• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

রঙের উৎসবের মাঝে আবারও দুঃসংবাদ, প্রয়াত ‘রানী রাসমণি’ অভিনেতা, শোকের ছায়া টলিউডে

গোটা বাংলা এই মুহূর্তে রঙের উৎসব দোল (Holi) উদযাপন করছে। সাধারণ মানুষের পাশাপাশি বসন্ত উৎসবে রঙিন হয়ে উঠেছেন বিনোদন দুনিয়ার তারকারাও। রঙের ছোঁয়া লেগেছে টলিপাড়ার (Tollywood )সেলেবদেরও। কিন্তু এসবের মাঝেই টলিউড থেকে এল এক খারাপ খবর। হঠাৎ করে হৃদরোগে (Heart attack) আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন ‘করুণাময়ী রানী রাসমণি’ (Karunamoyee Rani Rashmoni) খ্যাত এক অভিনেতা। তাঁর নাম অরিজিৎ ব্যানার্জি (Arijit Banerjee)।

দোল উপলক্ষ্যে স্টুডিও পাড়ায় শ্যুটিং বন্ধ ছিল। প্রত্যেক তারকারঙের উৎসব উদযাপনে মেতে উঠেছিলেন। কিন্তু তার মাঝেই এমন একটি দুঃসংবাদ আসায় মন খারাপ হয়ে গিয়েছে প্রত্যেকের। অত্যন্ত কম বয়সে এত প্রতিভাবান এক শিল্পীর মৃত্যুতে (Passed away) শোকস্তব্ধ হয়ে পড়েছেন সবার। মঙ্গলবার রাতে আর্টিস্ট ফোরামের তরফ থেকে সোশ্যাল মিডিয়ায় অরিজিতের মৃত্যু সংবাদ জানানো হয়।

   

Arijit Banerjee, Arijit Banerjee Karunamoyee Rani Rashmoni, Arijit Banerjee death

টলিপাড়ার ‘তোতা’ নামে পরিচিত ছিলেন অরিজিৎ। ‘রানী রাসমণি’ অভিনেতার মৃত্যু সংবাদ জানিয়েছেন আর্টিস্ট ফোরামের কোষাধ্যক্ষ, অভিনেতা সোহন বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, ‘আমাদের বন্ধু/ভাই অরিজিৎ ব্যানার্জি (তোতা) আজ সন্ধ্যা ৬:১৯ মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে বি পি পোদ্দার হাসপাতালে মারা গিয়েছে’।

অরিজিতের মনপ্রাণ জুড়ে ছিল অভিনয়। শুধু সিরিয়ালেই নয়, এর পাশাপাশি রঙ্গমঞ্চেও অভিনয় করতেন তিনি। নাটক পরিচালনাও করেছেন টলিপাড়ার ‘তোতা’। ছোটপর্দায় তাঁকে জি বাংলার ‘করুণাময়ী রানী রাসমণি’ ধারাবাহিকে অভিনয় করতে দেখেছেন দর্শকরা।

যদিও শুধুমাত্র জি বাংলার এই জনপ্রিয় ধারাবাহিকই নয়, আরও বহু সিরিয়ালে কাজ করেছেন অরিজিৎ। ‘শ্রীচৈতন্য মহাপ্রভু’, কালার্স বাংলার ‘ত্রিশূল’ ধারাবাহিকেও কাজ করেছিলেন তিনি। ‘ত্রিশূল’এই তাঁকে শেষবারের মতো দেখেছেন দর্শকরা।

Arijit Banerjee, Arijit Banerjee Karunamoyee Rani Rashmoni, Arijit Banerjee death

জানা গিয়েছে, সোমবার আচমকাই অসুস্থ হয়ে পড়েন অরিজিৎ। অভিনেতাকে ভর্তি করা হয় হাসপাতালে। হৃদ রোগে আক্রান্ত হয়েছিলেন তিনি। চিকিৎসকেরা তাঁর প্রাণ বাঁচানোর আকুল চেষ্টা করলেও মঙ্গলবার সন্ধ্যায় মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। স্ত্রী এবং কন্যাকে রেখে ইহলোক থেকে চিরবিদায় নেন তিনি। এত কম বয়সে এত প্রতিভাবান অভিনেতার মৃত্যু মেনে নিতে পারছে না কেউই।

site