• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

প্রেম কি আর ভোলা যায়! বিয়ের পরেও স্বামীকে নিয়েই সলমনের বাড়ির গণেশ হাজির ভিকি পত্নী ক্যাটরিনা

Published on:

Katrina Kaif might join Salman Khan for Ganapati festivities with husband Vicky Kaushal

সারা দেশ জুড়ে শুরু হয়ে গিয়েছে গণেশ পুজো (Ganesh Puja) উদযাপন। বুধবার থেকেই শুরু হয়ে গিয়েছে ১০ দিন ব্যাপী চলতে থাকা এই উৎসব। বলিউড তারকারাও নিজেদের বাড়িতে গণপতিকে স্বাগত জানিয়েছেন। ধুমধাম করে এই ১০ দিন সিদ্ধিদাতার সেবা যত্ন করবেন তাঁরা। শাহরুখ খান থেকে শুরু করে সলমন খান (Salman Khan) হয়ে শিল্পা শেট্টি- গণেশ পুজো উদযাপনে মেতেছে প্রায় পুরো বলিউড।

আর গণেশ পুজো উপলক্ষ্যে বলিউড তারকাদের সলমনের বাড়ি যাওয়াও প্রায় একপ্রকার বাধ্যতামূলক। বলিউডের প্রায় প্রত্যেক তারকাই ভাইজানের বাড়ির সিদ্ধিদাতার আশীর্বাদ নিতে ছোটেন। সেই তালিকায় নাম রয়েছে ক্যাটরিনা কাইফেরও (Katrina Kaif)। তবে বিয়ের পর এই প্রথম গণেশ পুজো। এবার কি প্রাক্তন প্রেমিক সলমনের বাড়ির পুজোয় যাবেন ক্যাট? অনুরাগীদের অনেকের মনেই ঘুরছিল এই প্রশ্ন।

Katrina Kaif Ganapati darshan

অবশেষে জানা গিয়েছে সেই উত্তর। শোনা যাচ্ছে, প্রত্যেকবারের মতো এইবারও ভাইজানের বাড়ির গণেশ পুজোয় যাবেন ক্যাটরিনা। খান পরিবারের সঙ্গে অভিনেত্রীর সখ্যতার কথা কারোর অজানা নয়। বিশেষত সলমনের বোন অর্পিতা খান শর্মার সঙ্গে। তাই এবারও তাঁর বাড়ির সিদ্ধিদাতার আশীর্বাদ নিতে যাবেন বলি সুন্দরী।

তবে এবার অবশ্য একা যাবেন না ক্যাট। এখন মিস থেকে মিসেস হয়ে গিয়েছেন অভিনেত্রী। তাই স্বাভাবিকভাবেই সিদ্ধিদাতার আশীর্বাদ নিতেও স্বামী ভিকি কৌশলের সঙ্গেই যাবেন অভিনেত্রী। একটি নামী সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকেই জানা গিয়েছে এই সংবাদ।

Katrina Kaif and Vicky Kaushal

প্রাক্তন প্রেমিক সলমনের বাড়িতে ক্যাটরিনার গণেশ দর্শন করতে যাওয়ার সংবাদ প্রকাশ্যে আসার পর থেকে নেটিজেনদের একাংশ আবার এই বিষয়টি নিয়ে মজাও করতে শুরু করে দিয়েছেন। প্রাক্তন প্রেমিকা তাঁর স্বামীর সঙ্গে অভিনেতার বাড়ির গণেশ পুজোয় যাবেন, এই বিষয়টি শুনেই নানান মন্তব্য করতে শুরু করে দিয়েছেন নেটিজেনদের একাংশ।

Salman Khan

ক্যাটরিনার কাজের দিক থেকে বলা হলে, অভিনেত্রীকে এরপর সলমনের সঙ্গেই ‘টাইগার ৩’ ছবিতে দেখা যাবে। অপরদিকে সলমনের হাতে এই ছবিটি ছাড়াও রয়েছে ‘কিসি কা ভাই কিসি কি জান’। এছাড়াও শাহরুখ খান অভিনীত ‘পাঠান’ এবং চিরঞ্জিবী অভিনীত ‘গডফাদার’ সিনেমায় ক্যামিও চরিত্রে দেখা যাবে তাঁকে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥