে অন্তত সন্মান জানানোর মত বোধ তো থাকা উচিত। নিজ সংস্কৃতিকে অপমান করলে তোমাকেই বোকার মত মনে হয়।’

প্রসঙ্গত, কৌশিকী চক্রবর্তী নিজেই পণ্ডিত অজয় চক্রবর্তীর মেয়ে। তাই নিজ ঘরানার এমন অসম্মান মোটেই সহ্য করেননি তিনি। কৌশিকীর এই দৃষ্টিভঙ্গির সাথে একমত হয়েছেন অনেকেই। তাঁরই মত ঋষভের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন নেটিজেনদের আরও অনেকে। যেখানে ভারতীয় শাস্ত্রীয় সংগীতের নাম জগৎ জোড়া, বহু ওস্তাদ, পণ্ডিতরা সঙ্গীতের দুনিয়াকে সমৃদ্ধ করেছেন সেখানে এভাবে শাস্ত্রীয় সঙ্গীতের অপমান মোটেই মেনে নেওয়া যায় না।

যদিও সোশ্যাল মিডিয়াতে কটাক্ষের শিকার হওয়ার পর কোনো প্রতিক্রিয়া দেননি ঋষভ। তবে নিজের টুইটটি ইতিমধ্যেই ডিলিট করে ফেলেছেন তিনি। আগামী দিনে এর কোনো প্রতিক্রিয়া আসলেও আসতে পারে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥