• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

স্বামীর টাকার ধার ধারেনা, নিজেরাই যথেষ্ট! বলিউডের এই ৫ অভিনেত্রীর সম্পত্তি বরের থেকেও বেশি

Published on:

Bollywood actress who has more networth than her husband

বলিউডের (Bollywood) কথা উঠতেই সবার আগে মাথায় আসে সুপারস্টারদের কথা। পছন্দের নায়ক থেকে নায়িকা সকলেই আজ বলিউডের দৌলতে কোটিপতি। সিনেমা করে বছরে কয়েক থেকে কয়েকশো কোটি পর্যন্ত রোজগার করেন। বলিউডের তারকাদের মধ্যে অনেকেই আবার দম্পতিতে পরিণত হয়েছেন। আজ আপনাদের বলিউডের এমন কিছু অভিনেত্রীদের (Bollywood Actress) সম্পর্কে জানাবো যারা নিজের বরের থেকেও বেশি বড়লোক সম্পত্তির (Net Worth)  দিক থেকে।

ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল (Katrina Kaif & Viki Kaushal)

ক্যাটরিনা কাইফ,ভিকি কৌশল,দীপিকা পাডুকোন,রণবীর সিং,ঐশ্বর্য রাই বচ্চন,অভিষেক বচ্চন,হেমা মালিনী,ধর্মেন্দ্র,বিপাশা বসু,করণ সিং গ্রোভার,Katrina Kaif,Viki Kaushal,Deepika Padukone,Ranveer Singh,Aishwarya Rai Bacchan,Abhishek Bacchan,Hema Malini,Dharmendra,Bipasha Basu,Karan SIngh Grover,Bollywood Gossip,Bollywood Actress Net worth,actress net worth more than husband,বলিউড গসিপ,বলিউডের অভিনেত্রীদের সম্পত্তি,ক্যাটরিনার সম্পত্তির পরিমাণ

বিয়ের মরশুমে বলিউডেও বিয়ের ধুম লেগেছে। আর শীঘ্রই স্বামী স্ত্রী হতে চলেছেন ক্যাটরিনা ও ভিকি। রাজকীয়ভাবে হবে বিয়ে, রয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থাও। তবে অনেকেই হয়তো জানেন না সম্পত্তির দিক থেকেই ভিকির থেকে অনেকটা এগিয়ে ক্যাটরিনা। বিকি কৌশল বলিউডে অপেক্ষাকৃতভাবে নতুন। তবে ইতিমধ্যেই প্রায় ২৫ কোটি টাকার সম্পত্তি রয়েছে তার। অন্যদিকে ক্যাটরিনার সম্পত্তির পরিমাণ প্রায়  ২২৪ কোটি টাকা।

দীপিকা পাডুকোন ও রণবীর সিং (Ranveer Singh & Deepika Padukone)

ক্যাটরিনা কাইফ,ভিকি কৌশল,দীপিকা পাডুকোন,রণবীর সিং,ঐশ্বর্য রাই বচ্চন,অভিষেক বচ্চন,হেমা মালিনী,ধর্মেন্দ্র,বিপাশা বসু,করণ সিং গ্রোভার,Katrina Kaif,Viki Kaushal,Deepika Padukone,Ranveer Singh,Aishwarya Rai Bacchan,Abhishek Bacchan,Hema Malini,Dharmendra,Bipasha Basu,Karan SIngh Grover,Bollywood Gossip,Bollywood Actress Net worth,actress net worth more than husband,বলিউড গসিপ,বলিউডের অভিনেত্রীদের সম্পত্তি,ক্যাটরিনার সম্পত্তির পরিমাণ

বলিউডের পাওয়ার কাপল বলতে দীপিকা রণবীরের নাম আসবেই আসবে। অনস্ক্রিন হোক বা অফস্ক্রিন দুজনের কেমিস্ট্রি সর্বদাই লক্ষ্যণীয়। অভিনেতা রণবীর কাপুরের সম্পত্তির পরিমাণ ৩০৭ কোটি টাকা। সেখানে দীপিকা পাডুকোনে ৩১৬ কোটি টাকার মালকিন।

ঐশ্বর্য রাই বচ্চন ও অভিষেক বচ্চন (Aishwarya Rai Bacchan & Abhishek Bacchan) 

Aishwarya Rai Bachchan Abhisekh Bachchan

বলিউডের দম্পতিদের মধ্যে অন্যতম অভিষেক বচ্চন ও ঐশ্বর্য রাই বচ্চন। সম্পর্ক ভাঙার যুগে দুজনের দাম্পত্য অনেকের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে কিভাবে সম্পর্ক টিকিয়ে রাখতে হয়। যেমনটা জানা যায় অভিষেক বচ্চনের মোট সম্পত্তির পরিমান প্রায় ২০৩ কোটি টাকা। অন্যদিকে ঐশ্বর্য রাই বচ্চন ২২৭ কোটি টাকার মালকিন।

হেমা মালিনী ও ধর্মেন্দ্র (Hema Malini & Dharmendra)

Dharmendra Hema Malini

বলিউডের অভিনেতাদের মধ্যে বিখ্যাত অভিনেতা ধর্মেন্দ্র। আর ৯০ এর দশকের অভিনেত্রীদের মধ্যে জনপ্রিয় অভিনেত্রী হেমা মালিনী। চার দশকেরও বেশি সময় ধরে সুখী দাম্পত্য কাটাচ্ছেন দুজনে। তবে ধর্মেন্দ্র পাজির মোট সম্পত্তি ৩৩৫ কোটি টাকা হলেও হেমা মালিনীর ক্ষেত্রে সেই পরিমাণ ৪৪০ কোটি টাকা।

বিপাশা বসু ও করণ সিং গ্রোভার (Bipasha Basu & Karan Singh Grover) 

ক্যাটরিনা কাইফ,ভিকি কৌশল,দীপিকা পাডুকোন,রণবীর সিং,ঐশ্বর্য রাই বচ্চন,অভিষেক বচ্চন,হেমা মালিনী,ধর্মেন্দ্র,বিপাশা বসু,করণ সিং গ্রোভার,Katrina Kaif,Viki Kaushal,Deepika Padukone,Ranveer Singh,Aishwarya Rai Bacchan,Abhishek Bacchan,Hema Malini,Dharmendra,Bipasha Basu,Karan SIngh Grover,Bollywood Gossip,Bollywood Actress Net worth,actress net worth more than husband,বলিউড গসিপ,বলিউডের অভিনেত্রীদের সম্পত্তি,ক্যাটরিনার সম্পত্তির পরিমাণ

বলিউডের বাঙালি অভিনেত্রী বিপাশা বসু। অভিনেত্রী ২০১৬ সালে করণ সিং গ্রোভারকে বিয়ে করেন। বিয়ের পর থেকে অভিনয়ের জগতে খুব একটা দেখা মেলেনি অভিনেত্রী। জানলে অবাক হবেন বিপাশা বসুর মোট সম্পত্তির পরিমাণ প্রায় ১১৩ কোটি টাকা যেখানে করণ সিং গ্রোভার ১৩ কোটি টাকার মালিক।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥