• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বিয়ের পরেও প্রাক্তনের কাছেই ক্যাট, দিল্লিতে একসাথে সালমান-ক্যাটরিনা, রইল আসল সত্যি

গতবছরের একেবারে শেষের দিকেই সমস্ত জল্পনায় শিলমোহর দিয়ে বলিউড অভিনেতা ভিকি কৌশলের (Vicky Kaushal) সাথে রাজকীয় বিয়ে সেরেছিলেন বলি সুন্দরী ক্যাটরিনা কাইফ (Katrina Kaif)। বিয়ের পর থেকেই একে অপরের সাথে কাটানো একাধিক সুন্দর মুহূর্তের ছবি মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে থাকেন ক্যাট ভিকি।

মাত্র কদিন আগেই গিয়েছে বিশ্ব প্রেমদিবস। আর এই বিশেষ দিনে একে অপরের সাথে কাটানো বেশ কিছু রোমান্টিক মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিয়েছিলেন এই সেলিব্রেটি দম্পতি। সেইসাথে এদিনের এই পোস্টে একে অপরের উদ্দেশ্যে দিয়েছিলেন ভালোবাসায় মোড়া বার্তা। সুন্দরী বৌয়ের উদ্দেশ্যে ভিকি লিখেছিলেন ‘তোমার সাথে কাটানো প্রত্যেক দিনই ভালোবাসার দিন।’

   

Katrina Kaif Viki Kaushal Wedding 4

অন্যদিকে ক্যাটরিনা লিখেছিলেন ‘এ বছর রোম্যান্টিক ডিনারটা হয়তো হল না। কিন্তু কঠিন সময়কেও তুমি অনায়াসে সুন্দর করে তোলো। আর সেটাই গুরুত্বপূর্ণ।’ বিয়ের পর প্রথম ভ্যালেন্টাইন্সডের পরের দিন থেকেই অর্থাৎ ১৫ ফ্রেবরুয়ারি থেকে আসন্ন সিনেমা ‘টাইগার ৩’-এর শুটিংয়ের কাজে ব্যস্ত হয়ে পড়েন ক্যাট সুন্দরী।

Vicky Kaushal,ভিকি কৌশল,Katrina Kaif,ক্যাটরিনা কাইফ,Salman Khan,সালমান খান,Tiger 3,টাইগার ৩,Delhi,দিল্লি,Shooting,শুটিং

বিয়ের পর প্রথম শুটিংয়ে ফিরেই প্রাক্তন প্রেমিক সালমান খানের (Salman Khan) সাথে রাজধানী দিল্লির উদ্দেশ্যে রওনা দেন অভিনেত্রী। গতকাল থেকেই সালমানের সাথে শুটিং শুরু করেন ক্যাটরিনা। জানা যাচ্ছে আগামী ১০-১২ দিন দিল্লিতে চলবে এই শুটিং। উল্লেখ্য ইতিমধ্যেই তুরস্ক, রাশিয়া, অস্ট্রেলিয়ায় শেষ হয়েছে এই সিনেমার শুটিংয়ের কাজ।

Vicky Kaushal,ভিকি কৌশল,Katrina Kaif,ক্যাটরিনা কাইফ,Salman Khan,সালমান খান,Tiger 3,টাইগার ৩,Delhi,দিল্লি,Shooting,শুটিং

ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ‘টাইগার ৩’-র শুটিংয়ের একাধিক ছবি এবং ভিডিও। এমনই একটি ভিডিওতে দেখা যাচ্ছে কালো রঙের প্যান্টের ওপর কালো টি-শার্ট পরেছেন ভাইজান তার ওপরেই একটি বাদামি রঙের জ্যাকেট পরেছেন তিনি। ব্যাকগ্রাউন্ডে বাজছে এক থা টাইগারর সিনেমার সিগনেচার টিউন। অন্যদিকে সাদা, কালো টপ পরে নিজের ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছিলেন ক্যাটরিনা।

site