• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

৫ বছরের যাত্রা শেষে, ইতি পড়ল রানি রাসমণি ধারাবাহিকে, শেষ দিনে রানিমার সাথেই কাঁদলেন রামকৃষ্ণ

দীর্ঘ ৫ বছরের যাত্রা শেষ। চোখের জলেই শেষ দিনের শুটিং সারলেন করুণাময়ী রানি রাসমণি (Karunamoye Rani Rashmoni) ধারাবাহিকের কলাকুশলীরা। উল্লেখ্য গতকাল অর্থাৎ ১০ ফ্রেব্রুয়ারি ছিল এই লোকপ্রিয় ধারাবাহিকের শুটিংয়ের শেষ দিন। তবে টিভির পর্দায় এই ধারাবাহিকের শেষ পর্বটি সম্প্রচারিত হতে চলেছে আগামী ১৩ ফ্রেব্রুয়ারি। লাগাতার কম টিআরপি-র কারণেই নাকি বন্ধ হয়ে যাচ্ছে এই সিরিয়াল।

জানা গেছে এই সিরিয়ালের সময়ে এখন দেখা যাবে ‘অপরাজিতা অপু’। আর নতুন ধারাবাহিক ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’ থাকবে সাড়ে আটটার স্লটে। রাসমণি সিরিয়ালের শেষ পর্বে রাসমণি ভক্তদের জন্য থাকছে বিশেষ চমক। শেষ দিনে রাসমণির সেটে দেখা গেল স্বয়ং রাসমণি অভিনেত্রী দিতিপ্রিয়া রায়কে (Ditipriya Roy)। আসলে সিরিয়ালে রানি রাসমণি চরিত্রের মৃত্যু হয়েছিল অনেক আগেই। আর এবার শেষ হতে চলেছে গোটা সিরিয়াল। রবিবারই টিভির পর্দায় শেষ বারের মতো দেখা যাবে রাণি রাসমণি।

   

দিতিপ্রিয়া রায়,Ditipriya Roy,সৌরভ সাহা,Sourav Saha,করুণাময়ী রানি রাসমণি,Karunamoye Rani Rashmoni,Last Day of Shooting,শেষ পর্বের শুটিং

গতকাল ফের একবার রাসমণির সেটে চেনা মেজাজেই ধরা দিলেন অভিনেত্রী। উল্লেখ্য মাত্র ৬ মাস আগেই আগেই রানিমার যে খোলস ছেড়ে স্বেচ্ছায় বেরিয়ে এসেছিলেন অভিনেত্রী। আরএদিন আরও একবার রানিমার বেশে ক্যামেরায় ধরা দিলেন তিনি। তাই আরও একবার রানিমার ভূমিকায় ক্যামেরার সামনে ধরা দিয়ে চোখের জল আটকাতে পারেননি দিতিপ্রিয়া।

দিতিপ্রিয়া রায়,Ditipriya Roy,সৌরভ সাহা,Sourav Saha,করুণাময়ী রানি রাসমণি,Karunamoye Rani Rashmoni,Last Day of Shooting,শেষ পর্বের শুটিং

শেষ দিনে ধারাবাহিকে কেমিও চরিত্রে ধরা দিয়েছিলেন দিতিপ্রিয়া। ধারাবাহিক শেষ হওয়ায় এদিন একটু বেশিই মন খারাপ ছিল সকল কুশলীদের। শেষদিনের শ্যুটিং শেষে সেটের মধ্যেই দাঁড়িয়ে কেক কাটতে দেখা গেল সকলকে। শুটিং শেষে এদিন কান্নায় ভেঙে পড়েন রামকৃষ্ণ অভিনেতা সৌরভ সাহা (Sourav Saha)।

দিতিপ্রিয়া রায়,Ditipriya Roy,সৌরভ সাহা,Sourav Saha,করুণাময়ী রানি রাসমণি,Karunamoye Rani Rashmoni,Last Day of Shooting,শেষ পর্বের শুটিং

একরাশ মন খারাপ নিয়ে কিছুদিন আগেই সংবাদমাধ্যমে অভিনেতা জানিয়েছিলেন “মা সারদার অনেক গুরুত্বপূর্ণ অধ্যায় তুলে ধরার কথা ছিল। কথা ছিল, স্বামী বিবেকানন্দও আসবেন। সে সব কিছুই হল না আর।’’ তবে জানা যাচ্ছে সিরিয়ালের শেষ পর্বে রানিমা ছাড়াও দেখানো হবে নটি বিনোদিনী কে। এই বিশেষ চরিত্রে দেখা যাবে মিঠাই সিরিয়ালের শ্রীতমা অভিনেত্রী দিয়া মুখার্জী কে।