• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

শহর কলকাতার বুকে হলুদ ট্যাক্সিতে উঠে কাকে ‘আমি যে তোমার’ বললেন কার্তিক আরিয়ান! জল্পনা তুঙ্গে

সম্প্রতি মুক্তি পেয়েছে ভুল ভুলাইয়া ২। কার্তিক আরিয়ান অভিনীত এই ছবি নিয়ে বিশেষ আশা না থাকলেও বক্স অফিসে বাজিমাত শুরুতেই বাজিমাত করেছে ভুলভুলাইয়া ২। একই সাথে মুক্তি পেয়েছিল কঙ্গনার ছবি ধকড়৷ কিন্তু শেষমেশ তাকে টেক্কা দিয়েই মাত্র অল্প দিনেই ৯০ কোটি টাকার ব্যবসা করেছে আনিস বাজমির এই ছবি। সম্প্রতি ছবির প্রচারে তিলোত্তমা কলকাতায় এসে হাজির হয়েছিলেন অভিনেতা কার্তিক আরিয়ান। তাকে দেখতে যখন ভীড় জমেছে সর্বত্র, তখনই তিনি গেয়ে উঠলেন ‘আমি যে তোমার’। কিন্তু কাকে উদ্দেশ্য করে বললেন কার্তিক এই কথা। এই নিয়েই শুরু হয়েছে জল্পনা।

আসল কারণ হল, ‘ভুল ভুলাইয়া ২ ‘ এর একটি গান লঞ্চ করতেই সুদূর মুম্বই থেকে কলকাতায় এসেছিলেন ছবির নায়ক। এই গান আগেও দর্শকেরা শুনেছেন ভুলভুলাইয়া ছবিতে। গানটির নাম, ‘আমি যে তোমার’। সুরকার প্রীতম দ্বিতীয় ছবিতেও এই গান দারুণ ভাবে ব্যবহার করেছেন। এই গানকে নতুন মাত্রা দিয়েছেন অরিজিৎ সিং। ছবির সব গান আগেই মুক্তি পেয়েছিল, এই গানের কেবল দু সেকেন্ডের ঝলক দেখা গিয়েছিল ট্রেলারে।

অপূর্ব এই সুর অপূর্ব এই গান মাত্র ২ সেকেন্ডেই ট্রেলারের মধ্যমণি হয়ে ওঠে। শ্রেয়া ঘোষালের গলায় এই গান লন্য মাত্রা আগেই পেয়েছিল, এবার অরিজিৎ সিং তাতে নিয়ে এলেন নতুন হিন্দোল। সবাই আশা করে ছিল অরিজিৎ এবং শ্রেয়ার যুগলবন্দীর। শেষ পর্যন্ত তা আর শোনা যায় না। সারা ছবিতে ক্লাইম্যাক্স সিনে এই ২ মিনিটের গানের সাথে কার্তিকের পারফরম্যান্স বিরাট প্রশংসা কুড়িয়েছে।

পরিচালক আনিস বাজমির এই ছবিতে কার্তিক আরিয়ান ছাড়াও রয়েছেন কিয়ায়ারা আদভানি, টাবু, রাজেশ শর্মা, রাজপাল যাদব, সঞ্জয় মিশ্র প্রমুখ। ছবির মূল প্রেক্ষাপট মঞ্জুলিকাকে ঘিরে বোনা হয়েছে। কেন তার আত্মাকে ঘরে আটকে রাখতে হয়, কিভাবেই বা সেখান থেকে মুক্তি পায় সে এবং শেষমেশ নিজের প্রতিশোধ কি নিতে পারবে মঞ্জুলিকা? এই নিয়েই এগোয় ছবির চিত্রনাট্য। এদিন শহর কলকাতায় হলুদ ট্যাক্সির উপর উঠে কার্তিকের এই আস্ফালন কলকাতা বাসীর বড্ড পছন্দ হয়েছে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥