• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ছবি হিট হল হিরো তো বটেই বাকিদেরও পারিশ্রমিক বাড়ানো উচিত, কার্তিকের বক্তব্যে মুগ্ধ নেটিজেনরা

বলিউডের জন্য সময়টা এখন একেবারেই ভালো যাচ্ছে না। একের পর এক বিগ বাজেট সিনেমা বক্স অফিসে ব্যর্থ হয়েছে। তবে এসবের মাঝেও কার্তিক আরিয়ান (Kartik Aaryan) অভিনীত ‘ভুল ভুলাইয়া ২’ ছবিটি বক্স অফিসে ঝড় তুলতে সক্ষম হয়েছিল। বলিউডের এই মন্দার বাজারেও ২৫০ কোটি টাকার ব্যবসা করেছিল ছবিটি। কিন্তু সিনেমা হিট হলেও কার্তিক কিন্তু একেবারেই আকাশছোঁয়া পারিশ্রমিক (Remuneration) বৃদ্ধি করবেন না।

সম্প্রতি একটি নামী সংবাদমাধ্যমের সঙ্গে আলাপচারিতার সময় এই বিষয়ে মুখ খুলেছেন ‘সোনু কি টিটু কি সুইটি’ খ্যাত অভিনেতা। কার্তিকের মতে, অতীতের সাফল্যের কথা মাথায় রেখে তিনি আগামী ছবির ওপর চাপ সৃষ্টি করতে চান না। সিনেমা ব্লকবাস্টার হলে পারিশ্রমিক বাড়বে একথা স্বাভাবিক, কিন্তু এতটাও বাড়িয়ে দেওয়া উচিত নয় যে সেটা অবিশ্বাস্য হয়ে যাবে।

   

Kartik Aaryan speaking

কার্তিক এই বিষয়ে বলেন ‘ডিজিটাল স্যাটেলাইট রাইটস একজন অভিনেতা, পরিচালক, প্রযোজক এবং সম্পূর্ণ দলের নাম দেখে বিক্রি হয়। যদি সেটা বেশি টাকায় বিক্রি হয়, তাহলে স্বাভাবিকভাবেই প্রত্যেকের পারিশ্রমিক বৃদ্ধি পাওয়া উচিত। কিন্তু যদি তা না হয়, আমাদের কিন্তু সেই বিষয়টিও মাথায় রাখা উচিত। বিষয়টি যেমনই হোক না কেন, সিনেমার ওপর চাপ তৈরি করা উচিত না। আর আমি এই বিষয়টা সবসময় মেনে চলি’।

‘ভুল ভুলাইয়া ২’ খ্যাত অভিনেতার এই বক্তব্যই নেটিজেনদের মুগ্ধ করেছে। যেভাবে তিনি বাকি সুপারস্টারদের মতো শুধু নিজের নয়, বরং সম্পূর্ণ টিমের পারিশ্রমিক বৃদ্ধির কথা বলেছেন, তা দেখেই খুব ভালোলেগেছে তাঁদের।

Kartik Aryan Bhool Bhulaiya 2

তবে কার্তিক শুধু এটুকুতেই থামেননি। অভিনেতার সংযোজন, ‘যদি সিনেমাটি একটি ভালো অঙ্ক আয় করে, অবশ্যই সেটা প্রযোজক, পরিচালক এবং ছবির সঙ্গে যুক্ত প্রত্যেকের খাটনির জন্য, তাহলে সবার ফায়দা হওয়া উচিত। এতে ভুল কিছু নেই। কিন্তু এই জন্য সিনেমার ওপর চাপ তৈরি হয়ে গেলেই সেটা ভুল। তাই পারিশ্রমিক এতটাও বাড়িয়ে দেওয়া উচিত না যাতে সেটা অবিশ্বাস্য লাগে’।

Kartik Aaryan smiling

কার্তিকের আগামী প্রোজেক্টের নিরিখে বলা হলে, তাঁর হাতে এই মুহূর্তে একগাদা ছবি রয়েছে। ৩১ বছর বয়সি এই অভিনেতার ঝুলিতে ‘ফ্রেডি’, ‘শেহজাদা’ রয়েছে। এছাড়াও পরিচালক কবীর খানের আগামী ছবিতেও দেখা যাবে তাঁকে।