• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

রুহ বাবাই আসল ভূত! বিরাট টুইস্ট নিয়ে আসছে ‘ভুল ভুলাইয়া ৩’, রিলিজ ডেট ঘোষণা করলেন কার্তিক

Updated on:

Kartik Aaryan shares Bhool Bhulaiyaa 3 teaser, announces release date of the film

‘শেহজাদা’ হিসেবে কামাল না করতে পারলেও, ফের রুহ বাবা (Rooh Baba) অবতারে হাজির হচ্ছেন কার্তিক আরিয়ান (Kartik Aaryan)। হ্যাঁ, ঠিকই দেখছেন। হঠাৎ করেই ‘ভুল ভুলাইয়া ৩’র (Bhool Bhulaiyaa) টিজার শেয়ার করে সকলকে অবাক করে দিয়েছেন অভিনেতা। অবশ্য শুধুমাত্র টিজার (Bhool Bhulaiyaa 3 teaser) শেয়ার করাই নয়, সেই সঙ্গে ছবির রিলিজ ডেটও ঘোষণা করেছেন তিনি। অর্থাৎ কার্তিক অনুরাগীদের জন্য একেবারে ‘ডাবল বোনাস’ যাকে বলে!

সাম্প্রতিক অতীতে একাধিক তারকা কার্তিককে বলিউডের ‘নতুন সুপারস্টার’ তকমা দিয়েছেন। শাহরুখ-সলমনের যোগ্য উত্তরসূরি হিসেবে তাঁকে বেছে নিয়েছেন দর্শকদের একাংশও। ‘শেহজাদা’ মুখ থুবড়ে পড়ার পর অনেকে ভেবেছিলেন, নিজের কেরিয়ারকে হয়তো কলঙ্কিত করে বসলেন তিনি। কিন্তু কার্তিক দমে যাওয়ার পাত্র নন। ঘুরে দাঁড়াতে ফের ‘ভুল ভুলাইয়া’ ফ্র্যাঞ্চাইজিকেই আঁকড়ে ধরলেন তিনি।

Rooh Baba, Kartik Aaryan as Rooh Baba, Bhool Bhulaiyaa 3, Bhool Bhulaiyaa 3 teaser, Bhool Bhulaiyaa 3 release date

গত বছর ‘বয়কট’ ট্রেন্ডের মাঝেই বক্স অফিসে ঝড় তুলেছিল ‘ভুল ভুলাইয়া ২’। রুহ বাবা অবতারে এসে দর্শকদের মন জয় করে নিয়েছিলেন কার্তিক। মাঝখানে প্রায় বছর খানেকের অপেক্ষার পর ‘ভুল ভুলাইয়া ৩’র টিজার শেয়ার করলেন অভিনেতা। ইতিমধ্যেই সেই ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।

‘ভুল ভুলাইয়া ৩’র টিজার দেখেই বোঝা গিয়েছে গল্পে এবার দারুণ টুইস্ট আসতে চলেছে। টিজারে দেখা যাচ্ছে রুহ বাবা বলছেন, তিনি শুধুমাত্র আত্মাদের দেখতে পান তাই নয়, বরং আত্মারা তাঁর ভেতর প্রবেশও করে। ব্যাকগ্রাউন্ডে তখন বাজছে অরিজিৎ সিংয়ের গলায়, ‘আমি যে তোমার’ গান। সব মিলিয়ে টিজার দেখেই বোঝা যাচ্ছে, প্রথম দুই ছবির মতোই ‘ভুল ভুলাইয়া ৩’ও হতে চলেছে দারুণ এন্টারটেইনিং। ‘ভুল ভুলাইয়া ৩’র টিজার শেয়ার করে কার্তিক লিখেছেন, ‘দিওয়ালি ২০২৪’এ রুহ বাবা ফিরছে’।

Rooh Baba, Kartik Aaryan as Rooh Baba, Bhool Bhulaiyaa 3, Bhool Bhulaiyaa 3 teaser, Bhool Bhulaiyaa 3 release date

গত বছর যখন বলিউডের প্রায় প্রত্যেকটি সিনেমা বক্স অফিসে মুখ থুবড়ে পড়ছিল, তখন ‘ভুল ভুলাইয়া ২’ বক্স অফিসে ঝড় তুলেছিল। কার্তিক ছাড়াও সেই ছবিতে অভিনয় করেছিলেন তাবু, কিয়ারা আডবানী, রাজপাল যাদব, সঞ্জয় মিশ্রার মতো তারকারা। প্রায় ২৫০ কোটি টাকার ব্যবসা করেছিল এই সিনেমা।

 

View this post on Instagram

 

A post shared by KARTIK AARYAN (@kartikaaryan)


‘ভুল ভুলাইয়া ৩’র টিজার শেয়ার করলেও ছবিতে কে কে থাকবেন সেই বিষয়ে কিছু জানাননি কার্তিক। ‘ভুল ভুলাইয়া ২’র গল্পই এগোনো হবে নাকি নতুন কোনও গল্প দেখানো হবে সেই বিষয়েও মুখ খোলেননি অভিনেতা। এবার দেখা যাক, নতুন ছবিতে কী সারপ্রাইজ নিয়ে আসেন ‘রুহ বাবা’।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥