বিগত বেশ কয়েক বছর ধরেই জি বাংলার পর্দায় চলে আসছে জনপ্রিয় সিরিয়াল ‘করুণাময়ী রানী রাসমণি’। তবে সম্প্রতি শোনা যাচ্ছে এই সিরিয়াল শেষের জল্পনা। উল্লেখ্য শুরু থেকেই এই ধারাবাহিকে ‘জগদম্বা’-র চরিত্রে অভিনয় করে এসেছেন অভিনেত্রী রোশনি ভট্টাচার্য (Roshni Bhattacharyya)। কিন্তু বর্তমানে সিরিয়ালে এসেছে একাধিক পরিবর্তন।
নিজের বিয়ে নিয়ে চূড়ান্ত ব্যস্ততার কারণে কাজ থেকে সাময়িক বিরতি নিতে সিরিয়াল ছেড়েছিলেন রোশনি। জগদম্বা চরিত্রে অভিনয়ের শেষ দিনেই ধারাবাহিকের সেটেই ঘটা করে তাঁর আইবুড়ো ভাত দিয়েছিলেন সিরিয়ালের কলাকুশলীরা। কিন্তু খুশীর খবরের খবরের মাঝেই অভিনেত্রী জীবনে নেমে এল ভয়ানক দুঃসংবাদ। যার জেরে বিয়েটাই পিছিয়ে যেতে বসেছে রোশনির।
আগেই অর্থাৎ গতবারের ১৩ অক্টোবর দীর্ঘদিনের প্রেমিক তূর্য সেন (Turjo Sen)-এর সাথে আইনি বিয়ে সেরে নিয়েছিলেন রোশনি। পরে আনুষ্ঠানিক বিয়ে হওয়ার কথা ছিল অভিনেত্রীর। কিন্তু আচমকাই প্রয়াত হয়েছেন রোশনির শ্বশুরমশাই। তাতেই গোটা একটা বছর বিয়ে পিছিয়ে গেল রোশনির।
উল্লেখ্য নতুন সংসার সামলাতে অভিনয় থেকে সাময়িক বিরতি নেওয়ায় সিদ্ধান্ত নিয়েছিলেন রোশনি। ককরেছিলেন রোশনি। কিন্তু আপাতত বিয়ে পিছিয়ে যাওয়ায় আবারও কাজে ফিরতে চাইছেন রোশনি। তাই যত তাড়াতাড়ি সম্ভব কাজে ফিরতে মুখিয়ে রয়েছেন রোশনি। যদিও ইতিমধ্যেই একটি ওয়েব সিরিজের কাজ শেষ করেছেন অভিনেত্রী।
এছাড়াও ইমন চক্রবর্তী (Iman Chakraborty)-র মিউজিক ভিডিওয় অভিনয় করেছেন তিনি। সেখানেও বিয়ের কনের সাজে সেজেছিলেন অভিনেত্রী। গায়ে হলুদের সকালে হলুদ রঙের শাড়ি পরে,মাথায় টোপর, হাতে শাঁখা-পলা, গয়না পরে থাকতে দেখা যায় অভিনেত্রীকে।