• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মা হচ্ছেন ‘চিকনি চামেলী’! নিজেই ‘সুখবর’ শোনালেন ক্যাটরিনা

বলিউডের (Bollywood) ‘পাওয়ার কাপল’ ভিকি কৌশল (Vicky Kaushal) এবং ক্যাটরিনা কাইফকে (Katrina Kaif) নিয়ে সংবাদমাধ্যমে চর্চার অন্ত নেই। কখনও নিজেদের কাজের সৌজন্যে, কখনও আবার ব্যক্তিগত জীবনের সৌজন্যে আলোচনার বিষয়বস্তু হয়ে ওঠেন তাঁরা। গত কয়েকমাস ধরে যেমন ক্যাটের প্রেগন্যান্সির (Katrina Kaif pregnancy) গুঞ্জন শোনা যাচ্ছে। যদিও সেসব খবরে কোনও দিন শিলমোহর দেননি মিস্টার অ্যান্ড মিসেস কৌশল। তবে প্রায় দেড় বছরের অপেক্ষা শেষে এল বিরাট সুখবর।

২০২১ সালের ডিসেম্বর মাসে সাত পাক ঘুরেছিলেন ভিকি-ক্যাটরিনা। রাজস্থানের সিক্স সেন্সেস ফোর্টে সাত পাক ঘুরেছিলেন তাঁরা। বিয়ের পর থেকেই অনুরাগীরা ‘সুখবর’ শোনার অপেক্ষা করছেন। গত বছর একাধিকবার অভিনেত্রীর প্রেগন্যান্সির খবর শোনা গিয়েছে। কখনও পোশাকের কারণে, কখনও আবার লুককে কেন্দ্র করে উঠেছে ক্যাটের অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন।

   

Katrina Kaif, Katrina Kaif and Vicky Kaushal, Katrina Kaif pregnancy

যদিও এই বিষয়ে একটি শব্দও খরচ করেননি ‘ভিক্যাট’ জুটি। অনুরাগীরাও সময়ের সঙ্গে বুঝে যান, এসব খবরে কোনও সত্যতা নেই। কিন্তু এবার অবশেষে জানা গেল, কবে মা হচ্ছেন ক্যাটরিনা। সেই খবর শোনার পর থেকে ‘ভিক্যাট’ অনুরাগীদের খুশি যে বাঁধ মানছে না তা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না।

চলতি বছর ডিসেম্বর মাসে ভিকি-ক্যাটরিনার বিয়ের দু’বছর হবে। জানা গিয়েছে, দ্বিতীয় বিবাহবার্ষিকীর আগেই সুখবর শুনিয়ে দেবেন তারকাজুটি। সম্প্রতি নামী জ্যোতিষবিদ জুমানি এমনটাই জানিয়েছেন টাইমস অফ ইন্ডিয়াকে।

Katrina Kaif, Katrina Kaif and Vicky Kaushal, Katrina Kaif pregnancy

ভিকি-ঘরণী এই মুহূর্তে সলমন খানের সঙ্গে ‘টাইগার ৩’র শ্যুটিং নিয়ে ব্যস্ত আছেন। সেই কাজ শেষ করেই নাকি পরিবারের জন্য সময় বের করে নেবেন ক্যাট। আর এরপরই শোনাবেন সুখবর। জুমানির বক্তব্য অনুযায়ী, অভিনেত্রীর ভাগ্য রেখা নাকি এমনটাই বলছে।

চলতি বছর ক্যাটরিনা ৪০ বছর পা দিয়েছেন। অভিনেত্রীর ভাগ্য সংখ্যা ৭। সংখ্যাতত্ত্বের নিরিখে যদি বলা হয়, তাহলে এটি ক্যাটরিনার বছর। আর এই বছর শেষ হওয়ার আগেই সন্তান আগমনের সুখবরও শুনিয়ে দেবেন তিনি। পাশাপাশি জুমানি এও জানিয়েছেন, আগামী ২ বছরে ক্যাটের কেরিয়ার নাকি উজ্জ্বল হবে। প্রচুর ভালো কাজের প্রস্তাবও আসবে তাঁর কাছে। কর্মজীবন এবং ব্যক্তিগত জীবন- দু’দিক থেকেই আনন্দে থাকবেন ভিকি-ঘরণী। এবার দেখা যাক, ‘ভিক্যাট’ জুটি অনুরাগীদের কবে সুখবর শোনান।

site