টলিউডের (Tollywood) মিষ্টি নায়িকা কৌশানি মুখার্জী (Koushani Mukherjee)। অভিনয়ের পাশাপাশি সদ্য তিনি পা রেখেছেন এক নতুন দুনিয়ায়। আসন্ন নতুন বাংলা সিনেমা ‘ডাল বাটি চুরমা’র (Dal Bati Churma) হাত ধরে প্রযোজক হিসাবে হাতেখড়ি হতে চলেছে অভিনেত্রীর। ১৭ ফ্রেব্রুয়ারি মুক্তি পেতে চলেছে বনি সেনগুপ্ত (Bonny Sengupta) এবং কৌশানি অভিনীত এবং প্রযোজিত এই সিনেমা।
মুক্তির আগে এখনও পর্যন্ত অনেকের থেকেই নানান রকম প্রতিক্রিয়া পেয়েছেন অভিনেত্রী। এতদিনের অভিনয় জীবনে একাধিক সিনেমায় অভিনয় করলেও প্রযোজক হিসাবে এটাই কোবানির প্রথম সিনেমা। তাই স্বাভাবিকভাবেই এই সিনেমা ঘিরে এক আলাদাই অনুভূতি কাজ করছে অভিনেত্রীর।
সম্প্রতি এপ্রসঙ্গে আনন্দবাজার অনলাইনের সাথে এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন অন্যান্য ছবিগুলো তাঁকে ‘কৌশানী’ বানিয়েছে। তাই সেগুলো তাঁর জীবনে গুরুত্বপূর্ণ ঠিকই। কিন্তু অভিনেত্রীরব কথায় ” ‘ডাল বাটি চুরমা’র জন্য অনুভূতিটা একদম অন্য রকম। অন্যান্য কাজের তুলনায় এই ছবি নিয়ে আমি একটু বেশি নার্ভাস”।
প্রসঙ্গত বাংলা ইন্ডাস্ট্রিতে মহিলা প্রযোজকদের সংখ্যা একেবারেই হাতে গোনা। তাই তিনি প্রযোজক হিসাবে সামনে আসার পর মানুষের কেমন প্রতিক্রিয়া পেয়েছেন তা জানতে চাওয়া হলে অভিনেত্রী বলেন সামনে অনেকেই বলছেন,খুব ভাল হয়েছে। সবাই লিখে পাঠাচ্ছেন ‘অল দ্য বেস্ট। তবে শুধুই যে ভালো বলছেন তা নয় পিছনে নাকি অনেকে অনেক নিন্দাও করছেন।
কৌশানির কথায় ‘শুনেছি পিছনে অনেকে বলছেন, দেখব কত দিন চালাতে পারে। দেখব ছবিটা কী দাঁড়ায়’! তাই অভিনেত্রীর নিজের কাছে এটা একটা বড় চ্যালেঞ্জ। সেইসাথে অভিনেত্রীর সংযোজন ‘আমার মনে হয় ছবিটা দর্শকের ভাল লাগবে।’
কিন্তু যদি নেগেটিভ ফিডব্যাক আসে অর্থাৎ ট্রোলিং শুরু হয় তাহলে? এক্ষেত্রে অভিনেত্রীর সপাট জবাব ‘হ্যাঁ, আমরা আসলে মন্দিরের ঘণ্টা, যে পারে এসে বাজিয়ে চলে যায়। পাবলিক ফিগার হওয়া মানেই অলিখিত ঘোষণা, যে যেমন খুশি কথা বলতে পারে। ট্রোল করতে পারে। আমরা এগুলো নিয়েই সংসার করি। নেতিবাচক মন্তব্য এখন আমি উপভোগ করি’।