• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মিঠাই শেষের আগেই প্রেম সাগরে ডুব আদৃত-কৌশাম্বীর! ভাইরাল ছবিতে শুরু জল্পনা

Published on:

Kaushambi Chakraborty Vacation Photos viral on social media

জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় সিরিয়াল ‘মিঠাই’ (Mithai) খ্যাত আদৃত রায়-কৌশম্বি চক্রবর্তীর (Adrit Roy-Kaushambi Chakraborty) জুটির প্রেম এখন ওপেন সিক্রেট। টালিপাড়ার কান পাতলেই শোনা যাচ্ছে তাদের প্রেমের গুঞ্জন। প্রসঙ্গত এখন টিভির পর্দায় মিঠাই সিরিয়ালের সম্প্রচার শেষ হওয়া শুধু অপেক্ষা মাত্র। তারপরে এই জনপ্রিয় মেগা সিরিয়ালটির  জায়গা নিতে চলেছে নতুন ধারাবাহিক ‘ফুলকি’ (Phulki)।

মিঠাইয়ের শুটিং শেষ হতে না হতেই এই নতুন ধারাবাহিকে একটি গুরুত্বপূর্ণ চরিত্রের সুযোগ পেয়ে গিয়েছেন মিঠাই সিরিয়ালের দিদিয়া অভিনেত্রী কৌশাম্বি চক্রবর্তী। সদ্য প্রকাশ্যে আসা ফুলকি সিরিয়ালের নতুন প্রোমোতেই দেখা মিলেছে কৌশাম্বীর। তবে প্রোমো দেখেই আন্দাজ করা হচ্ছে ধারাবাহিকে নায়কের বিধবা বৌদির চরিত্রে দেখা যাবে কৌশাম্বীকে।

প্রসঙ্গত মিঠাই সিরিয়ালের নায়ক আদৃত রায়ের সাথে সম্পর্কে থাকার কারণে আগে থেকেই কৌশাম্বীকে সহ্য করতে পারতেন না মিঠাই ভক্তরা। নতুন সিরিয়াল গুরুত্বপূর্ণ চরিত্রে কৌশাম্বীকে দেখে মিঠাই ভক্তদের রাগ তার ওপর গিয়েছে দ্বিগুণ বেড়ে। তবে নিন্দুকদের পাত্তা না দিয়ে নিজেকে নিয়েই এই মুহূর্তে তুমুল ব্যস্ত অভিনেত্রী। হলুদ টি-শার্ট আর ডেনিম জিন্স পড়ে ছুটির মেজাজে ধরা দিলেন নায়িকা।

সেই ছবি সোশ্যাল মিডিয়ার শেয়ার করতেই ভাইরাল হয়েছে ঝড়ের বেগে। আর কৌশম্বির শেয়ার করা এই ছবির কমেন্ট বক্সেই উপচে পড়েছে এক ঝাঁক মন্তব্য।  কেউ জানতে চেয়েছেন ‘ছবিটা কি আদৃত দা তুলে দিল?’ তো কারও কৌতূহলী প্রশ্ন ‘আদৃত দা কই?’


যদিও কৌশাম্বী স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন এই ট্রিপে তিনি আদৃত নয় তিনি গিয়েছেন সম্পূর্ণ গার্লস গ্যাং-এর সাথে। প্রসঙ্গত সম্প্রতি ফুলকি সিরিয়ালের প্রমো শেয়ার করে প্রমোশনাল পোস্ট করে নেটিজেনদের কটাক্ষের মুখে পড়েছিলেন আদৃত।  প্রেমিকা কৌশাম্বী থাকার কারণেই ফুলকির প্রতি অদৃতের দরদ উথলে পড়েছে বলে কটাক্ষ করেছিলেন অনেকে। ইতিমধ্যেই শুরু হয়েছে ফুলকির শুটিং। আর টেলিপাড়া সূত্রে খবর জুন মাসেই টিভির পর্দায় সফর শুরু হবে ফুলকির।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥