• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বন্ধুত্বে ফাটল! কৌশাম্বীর বার্থডে সেলিব্রেশনে মাতল আদৃত, পাত্তা নেই সৌমিতৃষার

সিরিয়ালপ্রেমী  দর্শকদের কাছে ‘মিঠাই’ (Mithai) সিরিয়ালের উচ্ছে বাবু অভিনেতা আদৃত রায় (Adrit Roy)মানেই দর্শকদের নয়নের মনি। তাই আদৃত বলতেই এখন অজ্ঞান বাংলার অসংখ্য তরুণী। তার এক ঝলক দেখার অপেক্ষায় থাকেন অসংখ্য অনুরাগী। বিগত  এক বছরের বেশি সময় ধরে বাংলার অসংখ্য তরুণীর কাছে সিডি বয় মানেই বং ক্রাশ।

প্রসঙ্গত বিগত কয়েক মাস ধরেই শোনা যাচ্ছে সিরিয়ালের দিদিয়া  অভিনেত্রী কৌশাম্বি চক্রবর্তীর (Kaushambi Chakraborty) সাথে চুটিয়ে প্রেম করছেন আদৃত। যদিও শুরু থেকেই একে অপরের বন্ধু বলে দাবী করে আসছেন আদৃত কৌশাম্বি। কিন্তু তাদের রিয়েল লাইফ সম্পর্ক নিয়ে কিন্তু মিঠাই ভক্তদেরটা মাথা ব্যাথার শেষ নেই। যদিও ছেলের সাথে সহ অভিনেত্রীর সম্পর্ক নিয়ে কিছুদিন আগেই মুখ খুলেছিলেন আদূতের মাও।

   

মিঠাই,Mithai,আদৃত রায়,Adrit Roy,কৌশাম্বি চক্রবর্তী,Kaushambi Chakraborty,সৌমিতৃষা কুন্ডু,Soumitrisha Kundu

তিনি জানিয়েছিলেন এমনিতে বরাবরই নিজের ব্যক্তিগত বিষয়টাকে ক্যামেরার আড়ালে রাখতেই ভালোবাসেন আদৃত।এই কারণেই দীর্ঘদিনের বান্ধবী সুপ্রিয়ার সাথে সম্পর্ক থেকে শুরু করে ব্রেকআপ সব ক্ষেত্রেই মুখে কুলুপ এঁটেছিলেন আদৃত। প্রসঙ্গত গতকাল অৰ্থাৎ বৃহস্পতিবার ছিল অভিনেত্রী কৌশাম্বির জন্মদিন। আর প্রত্যাশা মতই কৌশাম্বির জন্মদিনেও শুভেচ্ছা জানাননি মিঠাই অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু (Soumitrisha Kundu)।

Mithai actress Soumitrisha Kundu Live Performance মিঠাই সৌমিতৃষা কুন্ডু লাইভ পারফর্মেন্স

এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ছবি সেই ছবিতে দেখা যাচ্ছে আকাশি শার্ট আর কালো প্যান্ট পরে কৌশাম্বীর কাঁধে হাত দিয়ে হাসিমুখে দাঁড়িয়ে রয়েছেন আদৃত। আর কৌশাম্বীর পরনে রয়েছে প্রিন্টারডি শর্ট ড্রেস। আর আদ্রিতার  এক পাশে রয়েছে তার বেস্ট ফ্রেন্ড আর্জেস এবং তার বান্ধবী। আর এক পাশে রয়েছেন কৌশাম্বীর দাদা সোহম আর তার হবু স্ত্রী।

মিঠাই,Mithai,আদৃত রায়,Adrit Roy,কৌশাম্বি চক্রবর্তী,Kaushambi Chakraborty,সৌমিতৃষা কুন্ডু,Soumitrisha Kundu

এই ফটো নিয়েও শুরু হয়েছে ট্রলিং। অনেকে কমেন্ট করে ট্রোল করা শুরু করেছেন। অনেকে বলছেন ‘এখনো বলবেন বোনের সাথে ছবি? তবে অদ্ভুতভাবে কৌশাম্বীর জন্মদিনে সেভাবে শুভেচ্ছা দেখা গেল না মিঠাই সিরিয়ালের সদস্যদের কাউকে। তবে  গতকাল শুটিং ফ্লোরে কৌশাম্বীর কেক কাটার একটি ভিডিও ভাইরাল হয়েছে ঝড়ের গতিতে।

মিঠাই,Mithai,আদৃত রায়,Adrit Roy,কৌশাম্বি চক্রবর্তী,Kaushambi Chakraborty,সৌমিতৃষা কুন্ডু,Soumitrisha Kundu

সিরিয়ালের একজন ফটোগ্রাফার শেয়ার করেছিলেন সেই ভিডিও। সেখানে দেখা যাচ্ছে কৌশাম্বীর জন্মদিনের কেক খোলার জন্য একটু বেশি উৎসাহী আদৃত। তার পাশেই রয়েছেন নিপা,তোর্সা থেকে শুরু করে রাজীব রাতুল সকলেই। কিন্তু প্রত্যাশা মতোই দেখা মেলেনি মিঠাই অভিনেত্রী সৌমিতৃষার। অনেকেই বলছেন জল্পনাটা তাহলে সত্যিই ছিল।  আদৃত কৌশাম্বীর সঙ্গে সম্পর্কের কারণেই ফাটল ধরেছে আদৃত সৌমিতৃষার ব্যক্তিগত সম্পর্কে।

site