যত দিন যাচ্ছে ততই আমরা প্রযুক্তির সাথে নিজেদের আরো বেশি করে জড়িয়ে ফেলছি। একসময় গোটা পাড়ায় কারোর কাছে মোবাইল ফোন থাকলে সকলে তাকে চিনত। কিন্তু এখন একেবারে উল্টোটা হয়, যদি কারোর মোবাইল না থাকে তাহলে তাকেই সবাই চেনে। এখানেই শেষ নয়, আগে মোবাইল মানে শুধু ফোন করার যন্ত্র বোঝাতো কিন্তু এখন মোবাইল অনেক স্মার্ট হয়েছে। আর স্মার্টফোনেই মানুষের প্রয়োজনীয় নানান কাজ মিটে যাচ্ছে।
কথা বলা থেকে মেসেজ পাঠানো, ক্যামেরা ঘড়ি আরো কোনো কাজ নিমেষেই হয়ে যায় ফোন দিয়েই। তার সাথে ইন্টারনেটের যুগে স্মার্টফোনের সাহায্যেই যেন হাতের মুঠোয় চলে এসেছে গোটা বিশ্ব। সোশাল মিডিয়ার দৌলতে মুহূর্তের মধ্যেই কোনো ঘটনার ছবি ও ভিডিও ভাইরাল (Viral Video) হয়ে ছড়িয়ে পরে গোটা বিশ্বে। প্রতিদিন এমন হাজারো ভাইরাল ভিডিও দেখতে পাওয়া যায় সোশ্যাল মিডিয়াতে। যেখানে হাসি মজার থেকে শুরু করে আজব সমস্ত ঘটনার ভিডিও দেখতে পাওয়া যায়।
সম্প্রতি এক অদ্ভুত ভিডিও ভাইরাল হয়ে পড়েছে সোশ্যাল মিডিয়া মাধ্যমে টুইটারে। বর্তমানে করোনা পরিস্থিতির সাথে মোকাবিলার জেরে দেশের বিভিন্ন রাজ্যে লকডাউন চলছে। লকডাউনে কিছু ছাড় থাকলেও ছোট বাচ্চাদের কথা ভেবে বন্ধ রাখ হয়েছে স্কুল কলেজ থেকে শুরু করে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান। এমতাবস্থায় পড়াশোনা যাতে বন্ধ না থাকে তার জন্য চালু হয়েছে অনলাইন ক্লাস। স্মার্টফোন বা কম্পিউটারের মাধ্যমে বাড়িতেই বসেই চলছে পড়াশোনা (Online Class)।
A six-year-old Kashmiri girl's complaint to @PMOIndia @narendramodi regarding long hours of online classes and too much of school work. pic.twitter.com/S7P64ubc9H
— Aurangzeb Naqshbandi (@naqshzeb) May 29, 2021
কিন্তু মুশকিল হল ঘন্টার পর ঘন্টা হয়েই চলেছে অনলাইন ক্লাস। এই কারণেই এবার অতিষ্ট হয়ে পড়েছে কাশ্মীরের এক ছয় বছরের ছোট্ট মেয়ে। তাই এবার সোশ্যাল মিডিয়াতে এসে নালিশ জানিয়েছে সে। কাকে জানিয়েছে নালিশ? শুনলে হয়তো অবাক হবেন। দেখার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) নালিশ জানিয়েছে ছোট্ট মেয়েটি।
তার মতে প্রতিদিন সকাল ১০টা থেকে ২ টো পর্যন্ত একে একে ইংলিশ, অঙ্ক, ইভিএস ও কম্পিউটার ক্লাস হয়। ছোট বাচ্চাদের এতো চাপ কেন? এমনটাই প্রশ্ন করে নালিশ জানিয়েছে ছোট্ট মেয়েটি। আর তার এই ভিডিও ইতিমধ্যেই বেশ ভাইরাল হয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতে।