• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ক্যাটরিনার পর বোন ইসাবেল পা রাখলেন বলিউডে, রিলিজ হল প্রথম ছবির ট্রেলার

Updated on:

Katrina Kaif Sister Isabelle Kaif

বলিউডের টপ অভিনেত্রীদের মধ্যে অন্যতম ক্যাটরিনা কাইফ (Katrina Kaif)। একসময় ‘বুম’ ছবি দিয়ে বলিউডে পা রেখেছিলেন অভিনেত্রী। এরপর কেটে গিয়েছে প্রায়  দুই দশক একাধিক ছবিতে অভিনয় করেছেন ক্যাটরিনা। আর দর্শকদের দুর্দান্ত অভিনয়ের বেশ কিছু সুপার হিট ছবি উপহার দিয়েছেন। এবার অভিনেত্রীর বোন ইসাবেল কাইফও (Isabelle Kaif) পা রাখতে চলেছেন বলিউডে। হ্যাঁ ঠিকই শুনেছেন ক্যাটরিনার পর তাঁর বোনও এবার আসতে চলেছে বলিউডে।

Katrina Kaif Sister Isabelle Kaif

ইসাবেল বলিউডের পা রাখার আগে মডেলিং করতেন। যেমনটা জানা যায় ১৪ বছর বয়স থেকেই মডেলিং করছেন ইসাবেল। এছাড়া অভিনয়ের জন্য রীতিমত  প্রশিক্ষণ নিয়েছেন ইসাবেল। এর আগে শোনা গিয়েছিলো ক্যাটরিনাকে যেমন সালমান খান বলিউডে লঞ্চ করেছিলেন, তেমনি ইসাবেলকেও তিনিই লঞ্চ করতে পারেন। সেক্ষেত্রে সালমানের বোন অর্পিতার বরের সাথে দেখা যেত ইসাবেলাকে, যদিও সেটা হয়নি।

Katrina Kaif Sister Isabelle Kaif

যেমনটা জানা যাচ্ছে ইতিমধ্যেই ছবি পেয়েগিয়েছেন ইসাবেল, এমনকি শুটিংও শেষ। ভূষণ কুমার পরিচালিত ‘টাইম টু ডান্স’ ছবিতে সুরজ পাঞ্চোলির সাথে দেখা যাবে ইসাবেলকে। ছবিটি মূলত নাচ নিয়েই আর ছবিতে দুর্দান্ত নাচের ফর্মে দেখা যাবে  ইসাবেলকে। নাচের প্রতি ভালোবাসা আর সেই ভালোবাসা থেকেই প্যাশন হয়ে ওঠায় হল ছবির মূল গল্প।

 

View this post on Instagram

 

A post shared by Isabelle Kaif (@isakaif)

ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ছবির ট্রেলার। ছবিতে বলরুম ডান্স ও ব্রিটিশ নাচের প্রতি ধ্যান দেওয়া হয়েছে। এছাড়া ছবির ট্রেলার থেকে স্পষ্ট একটি ডান্স কম্পিটিশনকে কেন্দ্র করেই তৈরী ছবির প্রেক্ষাপট। সেখানে জিতে নিজের ডান্স স্কুল বাঁচাতে মরিয়া ইসাবেল অথচ নাচ করতে গিয়েই হটাৎ বিপত্তি ঘটে যায়। পরে গিয়ে পায়ে ছোট পান ইসাবেল যার ফলে তাঁর নাচের পার্টনার তাকে ছেড়ে চলে যায়।

এরপরেই প্রবেশ ঘটে সুরজ পাঞ্চোলির। সুরজ ইসাবেলার ডান্স পার্টনার হন। আগামী ১২ই মার্চ রিলিজ হতে চলেছে ছবিটি। ইতিমধ্যেই ছবির ট্রেলারে বেশ ভালো প্রতিক্রিয়া মিলেছে। আশা করা হচ্ছে ছবিটি দর্শকদের মন জিতে নিতে পারবে। প্রসঙ্গত এই ছবিটি ছাড়াও আরো একটি ছবি রয়েছে ইসাবেলের হাতে। পরবর্তী ছবি ‘সুস্বাগতম খুশামদিদ’ এ বলিউড অভিনেতা পুলকিত সম্রাটের সাথে দেখা যাবে ইসাবেলকে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥