• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

প্রথমবার প্রকাশ্যে এল ভবতারিণী অভিনেত্রীর মেয়ে, একরত্তির ছবি নিমেষে ভাইরাল নেটপাড়ায়

Published on:

তনুশ্রী ভট্টাচার্য,Tanushree Bhattacharya,করুণাময়ী রানি রাসমণি,Karunamoyee Rani Rashmoni,ভবতারিণী,Bhabatarini,সদ্যোজাত শিশু,New Born Baby,প্রথম ছবি,First Look,সোশ্যাল মিডিয়া,Social Media,ভাইরাল,Viral

বাংলা টেলিভিশন জগতের জনপ্রিয় অভিনেত্রী হলেন তনুশ্রী ভট্টাচার্য (Tanushree Bhattacharya)।জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘করুণাময়ী রানী রাসমণি (Karunamoyee Rani Rashmoni)’-তে স্বয়ং ‘মা ভবতারিণীর’ চরিত্রে তার অভিনয় মন ছুঁয়েছিল দর্শকদের। তাই এই চরিত্রের জন্যই আজও দর্শকদের কাছে তিনি সমান জনপ্রিয়।

উল্লেখ্য চলতি মাসেই দীর্ঘ ৪ বছরের যাত্রা শেষে যবনিকা পড়েছে জি বাংলার এই জনপ্রিয় মেগা সিরিয়ালে। শেষ হয়েছে বাংলার অন্যতম ভক্তিমূলক ধারাবাহিক রানি রাসমণি। প্রসঙ্গত গতিনি বছরেই জীবনের সেরা উপহার পেয়েছিলেন এই সিরিয়ালের ভবতারিণী চরিত্রের অভিনেত্রী তনুশ্রী ভট্টাচার্য। এই বিশেষ কারণেই মাঝপথে সিরিয়াল ছেড়েছিলেন তনুশ্রী।

Rani Rashmoni Actress Tanushree Bhattacharya Became mother Shares good news

উল্লেখ্য গত ১৫ ডিসেম্বর মা হয়েছেন অভিনেত্রী। এই দিনেই তার কোল আলো করে আসে এক ফুটফুটে কন্যা সন্তান। সোশ্যাল মিডিয়ায় সকলের সাথে সেই খুশির খবর ভাগ করে নিয়েছিলেন তনুশ্রী এবং তাঁর স্বামী তথা পরিচালক শমীক বোস।সেসময় প্রথম সন্তান আসার খবর দিয়ে একটি ছবি শেয়ার করেছিলেন এই সেলিব্রেটি জুটি।

তনুশ্রী ভট্টাচার্য,Tanushree Bhattacharya,করুণাময়ী রানি রাসমণি,Karunamoyee Rani Rashmoni,ভবতারিণী,Bhabatarini,সদ্যোজাত শিশু,New Born Baby,প্রথম ছবি,First Look,সোশ্যাল মিডিয়া,Social Media,ভাইরাল,Viral

অভিনব সেই ছবিতে ছোট্ট দুটো মা লক্ষীর পায়ের সাথেই লেখা ছিল, ‘লক্ষী এল ঘরে’। এরপর নতুন বছরের শুরুতেই একরত্তি মেয়ের সাথে ভক্তদের পরিচয় করিয়েছিলেন ভবতারিণী অভীনেত্রী তনুশ্রী। সেবার ছবিতে মেয়ের মুখ দেখাননি নায়িকা। সেসময় স্বামীর এবং নিজের হাতের ওপরেই একরত্তি মেয়ের হাত রাখার ছবি শেয়ার করেছিলেন অভিনেত্রী।

তনুশ্রী ভট্টাচার্য,Tanushree Bhattacharya,করুণাময়ী রানি রাসমণি,Karunamoyee Rani Rashmoni,ভবতারিণী,Bhabatarini,সদ্যোজাত শিশু,New Born Baby,প্রথম ছবি,First Look,সোশ্যাল মিডিয়া,Social Media,ভাইরাল,Viral

সদ্য মা হয়েছেন অভিনেত্রী। আর মা হওয়ার পর থেকে এখন তনুশ্রীর দুনিয়া জুড়ে রয়েছে তার একরত্তি মেয়ে। সন্তান জন্মের প্রায় ২ মাসের বেশি সময় পর এদিন তার প্রথম ঝলক প্রকাশ্যে এনেছেন অভিনেত্রী। তবে এই ছবিতেও মেয়ের মুখ দেখাননি নায়িকা। এদিন তনুশ্রীর শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে বিছিনায় শুয়ে নিজের পুচকে হাত দিয়ে মায়ের হাত শক্ত করে ধরে রয়েছে একরত্তি।ছবির ক্যাপশনে তনুশ্রী লিখেছেন ‘একটি যোগসূত্র যা অবিচ্ছেদ্য।’

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥