• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ছোটপর্দা থেকে সোজা বলিউড! হিন্দি ছবিতে সুযোগ পেলেন ‘রানী রাসমণি’ অভিনেত্রী

Published on:

Karunamoyee Rani Rashmoni actress Roshni Bhattacharya to debut in Bollywood with Radhika Apte’s Mrs Undercover

বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির (Tollywood) একাধিক তারকা বলিউডে (Bollywood) কাজ করেছেন। যীশু সেনগুপ্ত, স্বস্তিকা মুখোপাধ্যায় থেকে শুরু করে পরমব্রত চট্টোপাধ্যায়, রাইমা সেন- তালিকায় নাম রয়েছে টলিপাড়ার একাধিক নামী শিল্পীর। এবার সেই তালিকারই নবতম সংযোজন হতে চলেছেন ‘করুণাময়ী রানী রাসমণি’, ‘গোধূলি আলাপ’ খ্যাত অভিনেত্রী রোশনি ভট্টাচার্য (Roshni Bhattacharya)।

হ্যাঁ, ঠিকই দেখছেন। বাংলা টেলি দুনিয়ার এই জনপ্রিয় অভিনেত্রীকেই এবার বলিউডে কাজ করতে দেখা যাবে। ইন্ডাস্ট্রির অন্দরের কানাঘুষো থেকে জানা যাচ্ছে, শীঘ্রই মুম্বই পাড়ি দিচ্ছেন এই বং তনয়া। শুধু এটুকুই নয়, শোনা যাচ্ছে বলিউডের প্রথম ছবিতেই রাধিকা আপ্তের মতো নামী তারকার সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন বাংলার রোশনি।

Roshni Bhattacharya, Roshni Bhattacharya and Radhika Apte

বিভিন্ন নামী সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গিয়েছে, জি ফাইভের আসন্ন ‘মিসেস আন্ডারকভার’এ রাধিকার সঙ্গে দেখা যাবে বাংলার রোশনিকে। একাধিক জনপ্রিয় বাংলা ধারাবাহিকে কাজ করে দর্শকদের ঘরের মেয়ে হয়ে উঠেছিলেন তিনি। এবার সেই অভিনেত্রীই বলিউডে পাড়ি দিচ্ছেন শুনে খুশি হয়েছেন দর্শকরাও।

যদিও শুধুমাত্র টেলি দুনিয়াতেই নয়, ইতিমধ্যেই টলিউডেও কাজ করে ফেলেছেন রোশনি। ইন্ডাস্ট্রির নামী পরিচালক সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ‘অতি উত্তম’ ছবিতে কাজ করেছেন তিনি। তবে ছবিটি এখনও রিলিজ করেনি। সেই ছবি মুক্তির আগেই টলিউডের গণ্ডি পেরিয়ে সোজা বলিউডে পাড়ি দিলেন ‘গোধূলি আলাপ’ অভিনেত্রী।

Roshni Bhattacharya, Roshni Bhattacharya Bollywood debut

বিভিন্ন সূত্র মারফৎ জানা গিয়েছে, শীঘ্রই শুরু হতে চলেছে রাধিকা, রোশনির ‘মিসেস আন্ডারকভার’এর শ্যুটিং। তাই তার আগেই মায়ানগরীর উদ্দেশে পাড়ি দেবেন বঙ্গ তনয়া। ছবিটি পরিচালনা করবেন অনুশ্রী মেহতা। জি ফাইভের আসন্ন এই ছবিতে রাধিকা এবং রোশনি ছাড়াও অভিনয় করবেন লাবনী সরকার, রাজেশ শর্মা, বিশ্বজিৎ চক্রবর্তীর মতো টলিউডের জনপ্রিয় তারকারা। শোনা যাচ্ছে, আগামী এপ্রিলেই রিলিজ করবে ‘মিসেস আন্ডারকভার’।

বাংলা সিরিয়াল এবং সিনেমায় কাজ করার পর হিন্দি ছবিতে সুযোগ পেয়ে প্রচণ্ড খুশি বঙ্গ তনয়া রোশনি। বলিউডে পা রাখার খবর প্রকাশ্যে আসা মাত্রই অভিনেত্রীকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন তাঁর অনুরাগীরা। পর্দায় বলি সুন্দরী রাধিকার সঙ্গে বাংলার রোশনির যুগলবন্দি দেখার জন্য মুখিয়ে রয়েছেন তাঁরা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥