বলিউডে বিয়ের মরশুম শুরু হয়ে গিয়েছে। বর্তমানে বিটাউনে সর্বত্রই চর্চায় শুধু ক্যাটরিনা কাইফ (Katrina Kaif) ও ভিকি কৌশল (Vicky Kaushal)। শীঘ্রই সাত পাকে বাঁধা পরে স্বামী স্ত্রী হতে চলেছেন দুজনে। বিটাউনের অন্দরে কান পাতলেই শোনা যাচ্ছে, আগামী মাসেই অর্থাৎ ডিসেম্বরের ৭ থেকে ১২ তারিখ পর্যন্ত ধুমধাম করে রাজস্থানের ৭০০ বছর পুরোনো ফোর্টে রাজকীয় বিয়ে সারতে চলেছেন এই সেলিব্রেটি কাপল। তবে ভিকি কৌশল কিন্তু প্রথম পুরুষ নন ক্যাটরিনার জীবনে! এর আগেও একাধিক পুরুষের সাথে সম্পর্কে জড়িয়েছে সুন্দরী অভিনেত্রী।
বলিউডের অভিনেতা হোক বা অভিনেত্রীদের প্রেম নিয়ে বিটাউনে চর্চা লেগেই রয়েছে। কেউ নতুন প্রেমে পড়েন তো কেউ প্রেমের সম্পর্ক ভাঙেন। ক্যাটরিনাও তাঁর ব্যতিক্রম নন। কেন এমন কথা? কারণ ভিকি কৌশলের সাথে বিয়ের পিঁড়িতে বসছেন ঠিকই। তবে এর আগেও একাধিক পুরুষের সাথে সম্পর্কে জড়িয়েছিলেন ক্যাটরিনা। আজ তাদের কথাই জানাবো আপনাদেরকে।
১. সালমান খান
বলিউডের ভাইজান তথা সালমান খানের প্রেম বললে সবার আগে উঠে আসে ক্যাটরিনার কথা। ২০০৩ সালে সালমানের হাত ধরেই বলিউডে পা রেখেছিলেন ক্যাটরিনা। ৭ বছর ধরে একেঅপরের সাথে ছিলেন দুজন, অনেকেই ভেবেছিলেন যে শেষমেশ ভাইজানের বিয়ে দেখবেন। কিন্তু সেগুড়ে বালি! ২০১০ সালে বিচ্ছেদ হয়ে যায় সালমান ক্যাটরিনা জুটির।
২. সিদ্ধার্থ মাল্য
কুখ্যাত ব্যবসায়ী বিজয় মাল্যের ছেলে সিদ্ধার্থ মাল্য। সালমান খানের সাথে সম্পর্ক বিচ্ছেদ হয়ে যাবার পর সিদ্ধার্থের সাথে প্রায়শই দেখা জেট ক্যাটরিনাকে। এমনকি আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ম্যাচে বহুবার একসাথে দেখা মিলেছে সিদ্ধার্থ-ক্যাটরিনার। তবে সেই সম্পর্কও বেশিদিন টেকেনি।
৩. রণবীর কাপুর
বলিউডের হ্যান্ডসাম অভিনেতাদের তালিকায় প্রথমদিকেই উঠে আসে রণবীরের নাম। রণবীরের সাথে একসময় সম্পর্কে জড়িয়েছিলেন ক্যাটরিনা। দুজনের সম্পর্ক নিয়ে ব্যাপক চর্চা হয়েছিল বিটাউনে থেকে শুরু করে নেটমাধ্যমে। সম্পর্ক এতটাই গভীর হয়েছিল যে দুজনের বিয়ের গুঞ্জন পর্যন্ত শোনা গিয়েছিল। তবে সেই সম্পর্কেও কিছু সময় পরেই ইতি হয়েছে।
প্রসঙ্গত, এই তিনজন ছাড়াও আরো এক অভিনেতার সাথে ক্যাটরিনার সম্পর্ক নিয়ে গুঞ্জন উঠেছিল মাঝে। বলিউডের খিলাড়ি অভিনেতা অক্ষয় কুমারের সাথে একাধিক ছবিতে অভিনয় করেছেন ক্যাটরিনা। সেই সূত্রেই অক্ষয়-ক্যাটরিনার সম্পর্ক নিয়ে একসময় আলোচনা শুরু হয়। তবে সেসব এখন অতীত! এখন ক্যাটরিনার মন জুড়ে শুধুই ভিকি কৌশল।