বিনোদনের কথা আসলেই সবার আগে আসে সিনেমার নাম সেটা বলিউডের হিন্দি ছবি হোক বা দক্ষিণী ছবির হিন্দি ডাবিং ভার্শন। সিনেমাতে রোমান্স কমেডি অ্যাকশনের পাশাপাশি আরেকটা যিনি বেশগুরুত্বপূর্ণ সেটা হল আইটেম গান। এমন অনেক সিনেমা রয়েছে যেগুলো আজও আইটেম গানে দুর্দান্ত অভিনেত্রীদের নাচের জন্য চর্চিত হয়। আজ এমনই কিছু আইটেম গানে অভিনেত্রীদের নাচের র্সম্পর্কে আলোচনা করব।
বলিউডের অভিনেত্রীদের সিনেমা করে জনপ্রিয়তার পাশাপাশি ভালো টাকা উপার্জন হয় সেটা কমবেশি সকলেই জানে। তবে বিখ্যাত অভিনেত্রীদের নিয়ে কাজ করতে গেলেই তাদের পারিশ্রমিক প্রায় কোটি টাকায় পৌঁছে যায়। যেমন চিকনি চামেলী গানের জন্য ক্যাটরিনা কয়েক কোটি টাকা নিয়েছিলেন। আজ এমনি ৬ জন অভিনেত্রীর নাম জানাবো যারা আইটেম গানে নেচে কোটি টাকা রোজগার করেছেন।
১. ক্যাটরিনা কাইফ (Katrina Kaif)
ক্যাটরিনা কাইফকে আজ তাঁর ভক্তরা ‘চিকনি চামেলী’ গানে দুর্দান্ত নাচের জন্য মনে রেখেছে। অগ্নিপথ ছবিতে ক্যাটরিনার কোমর দুলিয়ে নাচে আজও অনেকের কাছে অসাধ্য সাধনের মত। জানা যায় অভিনেত্রী ‘চিকনি চামেলী’ আইটেম গানে নাচের যে অন্য ২-৩ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছিলেন।
২. সানি লিওনি (Sunny Leone)
বলিউডের অভিনেত্রী সানি লিওনি ভক্তদের কাছে বেশ জনপ্রিয়। হিন্দি ছবির জগতে আসার আগে পর্ণ ছবিতে অভিনয় করতেন তিনি। সানি লিওনি বলিউডের একাহিক ছবিতে আইটেম গানে ডান্স করেছেন, যার মধ্যে উল্লেখ্য ‘লায়লা মে লায়লা’, ‘দেশি লুক’ এর মত আইটেম গান গুলি। অভিনেত্রী প্রতিটি আইটেম গানে নাচের জন্য ৩ কোটি টাকা নেন।
৩. সামান্থ রুথ প্রভু (Samantha Ruth Prabhu)
এক মাস আগেই রিলিজ হয়েছে আল্লু অর্জুন অভিনীত বহুপ্রতীক্ষিত ছবি ‘পুষ্পা’। ছবিতে স্পেশাল আইটেম গানে নাচতে দেখা গিয়েছে দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুধ প্রভুকে। ‘উঁ আন্তাওয়া’ গানে সামান্থার নাচ রীতিমত মন কেড়ে নিয়েছে দর্শকদের। তিন মিনিটের এই নাচের নয় ৫ কোটিটাকা পারিশ্রমিক পেয়েছেন অভিনেত্রী।
৪. চিত্রাঙ্গদা সিং (Chitrangada Singh)
বলিউডের সুন্দরী অভিনেত্র্রী চিত্রাঙ্গদা সিং। বহু ছবিতে তাকে আইটেম গানে নাচতে দেখা গিয়েছে। ‘ক্যারেক্টার ঢিলা হে’, ‘আও রাজা’, ইত্যাদিতে গানে অভিনেত্রীর নাচ শীতেও গরম করে দিতে পারে নেটিজেনদের। জানা যায় অভিনেত্রী এক একটি এমন নাচের জন্য ৬০ লক্ষ থেকে শুরু করে ১ কোটি টাকা পর্যন্ত নিয়ে থাকেন।
৫. জ্যাকলিন ফার্নান্দেজ (Jacqueline Fernandez)
বিখ্যাত বলিউড অভিনেত্রীর জ্যাকলিন ফার্নান্দেজ। নিজের লাস্যময়ী ফিগার আর মোহময়ী চাহনির জন্য বেশ পরিচিত অভিনেত্রী। আইটেম গানে জ্যাকলিনের নাচ আলাদা মাত্রা এনে দেয়। আর এক একটি আইটেম গানের জ্যাকলিনকে নাচতে গেলে পরিচালকদের ৩ থেকে ৪ কোটি টাকা পর্যন্ত খরচ করতে হয়।
৬. নোরা ফাতেহি (Nora Fatehi)
নোরা ফাতেহি নামটাই যথেষ্ট। বিগত কয়েক বছরে বলিউডের সবচাইতে জনপ্রিয় আইটেম গার্লদের মধ্যে অন্যতম নোরা। যে কোনো গানে নোরা মানেই সেটা সুপারহিট। কিছুদিন আগে ‘কুসু কুসু’ গান রিলিজ হয়েছে যেটা ব্যাপক ভাইরাল হয়ে পড়েছিল। এছাড়াও ‘ডান্স মেরি রানী’, ‘সাকি সাকি’, ‘দিলবর’ এমন অনেক গান আছে যা ঝড় তোলে নেটিজেনদের বুকে। নোরা এক একটি আইটেম ডান্সের জন্য ৫০ লক্ষ থেকে ১ কোটি টাকা নেন।