• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘সবকিছু কর কিন্তু গান করো না’, কৌশানির গানের ভিডিও ভাইরাল হতেই চরম কটাক্ষ নেটিজেনদের

Published on:

Kaushani Mukherjee singing Hindi Song Live video gets viral and trolled by netigens

টলিউডের (Tollywood) নামী অভিনেত্রীদের মধ্য়ে একজন হলেন কৌশানী মুখার্জি (Koushani Mukherjee)। নিজের অভিনয়ের মাধ্যমে দর্শকমনে বিশেষ স্থান আদায় করে নিয়েছেন তিনি। দেখতে দেখতে ইন্ডাস্ট্রিতে বেশ অনেকগুলো বছরও কাটিয়ে ফেলেছেন এই টলি ডিভা। সম্প্রতি এই কৌশানির গলাতেই হিন্দি গান (Singing) শুনে তুমুল ট্রোলিং (Troll) শুরু হয়েছে নেটপাড়ায়।

বিনোদন দুনিয়ার তারকা মানেই তিনি সবকিছুতে পারদর্শী! অনেকেই এমন ধারণা পোষণ করেন। তবে বাস্তবে মোটেই এমনটা হয় না। যিনি ভালো অভিনয় করেন, তিনি ভালো নাচ নাই জানতে পারেন। অথবা তাঁর ভালো গানের গলা নাও থাকতে পারে। কিন্তু অনেক অনুরাগীই সেকথা বুঝতে চান না। সেই জন্য প্রিয় তারকাকে কাছে পেলেই দু’কলি গান গেয়ে শোনানোর অনুরোধ করেন তাঁরা।

Koushani Mukherjee, Koushani Mukherjee trolled

টলিউডের একাধিক নামী তারকা অভিনয়ের পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠানেও অতিথি হিসেবে উপস্থিত হন। টলিপাড়ার বহু সেলেবকে মাচা শো করতেও দেখা গিয়েছে। সেখানে দর্শকদের অনুরোধে অনেকসময় গানও গাইতে দেখা যায় তাঁদের। সম্প্রতি একটি শোয়ে গিয়ে গান গেয়ে শোনান কৌশানিও।

বাংলা ছেড়ে সোজা হিন্দি গান গাইতে দেখা যায় ‘পারব না আমি ছাড়তে তোকে’ অভিনেত্রীকে। মাইক হাতে বলিউড সুপারস্টার সলমন খানের ‘কিক’ ছবির ‘জো ম্যায়নু প্যায়ার না মিলে তো মরজাওয়া’ গানটি গাইতে শুরু করেন অভিনেত্রী। তাঁর সামনে দাঁড়িয়ে কোমর দোলাতে দেখা যায় এক ব্যক্তিকেও।

Koushani Mukherjee, Koushani Mukherjee singing, Koushani Mukherjee trolled

কৌশানির হিন্দি গান গাওয়ার এই ভিডিও ভাইরাল হতেই সোশ্যাল মিডিয়ায় কটাক্ষের ঝড় উঠেছে। কেউ লিখেছেন, ‘এত রানুদির গানের গুরু’। কারোর আবার কটাক্ষ, ‘ভাল্লুক নাচ চলছে’। তৃতীয় নেটিজেন আবার মন্তব্য করেছেন, ‘গানটির থেকে কাকুর নাচ অনেক অনেক ভালো ছিল’।

প্রসঙ্গত উল্লেখ্য, টলিপাড়ায় কৌশানির পথচলা শুরু হয়েছিল রাজ চক্রবর্তী পরিচালিত ‘পারব না আমি ছাড়তে তোকে’ ছবির হাত ধরে। এই সিনেমায় তাঁর বিপরীতে অভিনয় করতে দেখা গিয়েছিল বনি সেনগুপ্তকে। এরপর ‘কেলোর কীর্তি’, ‘তোমাকে চাই’, ‘তুমি আসবে বলে’ সহ একাধিক সিনেমায় দেখা গিয়েছে কৌশানিকে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥